Business Ventures

একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ কি কি?

একমালিকানা ব্যবসায় বা এক মালিকানা ব্যবসায় হল একজন ব্যক্তির মালিকানাধীন এবং মালিক কর্তৃক পরিচালিত ব্যবসা। একমালিকানাধীন ব্যবসা এবং মালিক দুটি আলাদা স্বত্বা নয় বরং ব্যবসার সকল দায় দেনা এবং সম্পদ সমস্তই মালিকের একার। ব্যবসার সমস্ত লাভ-ক্ষতি মালিক একাই ভোগ করেন। এক মালিকানাধীন ব্যবসার মালিক ইচ্ছে করলে তার নিজের বা ব্যবসায়িক নামে ব্যবসা পরিচালনা করতে পারেন

একমালিকানা ব্যবসায়ের ৫টি উপযুক্ত ক্ষেত্রর নাম লিখ?

একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ হচ্ছে –
১. ছোট আকারের ব্যবসা সংগঠন
২. কম পুঁজির ব্যবসায়
৩. কম ঝুঁকির ব্যবসায়
৪. কৃষি পণ্যের ব্যবসায়
৫. প্রত্যক্ষ সেবামূলক ব্যবসায়
৭. পঁচনশীল দ্রব্যের ব্যবসায়
৮. পরিবর্তনশীল চাহিদার পণ্যের ব্যবসায়
৯. ভাসমান ব্যবসা
১০. হোটেল রেস্টুরেন্ট ব্যবসা
১১. খণ্ডকালীন ব্যবসা ইত্যাদি।

আরও দেখুনঃ

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.