accounting

নিম্নের লেনদেনগুলাের কারণ ব্যাখ্যা কর এবং হিসাব সমীকরণে এগুলাের প্রভাব দেখাও-

২০২৪ সালের ১ জানুয়ারি চিকিৎসক জনাব প্রদ্যুৎ নগদ ৫০,০০০ টাকা এবং ১,০০,০০০ টাকার চিকিৎসা সরঞ্জাম নিয়ে “ নিরাময় চেম্বার” নামে সেবা কার্যক্রম শুরু করেন।

  • জানুয়ারি-১০, মােট ২০ জন রােগী দেখে ১০,০০০ টাকা পেলেন।
  • জানুয়ারি-২০, চেম্বারের আধুনিকায়নের জন্য ৫০,০০০ টাকা ঋণ নিলেন।
  • জানুয়ারি-২৫ চেম্বারের ভাড়া বাবদ ৫,০০০ টাকা প্রদান করেন।

লেনদেনগুলোর কারণ ব্যাখ্যা করা হল এবং হিসাব সমীকরণে প্রভাব দেখানো হল:

তারিখ লেনদেন কিনা হিসাব সমীকরণে প্রভাব কারণ ব্যাখ্যা
০১ জানুয়ারি ২০২৪ লেনদেন হিসাব সমীকরণে A=L+E এর
A ও E উভয় উপাদান বৃদ্ধি পেয়েছে।
সম্পদ বৃদ্ধি মালিকানা স্বত্ব বৃদ্ধি।
১০ জানুয়ারি ২০২৪ লেনদেন হিসাব সমূকরণে A=L+E এর
A ও E উভয় উপাদান বৃদ্ধি পেয়েছে
সম্পদ বৃদ্ধি মালিকানা স্বত্ব বৃদ্ধি।
২০ জানুয়ারি ২০২৪ লেনদেন হিসাব সমূকরণে A=L+E এর
A ও L উভয় উপাদান বৃদ্ধি পেয়েছে।
সম্পদ বৃদ্ধি, দায় বৃদ্ধি
২৫ জানুয়ারি ২০২৪ লেনদেন হিসাব সমূকরণে A=L+E এর
A ও E উভয় উপাদান হ্রাস পেয়েছে।
সম্পদ হ্রাস মালিকানা স্বত্ব হ্রাস।
I hope you are enjoying this article. Thanks for visiting this website.