Difference Between Profession scholarship

মূলত পেশা ও বৃত্তি একে অন্যের সাথে অঙ্গাঙ্গী ভাবে সম্পর্কযুক্ত উভয়ের উদ্দেশ্যই হল সেবা প্রদান করা। শিক্ষার বিচারে বুদ্ধি ও জ্ঞানভিত্তিক শিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে অর্জিত যোগ্যতাই হচ্ছে পেশার আসল দিক।

অপর পক্ষে জীবনধারণের জন্য যেসকল কাজের মাধ্যমে অর্থ উপার্জন করা যায় সেটাই হল বৃত্তি। বৃত্তির জন্য কোন প্রকার উচ্চ পর্যায়ের বুদ্ধি ও জ্ঞানভিত্তিক শিক্ষার প্রয়োজন হয় না। পেশা ও বৃত্তির মধ্যে পার্থক্য কি সেটা জানার জন্য আপনি অনুগ্রহ করে এই অধ্যয়টি সম্পূর্ণ পড়ুন।

পেশা কি?

মূলত একটি সুনির্দিষ্ট পাঠ্যক্রমের অধীনে কোন বিষয়ের উপর তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞানের বহিঃপ্রকাশ করে তার মাধ্যমে জীবিকা অর্জনের পদ্ধতিকে পেশা বলে। পেশার সংজ্ঞাকে কয়েকজন সমাজবিজ্ঞানীরা এভাবেই সংজ্ঞায়িত করেছেন:

পেশার সংজ্ঞায় এ. ই. বেন (A. E. Benn) বলেছেন যে, “পেশা হল অন্যকে নির্দেশনা, পরিচালনা বা উপদেশ প্রদানের এমন এক ধরণের দক্ষতা, যার জন্য বিশেষ জ্ঞানার্জনের প্রয়োজন হয়।”

উইলবার্ট ই মোর (Wilbert E. More) তিনি তাঁর The Profession: Roles and Rules’ বইতে বলেছেন, “পেশা হল একটি সার্বক্ষণিক কর্ম, সেবাদানে প্রতিশ্রুতিবদ্ধ সহযোগীদের নিয়ে আলাদা পরিচিতি, বিশেষায়িত জ্ঞান, প্রশিক্ষণ, সেবামুখিতা ও দায়িত্ব পালনের মাধ্যমে স্বাতন্ত্র্যবোধ।”

উপরোক্ত সংজ্ঞা হতে আমরা বলতে পারি, পেশা হল একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য, দক্ষতা, যোগ্যতা ও মর্যাদাসম্পন্ন এমন যে কোন বৃত্তি, যার জন্য প্রয়োজন হয় সুনির্দিষ্ট পাঠ্যক্রম এবং এর আওতায় তাত্ত্বিক ও ব্যবহারিক ভাবে জ্ঞানার্জন।

বৃত্তি কি?

অর্থগত দিক পর্যালোচনার মাধ্যমে দেখা যায়, পেশার থেকেও বৃত্তির অর্থের পরিধি অনেক ব্যাপক। এখানে আমাদের আলোচ্য বিষয়টি সীমাবদ্ধ হচ্ছে জীবিকার উপায় নিয়ে। যদি এই বিবেচনায় ‘বৃত্তি’ এবং পেশা’ সমার্থক হলেও আসলে সেটা সকল ক্ষেত্রে ঠিক নয়। পেশার সাথে থাকে দক্ষতা, পক্ষান্তরে বৃত্তির সাথে স্বভাব এবং আচরণের থাকে নিবিড় একটি সম্পর্ক। যেমন: চৌর্যবৃত্তি ও ভিক্ষাবৃত্তি ইত্যাদি, অন্যদিকে কিন্তু ডাক্তারি-পেশা এবং ব্যবসা-পেশা। যদিও বৃত্তি এবং পেশা দুটোর শাব্দিক অর্থই হচ্ছে জীবিকা (Profession)। যাহোক পেশা কিন্তু পেশা-ই। আর বৃত্তি ও একটি পেশা যা নেশা অথবা প্রবণতা পাশাপাশি স্বভাব বলাটাও অধিকতর সঙ্গত।

