assignment class 6

৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট উওর প্রকাশ

৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট উওর (নির্ধারিত কাজ): কোভিড-১৯ এর কারণে বিদ্যালয় সমূহ বন্ধ থাকায় দেশের মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মূল্যায়ন করার লক্ষ্যে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করে সেই আলোকে সপ্তাহিক অ্যাসাইনমেন্ট প্রকাশ করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর; সপ্তাহিক অ্যাসাইনমেন্ট প্রকাশের কার্যক্রমের আওতায় ৬ষ্ঠ শ্রেণির ৫ম অ্যাসাইনমেন্ট (নির্ধারিত কাজ) প্রকাশ করা হয়েছে ২৫ নভেম্বর ২০২৫; এর আগে ৬ষ্ঠ শ্রেণির ১ম অ্যাসাইনমেন্ট ও ২য় অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে।

৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট বাংলা

৬ষ্ঠ সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্টের উওর

https://i.imgur.com/bukD0CV.jpg

ব্যাকরণ অংশ: ভাষা ও বাংলা ভাষা বিরাম চিহ্ন
খ) নিচের অনুচ্ছেদটিতে যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে তা চলতি রীতিতে লিখ:

সকাল বেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়াছি এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল বাবা রামদয়াল দারােয়ান কাকাকে কৌয়া বলেছিল সে কিছু জানে না না সে আমার লিখিবার টেবিলের পার্শ্বে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতিদ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল আমার ঘর পথের ধারে হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল কাবলিওয়ালা ও কাবলিওয়ালা।

১ম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্টের উওর

https://i.imgur.com/VOERN36.jpg

নিচে দেওয়া সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো তোমার খাতায় লিখবে-

ক) সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট ইংরেজি

Assigned Tasks/Assignment;

HW: Justify the title of the poem “Holding Hands”. (Write at least five sentences.)

Assignment:

Have you ever visited any grocery shop?
Why did you go there and who with?
What did you see there?

If you are yet to visit such a shop, what are the reasons behind? In that case, narrate any of your shopping experience in 300 words.

https://i.imgur.com/wuftyyU.jpg

৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট গণিত

৬ষ্ঠ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের উওর

https://i.imgur.com/ZqZTtld.jpg

প্রশ্ন: ০১: 5×2-2xy+3y2, x2-3xy, -y2+5xy তিনটি বীজগণিতীয় রাশি হলে

ক) প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি এবং কী কী?
খ) রাশি তিনটির যােগফল নির্ণয় কর।
গ) x=3, y=2 হলে, ১ম রাশি থেকে ৩য় রাশির বিয়ােগফলের মান নির্ণয় কর।

https://i.imgur.com/NktmL8E.jpg

প্রশ্ন-০২: ∠ABC=৬০°

ক) ∠ABC কে চাঁদার সাহায্যে অংকন কর।
খ) ∠ABC কে সমদ্বিখন্ডিত কর (রুলার ও কম্পাসের সাহায্যে)
গ) অংকনের চিহ্ন ও বিবরণ দাও

https://i.imgur.com/XzANUW6.jpg

প্রশ্ন-০৩: একজন শিক্ষার্থী ৪০ থেকে ৬০ পর্যন্ত সংখ্যাগুলাের মধ্যে নিম্নের সংখ্যাগুলাে লিখল:

৫০, ৪৫, ৪৮, ৪৯, ৬০, ৫৮, ৫৭, ৪৫, ৪৭, ৪৫, ৪৩, ৪২, ৪৭,

ক) উপাত্তগুলােকে বিন্যস্ত করা।
খ) উপাত্তগুলাের গড় নির্ণয় কর।
গ) উপাত্তগুলাের মধ্যক ও প্রচুরক নির্ণয় কর।

https://i.imgur.com/JQ7xrnE.jpg

৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের উওর

https://i.imgur.com/KUdkJGH.jpg

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন/সৃজনশীল প্রশ্ন/অন্যান্য কর্মপত্র:

প্রশ্ন- ০১: ১২, ১৫, ২০, ৩৫ চারটি সংখ্যা

ক) সংখ্যাগুলাের ল,সা,গু নির্ণয় কর।
খ) পাঁচ অংকের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলাে দ্বারা নিঃশেষে বিভাজ্য?
গ) চার অংকের কোন বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলাে দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ১০ হবে?

