class 9 assignment answer

নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট উওর দেখুন সকল বিষয়ের

নবম শ্রেণির ৪র্থ অ্যাসাইনমেন্ট সমাধান (নির্ধারিত কাজ): কোভিড-১৯ এর কারণে বিদ্যালয় সমূহ বন্ধ থাকায় দেশের মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মূল্যায়ন করার লক্ষ্যে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করে সেই আলোকে সপ্তাহিক অ্যাসাইনমেন্ট প্রকাশ করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর; সপ্তাহিক অ্যাসাইনমেন্ট প্রকাশের কার্যক্রমের আওতায় নবম (৯ম) শ্রেণির ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট (নির্ধারিত কাজ) প্রকাশ করা হয়েছে ০৩/১২/২০২২ ; এর আগে ৯ম শ্রেণির আরো ৫টি অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে।

নবম শ্রেণির এস্যাইনমেন্ট বাংলা

নবম শ্রেণির এস্যাইনমেন্ট ইংরেজি

Assigned Task/Assignment-2: Unit-4, Lesson-1, The Ferry Boat: Home Work: Section-C ( Question No. 3):

C. Discuss in groups and write answers to these questions.

Why did some people have little or no patience when the ferry boat was in danger of sinking?
‘No more, No more, please wait’ who said this? Explain in 2/3 sentences.

3. Answer the questions below:

a. If we have too many buyers of fish in the market, what is likely to happen?
b. If we have too many passengers at a bus or train station, what may happen?
c. If we have too many people in a village/town/city, what will happen?

Assessment Criteria: The teacher will check students’ ability to use language to connect the reality with content, grammar, spelling, punctuation, vocabulary, communication.

Assigned Task/Assignment-3: Unit-4, Lesson-4, The Story Of Lipi:

Assignment: Read the beginning of the story. Write 10 new sentences to complete the story in a way you would like.

Nila, a young girl of 14 is a student of class 9 of Noapara Girls’ High school, Noapara. She was a poor girl but had an aspiration to help her family for a better life. On her way to school, a boy named Alam used to tease her very often. But she didn’t get frustrated rather.

নবম শ্রেণির এস্যাইনমেন্ট ভূগোল

ঢাকা ও টোকিওর স্থানীয় সময়ের ব্যবধান ৩ ঘন্টা ১৭ মিনিট ১৬ সেকেন্ড। টোকিওর দ্রাঘিমা ১৩৯° ৪৫ পূর্ব হলে ঢাকার দ্রাঘিমা কত?

নক্ষত্র পতন কাকে বলে? সৌরজগতের গ্রহ গুলির চিত্রসহ বর্ণনা দাও।

নবম শ্রেণির এস্যাইনমেন্ট গণিত

সংক্ষিপ্ত প্রশ্ন: ০১

১. নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়ােজন?

২. ABC বৃত্তে BC ব্যাস হলে, ∠BAC এর মান কত?

৩. সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় সমান হলে, ত্রিভুজটির বাহুগুলাের অনুপাত কত হবে?

৪. PQRS সামান্তরিকের ∠Q = 95° হলে, ∠S – ∠R = কত?

৫. বৃত্তের ব্যাস 14 সে.মি. হলে, ঐ বৃত্তের অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল কত?

সৃজনশীল প্রশ্ন: ০১

ΔABC এর শীর্ষবিন্দু A এবং ভূমি সংলগ্ন ∠B = 45°, ∠C = 60°; ত্রিভুজটির পরিসীমা 10 সে.মি.

ক. ∠A এর পূরক কোণের মান কত?

খ. অঙ্কনের বিবরণসহ ত্রিভুজটি আঁক।

গ. এমন একটি ত্রিভুজ অঙ্কন কর যার ভূমি সংলগ্ন দুইটি কোণ উদ্দীপকে উল্লিখিত কোণ দুইটির সমান এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ΔABC এর পরিসীমার একতৃতীয়াংশ। [অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক]

সংক্ষিপ্ত প্রশ্ন: ০২

৩. logx125 = 6 হলে, x এর মান কত?