পেশা এবং বৃত্তির মধ্যে পার্থক্য

মানুষ কাজের মাধ্যমে তাদের যে জীবিকা সেটা নির্বাহ করে থাকে তাকে বৃত্তি বলে। এ দৃষ্টিকোণ হতে পেশাও একটি বৃত্তি। পেশা এবং বৃত্তিকে অর্থগত ভাবে ভিন্ন ভিন্ন করা হলেও মূলত তাদের মধ্যে মৌলিক কিছু পার্থক্য পাওয়া যায়। নিম্নে উভয়ের পার্থক্য গুলি তুলে ধরা হলো:

What is the difference between profession and scholarship?

পেশা:

১. প্রতিটি পেশার আছে নিজস্ব জ্ঞানের ভাণ্ডার। যেমন: ডাক্তার, ইঞ্জিনিয়ার।

২. যিনি পেশাদার তাকে শিক্ষা এবং প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করে অর্জন করতে হয় বিশেষ নিপুণতা ও দক্ষতা।

৩. পেশাগত কাজগুলি প্রযুক্তিসম্পন্ন হয়।

৪. পেশার উন্নয়নের পাশাপাশি স্বার্থ সংরক্ষণের প্রয়োজনে প্রতিটি পেশারই থাকে পেশাগত প্রতিষ্ঠান।

৫. যিনি পেশাদার কর্মী তাদের নিজ নিজ পেশায় থাকে দায়িত্ব ও কর্তব্য। যেকোনো কাজের জন্য তারা থাকেন জবাবদিহিতার আওতায়।

বৃত্তি:

১. বৃত্তির জন্য নেই কোন সুসংগঠিত জ্ঞানভাণ্ডার এবং এর জন্য বিশেষ কোন শিক্ষার প্রয়োজন হয় না। যেমন: কুলি, শ্রমিক।

২. বৃত্তির জন্য কোন ধরনের তাত্ত্বিক শিক্ষা বা ব্যবহারিক প্রশিক্ষণের প্রয়োজন হয় না। যেমন: ভিক্ষাবৃত্তি।

৩. বৃত্তির কাজগুলি প্রযুক্তি নির্ভর হতেও পারে আবার নাও হতে পারে।

৪. বৃত্তির জন্য এ ধরনের কোনো প্রকার শিক্ষা প্রতিষ্ঠান নেই।

৫. বৃত্তিধারীরা তাদের ইচ্ছামতো যেকোনো কাজ করতে পারে। যেকোনো কাজের জন্য তাদের থাকেনা কোন প্রকার জবাবদিহিতা।

সারসংক্ষেপ

মূলত সকল পেশাই হল বৃত্তি, কিন্তু সকল বৃত্তিই আবার পেশা নয়। বৃত্তি হল জীবিকা নির্বাহ করার সাধারণ একটি উপায় বা পন্থা। অপরদিকে পেশা হচ্ছে একটি বিশেষ জ্ঞান, দক্ষতা, সুশৃঙ্খল জ্ঞান, নৈপুণ্য, নীতিমালা ও মূল্যবোধ সম্পন্ন বৃত্তি সমূহের একটি। যেমন: কৃষকের কাজকে বৃত্তি বলা যায় পক্ষান্তরে ডাক্তারিকে একটি পেশা হিসেবে বিবেচিত করা হবে, কারণ এর জন্য প্রয়োজন নিয়মতান্ত্রিক ভাবে শিক্ষা অর্জন। আশাকরি এই নিবন্ধটির মাধ্যমে আপনারা পেশা ও বৃত্তির মধ্যে পার্থক্য কি সে সম্পর্কে একটা পরিস্কার ধারণা পেয়ে থাকবেন।

I hope you are enjoying this article. Thanks for visiting this website.