নীতিমালা

বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা ব্লগ অলরেজাল্টবিডি.কম এর নীতিমালা পাতায় আপনাকে স্বাগতম। যে কোন ব্লগ সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা থাকা প্রয়োজন। তাই অলরেজাল্টবিডি.কম এর সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে কিছু নীতিমালা প্রনয়ন করা হয়েছে।

অল রেজাল্ট বিডি ব্লগে পোস্ট অথবা মন্তব্য করার পূর্বে আমাদের নীতিমালাগুলো পড়ে নিন। অল রেজাল্ট বিডি’তে আপনাকে অবশ্যই এই নীতিমালা মেনে পোস্ট অথবা মন্তব্য করতে হবে। অন্যথায়, অলরেজাল্টবিডি.কম এর নীতিমালা ভঙ্গের কারণে আপনার লেখা অথবা মন্তব্য মুছে ফেলা হতে পারে এবং বারবার নীতিমালা ভঙ্গ করলে আপনার অলরেজাল্ট বিডিতে আইডি স্থগিত করা হতে পারে।

মন্তব্য সংক্রান্ত নীতিমালাঃ

  • যথাসম্ভব বাংলা ভাষায় মন্তব্য করতে হবে।
  • মন্তব্যে কোন প্রকার আপত্তিকর এবং বাজে শব্দ ব্যবহার করা যাবে না।
  • লেখক-পাঠক কাউকে হেয় করার উদ্দেশ্যে কোন মন্তব্য করা যাবে না।
  • কেউ একাধিক বার আপত্তিকর মন্তব্য করলে তাকে নিষিদ্ধ করা হবে ।
  • মন্তব্যে কোন সাইটের প্রচারনার উদ্দেশ্যে কোন লিংক দেয়া যাবে না । তবে পোস্টের বিষয়ের সাথে প্রাসঙ্গিক কোন কিছুর  লিংক দেয়া যাবে।
  • মন্তব্যের আইনগত বা অন্য কোনো দায়-দায়িত্ব অলরেজাল্টবিডি.কম বহন করে না।

উপরোক্ত নীতিমালায় যে কোন সময় সংশোধন কিবা পরিমার্জন করার ক্ষমতা অলরেজাল্টবিডি.কম কর্তৃপক্ষ রাখে।