Difference Between Weather and Climate

মূলত আবহাওয়া বলতে আমরা বুঝি কোনো একটি নির্দিষ্ট স্থানের একটি নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বায়ু চাপ, বায়ুপ্রবাহ এবং মেঘাচ্ছন্ন তা প্রভৃতি। পক্ষান্তরে জলবায়ু বলতে আমরা বুঝি কোন একটি নির্দিষ্ট অঞ্চলের ৩০ থেকে ৪০ বছরের আবহাওয়ার গড় অবস্থা। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কি সেটা জানার জন্য আপনি অনুগ্রহ করে এই অধ্যায়টি সম্পূর্ণ পড়ুন।

আবহাওয়া কাকে বলে?

কোনো স্থানের স্বল্প সময়ের অর্থাৎ ১ হতে ৭ দিনের বায়ু, তাপ, বৃষ্টিপাত প্রভৃতির গড় অবস্থাকে আবহাওয়া বলা হয়।

আরও দেখুনঃ পেশা ও বৃত্তির মধ্যে পার্থক্য কি ?

জলবায়ু কাকে বলে?

কোনো স্থানের ৩০ থেকে ৪০ বছরের বেশি সময়ের আবহাওয়া অর্থাৎ বায়ু, তাপ, বৃষ্টিপাত প্রভৃতির গড়কে জলবায়ু বলা হয়।

আবহাওয়া ও জলবায়ুর মধ্যে সম্পর্ক

আবহাওয়া হচ্ছে প্রতিদিনের তাপমাত্রা এবং বৃষ্টিপাতের ক্রিয়াকলাপ, যা দিয়ে সাধারণত পৃথিবীর আবহাওয়াকে বোঝানো হয়। জলবায়ু হল দীর্ঘ সময়ের জন্য বায়ুমণ্ডলীয় গড় আবহাওয়ার অবস্থা। উভয়টি মূলত আবহাওয়ার সাথে সম্পর্কযুক্ত হলেও এদের মূল ব্যবধান হচ্ছে এলাকা এবং সময়ের।

আবহাওয়া ও জলবায়ুর মধ্যে মিল এবং অমিল

আবহাওয়া ও জলবায়ুর উপাদান একই আবহাওয়া ও জলবায়ু প্রত্যেকে তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ মেঘ, বৃষ্টিপাত ও বায়ুর চাপ ইত্যাদি দ্বারা নিয়ন্ত্রিত। আমাদের জনজীবনে আবহাওয়া ও জলবায়ুর প্রভাব থাকে ব্যাপক ও বিস্তৃত। আবহাওয়া হল প্রতিদিনের অবস্থা। অন্যদিকে জলবায়ু হল ৩০-৪০ বছরের গড় অবস্থা।

আবহাওয়া ও জলবায়ুর উপাদান

যেসকল উপাদানের গড় অবস্থার বিচার করে আবহাওয়া ও জলবায়ু নির্ধারণ করা হয়ে থাকে, সেগুলিকেই বলা হয়ে থাকে আবহাওয়া ও জলবায়ুর উপাদান । উপাদানগুলি নিম্নরূপ:

১. বায়ুর উষ্ণতা।

২. বায়ুর চাপ।

৩. বায়ুপ্রবাহের দিক ও গতি।

৪. বায়ুর আর্দ্রতা।

৫. আকাশের অবস্থা বা মেঘ।

৬. বৃষ্টিপাত। এবং

৭. তুষারপাত প্রভৃতি।

আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য সমূহ

আবহাওয়া একটি নির্দিষ্ট স্থানের এবং নির্দিষ্ট সময়ের বায়ুর অবস্থা প্রকাশ করে থাকে অপরদিকে জলবায়ু হল একটি নির্দিষ্ট অঞ্চলের ৩০ হতে ৪০ বছরের আবহাওয়ার গড় পরিসংখ্যান প্রকাশ করে। এখন আমরা দেখবো আবহাওয়া ও জলবায়ুর মধ্যে কি ধরনের পার্থক্য বিদ্যমান:

আবহাওয়া

জলবায়ু

যে কোনো নির্দিষ্ট একটি স্থানের নির্দিষ্ট একটি সময়ের বায়ুর উষ্ণতা, চাপ, প্রবাহ, আদ্রতা, বৃষ্টিপাত, প্রভৃতি উপাদানের দৈনন্দিন অবস্থাকে আবহাওয়া বলা হয়। কোনো বিস্তৃত অঞ্চলের কমপক্ষে ৩০ থেকে ৪০ বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলা হয়।

 

আবহাওয়া হল বায়ুমণ্ডলের নিম্নস্তরের দৈনন্দিন অবস্থা। এটি হল বায়ুমণ্ডলের নিচেরস্তরের দীর্ঘকালীন সামগ্রিক অবস্থা।
আবহাওয়া কোনো স্বল্প পরিসরে সীমাবদ্ধ স্থানের বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা সূচিত করে। জলবায়ু একটি বিস্তৃীর্ণ অঞ্চলের বায়ুমণ্ডলের দীর্ঘকালীন গড় অবস্থা নির্দেশ করে।
কোনো স্থানের আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি ঘন্টায়ও পরিবর্তিত হয়। প্রতিদিনের ব্যবধানে কোনো অঞ্চলের জলবায়ু পরিবর্তিত হয় না।
স্থানভেদে আবহাওয়া সহজেই পরিবর্তিত হয়। স্থানভেদে ও ঋতুভেদে জলবায়ুর পরিবর্তন হয়।
আবহাওয়া সম্পর্কে অধ্যয়নকে আবহাওয়া বিদ্যা (Meteorology) বলে। অপরদিকে জলবায়ু সম্পর্কে অধ্যয়নকে জলবায়ু বিদ্যা (Climatology) বলে।
আবহাওয়া হল জলবায়ুর বিভিন্নতা। জলবায়ু হল বিভিন্ন আবহাওয়ার সমন্বয়।
আবহাওয়া একটি ক্ষুদ্র এলাকার বায়ুর বৈশিষ্ট্য। কিন্তু জলবায়ু সম্পর্কে যে কেউ ধারণা দিতে পারেনা দীর্ঘদিনের বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জলবায়ু সম্পর্কে বিশেষজ্ঞ ব্যাক্তিরা ধারণা দিয়ে থাকেন।
আবহাওয়া দৈনন্দিন জীবনের উপর প্রভাব ফেলে। জলবায়ু হল কোন স্থানের বায়ুমণ্ডলের দীর্ঘস্থায়ী অবস্থা। অর্থাৎ কোন স্থানের বছরের সব দিনের আবহাওয়া একই রূপ থাকে না। কোনদিন উষ্ণ, কোনদিন আর্দ্র ও বৃষ্টিবহুল কোনদিন শীতল ও শুষ্ক ইত্যাদি। এ সকল পরিবর্তনসমূহ একসাথে করলে আবহাওয়ার সমষ্টিগত একটি  চিত্র পাওয়া যায়।

সারসংক্ষেপ:

আজকে আমরা দেখলাম যে, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য গুলি কি এবং তাছাড়াও আরো অনেক বিস্তারিত বিষয়। আমাদের পোস্টটি পড়ে যদি ভালো লাগে তাহলে অব্যশই, আমাদের বাকি পোস্ট গুলো ভিজিট করতে ভুলবেন না!

I hope you are enjoying this article. Thanks for visiting this website.