১. বর্তমানে বাংলাদেশে কাগজের নোট রয়েছে = ৯টি।
২. এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের নোট = ৬টি।
৩. বাংলাদেশে প্রচলিত টাকার ব্যাংক নোট নয় = এক, দুই ও পাঁচ টাকার নোট।
৪. “এক টাকার, দুই টাকার ও পাঁচ টাকার নোটে স্বাক্ষর থাকে = অর্থ সচিবের।
৫. ‘সবার জন্য শিক্ষা’ স্লোগানটি আছে = দুই টাকার মুদ্রায়।
৬. বাংলাদেশে চালু পলিমার মুদ্রা মুদ্রিত হয় = অস্ট্রেলিয়ায়।
৭. ৫০০...
1) বাংলাদেশে কোন ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা প্রচলিত?
উঃ- সার্বভৌম প্রজাতন্ত্র।
2) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি?
উঃ- সংবিধান।
3) কোন দেশের কোন লিখিত সংবিধান নাই?
উঃ- বৃটেন, নিউজিল্যান্ড, স্পেন ও সৌদি আরব।
4) বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোনদেশের?
উঃ- ভারত।
5) বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের?
উঃ- আমেরিকা।
6) বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে?
উঃ- ২৩ মার্চ, ১৯৭২।
7) বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়?
উঃ- ১২ অক্টোবর, ১৯৭২।
8) গনপরিষদে...
Geometry-জ্যামিতি,
Point-বিন্দু্,
Line-রেখা,
Solid-ঘনবস্ত
Angle-কোণ,
Adjacent angle-সন্নিহিত কোণ,
Vertically opposite angles-বিপ্রতীপকোন,
Straight angles-সরলরেখা,
Right angle-সমকোণ,
Acute angle সূক্ষকোণ,
Obtuse angle- স্থুলকোণ ,
Reflex angle –প্রবিদ্ধ কোন,
Complementary angle-পূরক কোণ,
Supplementary angle-সম্পুরক কোণ,
Parallel line-সমান্তরাল রেখা,
Transversal-ছেদক,
Alternate angle-একান্তর কোণ,
Corresponding angle-অনুরূপ কোণ,
In-center – অন্ত-কেন্দ্র,
Circumcenter – পরিকেন্দ্র,
Centroid –ভরকেন্দ্র,
Orthocenter- লম্ববিন্দু,
Equilateral triangle-সমবাহু ত্রিভুজ,
Isosceles angle-সমদিবাহু ত্রিভুজ,
...
০১) জাতীয় সংসদে ন্যায়পাল আইন কবে পাস হয়?
উত্তরঃ ১৯৮০ সালে।
০২) বাংলাদশের সংবিধানের এ পর্যন্তু মোট কতটি সংশোধনী আনা হয়েছে?
উত্তরঃ ১৬ টি।
০৩) ইনডেমনিটি অধ্যাদেশ কবে জারী করা হয়?
উত্তরঃ ২৬ সেপ্টেম্বর, ১৯৭৫।
০৪) ইনডেমনিটি অধ্যাদেশ কবে বাতিল করা হয়?
উত্তরঃ ১২ নভেম্বর, ১৯৯৬।
০৫) বাংলাদেশের আইন সভার নাম কি?
উত্তরঃ জাতীয় সংসদ।
0৬) জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর কবে স্থাপন করা হয়?
উত্তরঃ ১৯৬২ সালে।
০৭) জাতীয় সংসদ ভবনের...
❑ সূক্ষ্মকোণ : এক সমকোণ (90) অপেক্ষা ছোট কোণকে সূক্ষকোণ বলে।
❑ সমকোণ : একটি সরল রেখার উপর অন্য একটি লম্ব টানলে এবং লম্বের দু’পাশে অবস্থিত ভূমি সংলগ্ন কোণ দুটি সমান হলে, প্রতিটি কোণকে সমকোণ বলে। এক সমকোণ=90
❑ স্থূলকোণ : এক সমকোণ অপেক্ষা বড় বিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে সথূলকোণ বলে।
❑ প্রবৃদ্ধকোণ : দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার...
এক নজরে বাংলা সাহিত্যের বিখ্যাত কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম জেনে নিন। চাকুরী ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম নিয়ে প্রায় প্রশ্ন থাকে। তাই মনোযোগ দিয়ে পড়ুন।
বাংলা সাহিত্যের বিখ্যাত কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম
১) রবীন্দ্রনাথের ছদ্মনাম কি ?
➫ ভানুসিংহ
২) শেখ আজিজুর রহমানের ছদ্মনাম কি ?
➫ শওকত ওসমান
৩) নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি ?
➫ সুনন্দ
৪) নীহাররঞ্জন গুপ্তের ছদ্মনাম কি ?
