অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতির মধ্যে পার্থক্য

সন্দেহজনক পাওনার ক্ষতিপূরণের জন্য যে সঞ্চিতির ব্যবস্থা রাখা হয় তাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বলে। বিশেষভাবে বলা যায় ভবিষ্যতে অনাদায়ী পাওনা জনিত ক্ষতি পূরণের জন্য মুনাফার যে অংশ আলাদাভাবে রাখা হয় তাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বলে। অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতির মধ্যে পার্থক্য কি সেটা জানার জন্য অনুগ্রহ করে আপনি এই অধ্যায়টি সম্পূর্ণ পড়ুন।

অনাদায়ী পাওনা কাকে বলে?

ধারে পণ্য বিক্রয়ের ফলে যে দেনাদার সৃষ্টি হয় তারা সকলে নির্দিষ্ট সময়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করবে এরূপ ধারণা ঠিক নয়। প্রাপ্য অর্থ আদায় হবে না এরূপ সিদ্ধান্ত গ্রহণ করলে তাকে অনাদায়ী পাওনা বা কুঋণ বলে।

সাধারণভাবে বলা যায়, বিবিধ দেনাদারের নিকট পাওনার যে অংশ আদায় সম্পর্কে সন্দেহ থাকে তাকে সন্দেহজনক পাওনা বলে।

অনাদায়ী পাওনা সঞ্চিতি কাকে বলে?

অনাদায়ী পাওনা সঞ্চিতি এক প্রকার অনুমান ভিত্তিক খরচ। সন্দেহজনক পাওনার ক্ষতিপূরণের জন্য যে সঞ্চিতির ব্যবস্থা রাখা হয় তাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বলে। বিশেষভাবে বলা যায় ভবিষ্যতে অনাদায়ী পাওনা জনিত ক্ষতি পূরণের প্রয়োজনে মুনাফার যে অংশটি পৃথকভাবে রাখা হয় তাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বলে।

আরও দেখুনঃ RAM ও ROM এর মধ্যে পার্থক্য কি?

অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতির মধ্যে পার্থক্য নিম্নরূপঃ

আলোচ্য বিষয় অনাদায়ী পাওনা অনাদায়ী পাওনা সঞ্চিতি
সংজ্ঞা ধারে পণ্য বিক্রয়ের ফলে যে দেনাদার সৃষ্টি হয় তারা সকলে নির্দিষ্ট সময়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করবে এরূপ ধারণা ঠিক নয়। প্রাপ্য অর্থ আদায় হবে না এরূপ সিদ্ধান্ত গ্রহণ করলে তাকে অনাদায়ী পাওনা বা কুঋণ বলে। ভবিষ্যতে অনাদায়ী পাওনা জনিত ক্ষতি পূরণের জন্য মুনাফার যে অংশ আলাদাভাবে রাখা হয় তাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বলে।
ধরণ অনাদায়ী পাওনা হলো একটি অনুমানভিত্তিক খরচ। ক্রেতার আর্থিক অসচ্ছলতা, দেউলিয়াত্ব, মৃত্যু, অনিচ্ছা, দেশত্যাগ ইত্যাদি কারণে তার থেকে সম্পূর্ণ টাকা আদায় সম্ভব হয়না। অনাদায়ী পাওনা সঞ্চিতি হল প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সম্ভাব্য ক্ষতির একটি অগ্রিম ব্যবস্থা।
হিসাবের শ্রেণী প্রটি প্রতিষ্ঠানের জন্য পরিচালন ব্যয়/খরচ এটি একটি বিপরীত সম্পত্তি। কখনো কখনো ক্ষেত্র বিশেষে বিপরীত আয় হয়।
উদাহরণ রহিমা স্টোরের নিকট ,০০০.০০ টাকার পণ্য বাকিতে বিক্রয় করা হলো। কয়েক মাস চেষ্টা করেও তাদের থেকে ১,৮০০.০০ টাকার বেশি আদায় করা গেলো না। সেক্ষেত্রে অবশিষ্ট ২০০.০০ টাকা কে অনাদায়ী খরচ হিসেবে পরিচালন ব্যয়ে দেখাতে হবে। আকমল ব্রাদার্সের মোট দেনাদারের পরিমাণ ৫০,০০০.০০ টাকা। এ পাওনার ৫% অর্থাৎ ২,৫০০.০০ টাকা পাওয়া যাবে কিনা সন্দেহ। তাই প্রতিষ্ঠানটি হিসাব বছর শেষে ২,৫০০.০০ টাকা আলাদা করে রাখলো। এই সংরক্ষিত টাকাই হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি।
হিসাব প্রক্রিয়া ১। অনাদায়ী পাওনার জন্য-

অনাদায়ী পাওনা সঞ্চিতি হিঃ- ডেবিট

প্রাপ্য হিসাব                       – ক্রেডিট

২। অনাদায়ী পাওনা খরচকে “পরিচালন ব্যয়” হিসাবে স্থানান্তর।

৩। আর্থিক অবস্থার বিবরণীতে-

প্রাপ্য হিসাব               – ২০০০.০০

(-) অনাদায়ী পাওনা     –   ২০০.০০

= ১৮০০.০০

১। অনাদায়ী পাওনা সঞ্চিতির জন্য-

অনাদায়ী পাওনা খরচ হিঃ        – ডেবিট

অনাদায়ী পাওনা সঞ্চিতি হিঃ    – ক্রেডিট

২। আয় বিবরণীতে অনাদায়ী পাওনা খরচের সাথে যোগ হবে।

৩। আর্থিক অবস্থার বিবরণীতে-

প্রাপ্য হিসাব               – ৫০,০০০.০০

(-) অনাদায়ী পাওনা     –   ,৫০০.০০

= ৪৭,৫০০.০০

আমাদের কথা:

উপরোক্ত আলোচনা হতে আমরা জানতে পারলাম যে, অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতির মধ্যে পার্থক্য কি সে সম্পর্কে আরো অনেক বিস্তারিত বিষয়।

আমরা আশা করি এই পোস্টটি আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটি খুঁজে পেয়েছেন।

যদি এই আর্টিকেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরো অনেক নতুন নতুন পোস্ট এর জন্য অবশ্যই আমাদের সাইট অনুসরণ করুন।

I hope you are enjoying this article. Thanks for visiting this website.