Science Assignment

নবম শ্রেণির ব্যবসায় ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আজ ৯ম শ্রেণির ৬ষ্ঠ এ্যাসাইনমেন্ট এর বিজ্ঞান বিষয়ের এসিডের সঙ্গা, ভিনেগারকে দূর্বল এসিড বলার কারণ ও পাকস্থলীতে এসিডিটি সংক্রান্ত এসাইনমন্টে সমাধান নিয়ে আলোচনা করবো; এর মাধ্যমে তোমরা এসিডের সঙ্গা, ভিনেগারকে দূর্বল এসিড বলার কারণ ও পাকস্থলীতে এসিডিটি নিয়ে নিন্মের নির্ধারিত কাজগুলো উত্তর করতে পারবে।

ক) এসিডের সঙ্গা দাও?

উত্তর: এসিড হল এমন একটি পদার্থ যা জলে যুক্ত হওয়ার সাথে সাথে হাইড্রোজেন আয়ন প্রকাশ করে অর্থাৎ জলে দ্রবীভূত হওয়ার সময় H+ আয়ন তৈরি করে।

আরও দেখুনঃ

ক) এসিডের সঙ্গা দাও?
খ) ভিনেগারকে দূর্বল এসিড বলা হয় কেন, ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকের ii) নং বিক্রিয়া দুটি সম্পন্ন করে ধরণ ব্যাখ্যা কর।
ঘ) পাকস্থলীতে এসিডিটির সমস্যা হলে এ থেকে উত্তরণের ক্ষেত্রে উল্লেখিত বিক্রিয়া দুটির ভূমিকা ব্যাখ্যা কর।

I hope you are enjoying this article. Thanks for visiting this website.