➫ বানভট্র
৫)...
শারীরিক শিক্ষা হল শরীরচর্চা শিক্ষা অর্থাৎ শারীরিক অনুশীলন, খেলাধুলো এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে নিয়মিত নির্দেশ প্রক্রিয়াকে বোঝায়। শারীরিক শিক্ষা শব্দটি সাধারণত স্কুল ও কলেজ শিক্ষার সঙ্গে জড়িত। এই শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থীকে তার স্বাস্থ্য, মন এবং সুস্থ শরীর সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। সুস্থ শরীর এবং সুস্থ মন পেতে চাইলে একজন শিক্ষার্থীর পাশাপাশি প্রত্যেকটি ব্যক্তির নিয়মিত শারীরিক শিক্ষা অনুশীলন করা উচিত।
শারীরিক...
তৎকালীন সংস্কৃত শাস্ত্রের বিরাট পণ্ডিত হয়েও পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতি গ্রহণে দ্বিধা করেননি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি ছিলেন নারীমুক্তি আন্দোলনের প্রবল সমর্থক। হিন্দু বিধবাদের অসহনীয় দুঃখ, তাদের প্রতি পরিবারবর্গের অন্যায়, অবিচার, অত্যাচার গভীরভাবে ব্যথিত করেছিল তাকে। এই বিধবাদের মুক্তির জন্য তিনি আজীবন সর্বস্ব পণ করে সংগ্রাম করেছেন। আপনি হিন্দু বিধবা বিবাহ প্রবর্তন করেন কে জানার জন্য অনুগ্রহ করে এই অধ্যায়টি...
সন্দেহজনক পাওনার ক্ষতিপূরণের জন্য যে সঞ্চিতির ব্যবস্থা রাখা হয় তাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বলে। বিশেষভাবে বলা যায় ভবিষ্যতে অনাদায়ী পাওনা জনিত ক্ষতি পূরণের জন্য মুনাফার যে অংশ আলাদাভাবে রাখা হয় তাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বলে। অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতির মধ্যে পার্থক্য কি সেটা জানার জন্য অনুগ্রহ করে আপনি এই অধ্যায়টি সম্পূর্ণ পড়ুন।
অনাদায়ী পাওনা কাকে বলে?
ধারে পণ্য বিক্রয়ের...
জাবেদা ও খতিয়ান উভয়টি হিসাব চক্রের দুটি ধাপ। খতিয়ান জাবেদার থেকেও অধিক গুরুত্বপূর্ণ বিষয় এবং ব্যবহার উপযোগী। পক্ষান্তরে জাবেদা বইটি সংরক্ষণ করা ঐচ্ছিক হলেও খতিয়ান প্রস্তুত করা বাধ্যতামূলক বিষয়।
কারণ খতিয়ানের উদ্বৃত্ত থেকে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা ছাড়াও পাশাপাশি ব্যবসার আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা নিরূপণ করা সহজ হয়। এখন জাবেদা ও খতিয়ানের মধ্যে পার্থক্য কি সেটা জানার জন্য...
যদিও ষাটের দশকে অন্যান্য দেশের মত বাংলাদেশেও সমাজকর্ম পেশার বিকাশ ঘটে পাশ্চাত্যের উন্নত দেশগুলির প্রত্যক্ষ সুপারিশের মাধ্যমে। সমাজকর্ম পেশার বিকাশ ঘটে কোন দেশে সেটা জানার জন্য আপনি অনুগ্রহ করে এই অধ্যায়টি সম্পূর্ণ পড়ুন।
ইতিপূর্বে ভারতীয় উপমহাদেশে বৃটিশ শাসন আমলে আধুনিক সমাজকল্যাণের সূত্রপাত হয়েছিল আমেরিকান মিশনারীদের মাধ্যমে। প্রথম বিশ্বযুদ্ধের পর আর্থ-সামাজিক অবস্থার সৃষ্ট পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমেরিকান মিশনারীরা সমাজসেবা কার্যক্রম পরিচালনার জন্য...
মানুষ বেচে থাকার জন্য যেমন প্রয়োজন হয় খাবারের ঠিক তেমনিভাবে প্রয়োজন হয় অক্সিজেনের আর মানব দেহে এই অক্সিজেন সরবরাহকারী হিসেবে প্রতিনিয়ত কাজ করে থাকে ধমনি এবং শিরা। ধমনীর উৎসস্থল হল হৃৎপিণ্ড অপরপক্ষ্যে শিরার উৎসস্থল হল জালক। আপনি ধমনি ও শিরার মধ্যে পার্থক্য কি সেটা জানার জন্য অনুগ্রহ করে এই অধ্যায়টি সম্পূর্ণ পড়ুন।
ধমনী ও শিরা কাকে বলে?
ধমনি কি এবং এর...