৪. 0.000003476 কে বৈজ্ঞানিক আকারে প্রকাশ কর।

৫. 32.0035 এর সাধারণ লগের অংশক কত?

https://i.imgur.com/Qedcx9l.jpg

সৃজনশীল প্রশ্ন

সৃজনশীল প্রশ্ন- ০১

PQR একটি সমবাহু ত্রিভুজ এবং Ps. QR এর উপর লম্ব।
ক. PQ = 3cm হলে, A PQR এর ক্ষেত্রফল নির্ণয় কর।
খ. প্রমাণ কর যে, PQ+ PR > 2PS
গ. প্রমাণ কর যে, 4PS = 3PRA

সৃজনশীল প্রশ্ন- ০২

ADEF এ DE > EF এবং ZE ও zF এর সমদ্বিখন্ডকদ্বয় পরস্পর P বিন্দুতে এবং বহিদ্বিখন্ডকদ্বয় 2 বিন্দুতে ছেদ করেছে।
ক. D = 40° হলে, ZE PF এর ডিগ্রী পরিমাপ নির্ণয় কর।
খ. বর্ধিত EP, DF কে M বিন্দুতে ছেদ করলে প্রমাণ কর যে, ZDME স্থূলকোণ।
গ. প্রমাণ কর যে, ZEQF = 90° -3zD

সংক্ষিপ্ত প্রশ্ন- ০১

১. a – b = 4 এবং ab =16 হলে, a + b এর মান নির্ণয় কর।
২. x-= 5 হলে, x + 3 এর মান নির্ণয় কর।
৩. ৫ – 21a – 20 কে উৎপাদকে বিশ্লেষণ কর।
৪. ৫ টাকায় ২% সরল মুনাফায় 4 বছরের মুনাফা x টাকা হলে x এর মান কত?
৫. = 5 – 2 হলে, p এর মান কত?

সৃজনশীল প্রশ্ন- ০৩

a + b + c = m, a + b + c = n এবং a + b2 = p
ক. m = 0 হলে দেখাও যে, a + b + c – 3abc = 0
খ. c = 0 হলে দেখাও যে, m* + 2p = 3mm
গ. m = 10 এবং n = 38 হলে, (a – b)2 + (b – c)2 + (c- a)2 এর মান নির্ণয় কর।
সংক্ষিপ্ত প্রশ্ন

সংক্ষিপ্ত প্রশ্ন-০২

১. উপাত্তসমুহের সর্বনিম্ন সংখ্যা 31 এবং পরিসর 90 হলে, সর্বোচ্চ সংখ্যা কত?
২. 1 – 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলাের মধ্যক কত?
৩, 1,0, 1, 0, 1, 0, 1, 0,1,0,1 সংখ্যাগুলাের গড় কত?
৪. কোনাে শ্রেণির 45 জন শিক্ষার্থীর মধ্যে 30 জন বালকের গড় ওজন 52 কেজি
এবং 15 জন বালিকার গড় ওজন 40 কেজি হলে শিক্ষার্থীদের গড় ওজন কত? ৫. 28, 30, 25, 27, 28, 25, 32 সংখ্যাগুলাের প্রচুরক কত?

সৃজনশীল প্রশ্ন- ০৪

কয়েকজন শিক্ষার্থীর গণিত বিষয়ের প্রাপ্ত নম্বরের নিবেশণ সারণি নিচে দেওয়া হলাে:

উল্লেখিত সারণি থেকে নিচের প্রশ্নগুলাের উত্তর দাও:
ক. চলকের পরিচয়সহ মধ্যক নির্ণয়ের সূত্র লিখ।
থ, সারণি থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কর।
গ, প্রদত্ত উপাত্ত থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন কর।

নবম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট সমাধান দেখুন

https://i.imgur.com/w9LSvF2.jpghttps://i.imgur.com/RoHlayj.jpg

সৃজনশীল প্রশ্নঃ ০২

১ম চিত্র: অনিয়মিত আকৃতির বহুভুজ:

  • ক. BCএর দৈর্ঘ্য কত?
  • খ. EFG অর্ধবৃত্তের পরিধি কত?
  • গ. ABCDEFGএর পরিসীমা ও ক্ষেত্রফল কত?