প্রশ্ন-০৩: দুইটি কম্পিউটারের দামের অনুপাত ৩:২। প্রথমটির দাম ৫৫০০০ টাকা হলে,

ক) উদ্দীপকের অনুপাতটিকে ব্যাস্ত অনুপাতে রুপান্তর কর।
খ) দ্বিতীয় কম্পিউটারটির দাম কত?
গ) দ্বিতীয় কম্পিউটারের দাম ২০০০ টাকা বেশি হলে, কম্পিউটার দুইটির দামের অনুপাত কত?

মূল্যায়ন নির্দেশক:

১. ভাজ্য এর সাথে ভাগফল ও ভাগশেষ এর সম্পর্ক নির্ণয় করে সমস্যার সমাধান করতে পারা।
২. সাধারণ ভগ্নাংশ ব্যবহার করে সমস্যার সমাধান করতে পারা
৩. অনুপাতের ধারণা ব্যাখ্যা করতে পারা

ষষ্ঠ শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট সমাধান

৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট বিজ্ঞান

https://i.imgur.com/hi8PW56.jpg

https://i.imgur.com/E1p3rfc.jpg

শ্রেণি: ৬ষ্ঠ বিষয়: বিজ্ঞান

১। এন্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন? এই মিশ্রণকে কী বলে?

২। দুধ কী জাতীয় মিশ্রণ, ব্যাখ্যা কর।

৩। নিচের ছকে ছবিগুলো দেখে i) ও ii) নং এর উত্তর দাও:

সরল যন্ত্র i) কোন শ্রেণির লিভার, যুক্তি দাও ii) কীভাবে যান্ত্রিক রল যন্ত্র চিহ্নিত সুবিধা বাড়ানো যায়

৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট তথ্য প্রযুক্তি

বর্ণনায় যা যা থাকতে হবে-

  • ভূমিকা;
  • ব্যবহারের ক্ষেত্রসমূহ;
  • প্রযুক্তি ব্যবহারের সুবিধাসমূহ;
  • উপসংহার;

৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

নিচের প্রশ্নগুলাের উত্তর দাও

https://i.imgur.com/AdHaGpd.jpg

তােমার পরিবারের সদস্যদের কোন কোন কাজ টেকসই উন্নয়নের অন্তরায় তা চিহ্নিত করে একটি প্রতিবেদন উপস্থাপন কর।

প্রতিবেদনে যা যা থাকবে-

  • ভুমিকা
  • টেকসই উন্নয়ন কি
  • টেকসই উন্নয়নের অন্তরায় আচরণসমূহ
  • পরিবারের সদস্যদের আচরণ
  • ব্যক্তিগত মতামত- উপসংহার

৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট কৃষি শিক্ষা

৬ষ্ঠ সপ্তাহের কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টের উওর

https://i.imgur.com/Xky3BYB.jpg

ক) উদ্দীপকের প্রদত্ত ফসলগুলাে চাষের উপযােগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা তৈরি কর।

খ) শিক্ষকের শেষ মন্তব্যটি কোন মাটিকে নির্দেশ করে? ব্যাখ্যাপূর্বক ধান চাষের জন্য এই মাটি উপযােগী কী না-যুক্তি দাও

সৃজনশীল প্রশ্ন: ২

২। তােমার এলাকায় জন্মে এমন ফুল, ফল, শাকসবজি ও মসলা জাতীয় ফসলের (পাঁচটি করে) তালিকা তৈরি কর এবং এগুলাের অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা কর।

৩য় সপ্তাহের কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টের উওর

https://i.imgur.com/aUM7BLt.jpg

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:

ক) কৃষি বিষয়ক তথ্য পেতে কোন উৎসের বিকল্প নেই, কেন?

