স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 600kg ভরের একটি গাড়ি 0.2m/s সুষম ত্বরণে 60s চলার পর 400kg ভরের একটি স্থির পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে আটকে একত্রে 7.2m/s বেগে চলতে থাকে।
নিউটনের তৃতীয় সূত্রটি
- নিউটনের গতির তৃতীয় সূত্রটি হল- প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত মুখী প্রতিক্রিয়া আছে।
ব্যাখ্যা: নিউটনের ৩য় সূত্রানুসারে, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে ;
অর্থ্যাৎ, প্রতিক্রিয়া এমনও বিপরীতমুখী,
চিত্রানুসারে, যদি p বস্তুটি q বস্তুটির উপর F1 বল প্রয়ােগ করে তাহলে, সূত্রমতে, Q বস্তুটি ও P বস্তুর উপর সমান ও বিপরীত F2 বল প্রয়ােগ করবে।
q বস্তুর উপর p বস্তুর বলকে ক্রিয়া, আর P বস্তুর উপর qবলকে প্রতিক্রিয়া বলে।
সুতরাং, নিউটনের ৩য় সূত্রানুসারে, F1 = F2
অতত্রব প্রত্যেক ক্রিয়ারই সমানও বিপরীত প্রতিক্রয়া আছে।
আরও দেখুনঃ