সৃজনশীল প্রশ্ন: ০৩, ২য় চিত্র: সুষম বহুভুজ:

    • ক. AOPQ এর ক্ষেত্রফল কত?
    • খ. সুষম বহুভুজটির ক্ষেত্রফল কত?
    • গ. অনিয়মিত আকৃতির ও সুষম বহুভুজের মধ্যে কোনটির ক্ষেত্রফল নির্ণয় সহজতর বলে তুমি মনে কর।

https://i.imgur.com/oiCoH9E.jpg

Math assignment class 9 answer pdf

নবম শ্রেণির এস্যাইনমেন্ট বাংলাদেশ ও বিশ্বপরিচয়

https://i.imgur.com/WpiG8rk.jpg

https://i.imgur.com/vzMT8OA.jpg

তােমার এলাকার সমষ্টিগত সম্পদের একটি তালিকা তৈরি কর। তালিকার যে কোনাে একটি সম্পদ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে তুমি কী ধরনের ভূমিকা পালন করতে পার তা বর্ণনা কর।

নবম শ্রেণির এস্যাইনমেন্ট বিজ্ঞান

এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:

Class 9 science assignment 6th Week

https://i.imgur.com/ld9IqTT.jpg

কোভিড-১৯ পরিস্থিতিতে ২০২৫ শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে এসাইনমেন্ট /নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা

শ্রেণি: ৯ম বিষয়: বিজ্ঞান এসাইনমেন্ট | সপ্তম অধ্যায়: অল্প, ক্ষারক ও লবণের ব্যবহার

i) 2HCl (aq) + Mg(OH)2 (aq) → MgCl2 + 2H2O
ii) 3HCl (aq) + Al(OH)3(aq)→ AlCl3 + 3H2O
ক) এসিডের সঙ্গা দাও?
খ) ভিনেগারকে দূর্বল এসিড বলা হয় কেন, ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকের ii) নং বিক্রিয়া দুটি সম্পন্ন করে ধরণ ব্যাখ্যা কর।
ঘ) পাকস্থলীতে এসিডিটির সমস্যা হলে এ থেকে উত্তরণের ক্ষেত্রে উল্লেখিত বিক্রিয়া দুটির ভূমিকা ব্যাখ্যা কর।

https://i.imgur.com/ROh4eXH.jpg

খােকন একজন দক্ষ ও অত্যন্ত পরিশ্রমী ফুটবল খেলােয়াড়। তার ওজন ৬৮ কেজি এবং উচ্চতা ১৭০ সেমি। সেরুটি, আলু, বাদাম, ডিমের কুসুম খেতে পছন্দ করে। শাকসবজি, ফলমল ও মাছ, মাংস খেতে পছন্দ করে না;

শান্ত ডিসেম্বর মাসের এক সকালে স্কুলে যাচ্ছিলাে। শীত নিবারনের জন্য সে একই সাথে দুটি শার্ট পরলাে কিন্তু তাতে ও তার শীত কমলাে না। অথচ তিন মাস আগে ও একটি মাত্র শার্ট পরে সে স্কুলে যেত।

নবম শ্রেণির এস্যাইনমেন্ট হিসাববিজ্ঞান

6th assignment:-

https://i.imgur.com/tUbPEIy.jpg

ক) নিম্নলিখিত লেনদেনগুলাে হতে সংশ্লিষ্ট খতিয়ানগুলাে চলমান জের ছকে প্রস্তুত কর।

শ্রাবণী ট্রেডার্স ২০২৫ সালের ১ জুন নগদ ৫০,০০০ টাকা ব্যবসায়ে বিনিয়ােগ করে।

  • জুন-৫, পণ্য বিক্রয় ধারে ১,৩০,০০০ টাকা
  • জুন-১০, দেনাদার হতে আদায় ১,০০,০০০ টাকা
  • জুন-২০, অতিরিক্ত মূলধন আনা হলাে ২০,০০০ টাকা।

https://i.imgur.com/JQuWq7W.jpg

5th assignment:-

খ) নিম্নলিখিত লেনদেনগুলাে দ্বারা জেরিন এন্টারপ্রাইজের দু’ঘরা নগদান বই প্রস্তুত করা।