খ) বনায়ন কাকে বলে?

গ) একটি ছকে ৫টি করে মাঠ ফসল ও উদ্যান ফসল এর নাম লিখ :

উদ্যান ফসল
মাঠ ফসল

ঘ) নিচের কৃষি কাজগুলাে করতে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় তা ছকে উল্লেখ কর :

কাজের ধরন – যন্ত্রপাতি

জমি চাষ
বীজ বপন
ঔষধ ছিটানাে
ফসলের মাঠে সেচ

৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট গার্হস্থ্য বিজ্ঞান

https://i.imgur.com/f6Ysm3k.jpg

প্রশ্ন-১: রচনামূলক প্রশ্ন

১। শিশুর বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিশুকালকে বিভাজন করার প্রয়ােজন আছে কী? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

প্রশ্ন-২: সংক্ষিপ্ত প্রশ্ন

ক) বাবা-মা ও শিক্ষককে কীভাবে সম্মান করা উচিত?
খ) তােমার শ্রেণিতে একজন দৃষ্টি প্রতিবন্ধী বন্ধু আছে। তার প্রতি তােমার আচরণ কেমন হবে?

প্রশ্ন-৩: বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস জানার পর তুমি কী ধরণের খাবার মজুদ করবে? কেন? এসব খাবারকে কী বলা হয়?

প্রশ্ন-৪: শীতের শেষে শীতকালীন পােশাকের যত্ন কীভাবে নিবে বুঝিয়ে লিখ।

https://i.imgur.com/zLMg57R.jpg

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:

১। গৃহ কী? গৃহ না থাকলে তােমরা কী কী সমস্যার সম্মুখীন হবে?

২। গৃহের পরিবেশ রক্ষায় ও সৌন্দর্য বর্ধনে তুমি কীভাবে ভূমিকা রাখবে?

৩। সৃজনশীল প্রশ্ন:

করিম সাহেব মেয়ের বিয়ের অনুষ্ঠান কীভাবে সম্পন্ন করবেন সেটা চিন্তা করে সবাইকে কাজ বুঝিয়ে দিলেন। কিন্তু কে কীভাবে কাজ করছে তার কোনাে খোঁজ নিলেন না। ফলে কাজের তেমন অগ্রগতিই হলাে না। তখন তাঁর বড় ভাই বিষয়টি বুঝে সবার সাথে আলােচনা করে অনুষ্ঠানটি কীভাবে খুব ভালােভাবে শেষ করা যায় সে বিষয়ে সবাইকে বুঝিয়ে খোঁজ খবর নিয়ে অনুষ্ঠান শেষ করলেন।

গ) করিম সাহেব তাঁর মেয়ের বিয়েতে গৃহ ব্যবস্থাপনার কোন ধাপটি অনুসরণ করেননি- ব্যাখ্যা কর।

ঘ) করিম সাহেবের ভাই যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটি কী ঠিক ছিল? যুক্তিসহকারে তােমার মতামত দাও।

৪। প্রতিবেদন তৈরি: তুমি এক সপ্তাহে প্রতিদিন সকাল, দুপুর ও রাতে যেসব খাবার গ্রহণ কর তা তােমার বয়স ও চাহিদা অনুযায়ী সঠিক কী না পাঠ্যপুস্তকের আলােকে মন্তব্য কর।

৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট ধর্ম

নির্ধারিত কাজ: সংক্ষিপ্ত প্রশ্ন-

শ্রেণি: ৬ষ্ঠ, বিষয়: ইসলাম ও নৈতিক শিক্ষা, ৫ম এসাইনমেন্ট এর প্রশ্ন

এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.