নবম শ্রেণির ৬ষ্ঠ এ্যাসাইনমেন্ট এর মানবিক বিভাগের ৬ষ্ঠ এস্যাইনমেন্ট এ ভূগোল ও পরিবেশ বিষয়ে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু ও বাংলাদেশে ক্রান্তীয় জলবায়ু বিরাজের কারণ শীর্ষক সৃজনশীল ও বর্ণনামূলক প্রশ্ন রয়েছে। আজ তোমাদের জন্য ক্রান্তীয় মৌসুমী জলবায়ু ও বাংলাদেশে ক্রান্তীয় জলবায়ু বিরাজের কারণ নিয়ে আলোচনা করবো;
২। বাংলাদেশের মানচিত্র অংকন করে পাট, চা ও ইক্ষু উৎপাদনকারী অঞ্চলসমূহ প্রদর্শন কর:
আরও দেখুনঃ
(ক) ক্রান্তীয় মৌসুমী জল বায়ু কাকে বলে?
(খ) বাংলাদেশে ক্রান্তীয় জলবায়ু বিরাজের কারণ কী? ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকের “Z” অঞ্চলের বর্ণনা দাও।
(ঘ) উদ্দীপকের “X” ও “Y” অঞ্চলের ভূমিরূপের মধ্যে কী কী সাদৃশ্য-বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়? মতামত দাও।