Business Ventures

রুহি তার বাবার সাথে শেরপুর বেড়াতে গেলো। যাওয়ার পথে স্থানীয় একটি বাজারে নাস্তা খেতে নামলো। সে দেখলো রান্তার পাশে বাশ ও বেতের তৈরি সুন্দর সুন্দর নুড়ি, কুলা, জয়ার, দোলনা, ফুলদানি বিক্রি করছে। রুহি বাবাকে বলে দুটো ফুলদানি কিনলো। রুহির বাবা বললো এভাবেই স্থানীয়ভাবে তৈরি জিনিসপত্র বিক্রি করে হাজার হাজার লোকের কর্মসংস্থান হচ্ছে এবং পর্যটকদের নিকট এগুলোর চাহিদাও ব্যাপক। বর্তমানে সরকার এ খাতের নারী উদ্যোক্তাদের দুই লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন খণ প্রদান করছে।

গ. উদ্দীপকে বর্ণিত পণ্যগুলাে কোন শিল্পের অর্ন্তগত বর্ণনা কর।

উদ্দীপকে বর্ণিত পণ্যগুলাে যেমন নুড়ি, কুলা, জয়ার, দোলনা, ফুলদানি ইতাদি সেবামূলক ক্ষুদ্র শিল্পের অর্ন্তগত।

আরও দেখুনঃ

I hope you are enjoying this article. Thanks for visiting this website.