  • ২০২৫ জুলাই-১, হাতে নগদ ৮০,০০০ টাকা ও ব্যাংক উদ্বৃত্ত ১,০০,০০০ টাকা
  • জুলাই-২, নগদে পণ্য ক্রয় ২০,০০০ টাকা
  • জুলাই-৪, চেকের মাধ্যমে পণ্য বিক্রয় ৬০,০০০ টাকা
  • জুলাই-১০, ব্যাংক হতে উত্তোলন ২৫,০০০ টাকা
  • জুলাই-১৫, চেক দ্বারা আসবাবপত্র ক্রয় ৪০,০০০ টাকা
  • জুলাই-২০, ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় ৫০,০০০ টাকা
  • জুলাই-২৫, চেকের মাধ্যমে দেনা পরিশােধ ২০,০০০ টাকা

https://i.imgur.com/rPIxlpg.jpg

2nd assignment:-

https://i.imgur.com/EJHIbpN.jpg

(ক) সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:

খ) নিম্নের লেনদেনগুলাের কারণ ব্যাখ্যা কর এবং হিসাব সমীকরণে এগুলাের প্রভাব দেখাও

২০২৫ সালের ১ জানুয়ারি চিকিৎসক জনাব প্রদ্যুৎ নগদ ৫০,০০০ টাকা এবং ১,০০,০০০ টাকার চিকিৎসা সরঞ্জাম নিয়ে “ নিরাময় চেম্বার” নামে সেবা কার্যক্রম শুরু করেন।

  • জানুয়ারি-১০, মােট ২০ জন রােগী দেখে ১০,০০০ টাকা পেলেন।
  • জানুয়ারি-২০, চেম্বারের আধুনিকায়নের জন্য ৫০,০০০ টাকা ঋণ নিলেন।
  • জানুয়ারি-২৫ চেম্বারের ভাড়া বাবদ ৫,০০০ টাকা প্রদান করেন।

নবম শ্রেণির এস্যাইনমেন্ট পদার্থ বিজ্ঞান

https://i.imgur.com/Oissh3c.jpg
6th Week

120°C তাপমাত্রার একখন্ড বস্তুর ভর 50gm বস্তুটিকে একটি 50gm ভরের অ্যালুমিনিয়ামের ক্যালােরিমিটারে 20c তাপমাত্রার 150gm পানিতে ছেড়ে দেয়ার পর মিশ্রণের তাপমাত্রা 30’c পাওয়া গেল। বস্তুটির আপেক্ষিক তাপ 150OJkg ‘K’ এবং অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ 900Jkg ‘K’।

  • গ. বস্তু কর্তৃক বর্জিত তাপ নির্ণয় কর।
  • ঘ. উপরােক্ত তথ্যগুলাে ক্যালরিমিতির মূলনীতিকে সমর্থন করে কিনা- গাণিতিকভাবে বিশ্লেষণ কর।

https://i.imgur.com/AEEBxAm.jpg

১। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 600kg ভরের একটি গাড়ি 0.2m/s সুষম ত্বরণে 60s চলার পর 400kg ভরের একটি স্থির পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে আটকে একত্রে 7.2m/s বেগে চলতে থাকে।

নবম শ্রেণির এস্যাইনমেন্ট ভূগোল ও পরিবেশ

6th assignment:-

https://i.imgur.com/J9UJuRy.jpg
6th Assignment

(ক) ক্রান্তীয়  মৌসুমী  জল বায়ু  কাকে  বলে?

(খ) বাংলাদেশে  ক্রান্তীয়  জলবায়ু  বিরাজের  কারণ  কী? ব্যাখ্যা  কর।

(গ) উদ্দীপকের “Z” অঞ্চলের  বর্ণনা  দাও।

(ঘ) উদ্দীপকের “X” ও “Y” অঞ্চলের ভূমিরূপের মধ্যে  কী  কী  সাদৃশ্য-বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়? মতামত দাও।

২। বাংলাদেশের মানচিত্র অংকন করে পাট, চা ও ইক্ষু উৎপাদনকারী অঞ্চলসমূহ প্রদর্শন কর।

নবম শ্রেণির এস্যাইনমেন্ট ব্যবসায় উদ্যোগ

১. ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশের ধারা ছকে প্রদর্শন কর;

https://i.imgur.com/G56bWUg.jpg

বর্তমানে সরকার এ খাতের নারী উদ্যোক্তাদের দুই লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ প্রদান করছে।

নবম শ্রেণির এস্যাইনমেন্ট বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা

https://i.imgur.com/m6ZEdO2.jpg

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.