agriculture

কৃষি বিষয়ক তথ্য পেতে কোন উৎসের বিকল্প নেই, কেন?

বাংলাদেশে বসতবাড়ির আঙ্গিনায় গাছপালার সাথে সবজি বাগান করা সম্ভব। ফলের বাগানে ও জমিতে ছোট বড় গাছের নিচে বা পাশে শস্য উৎপাদন প্রাচীনকাল থেকে চলে আসছে এভাবে ফল—মূল ও শাক—সবজি চাষ নতুন কোন ব্যাপার নয়। আদিকাল থেকে মানুষের কাছে এই পদ্ধতিতে চাষাবাদ সুপরিচালিত বনাঞ্চল বন—বাগান প্রতিষ্ঠার সময় বনজ বৃক্ষের চারার সাথে ফসল চাষ করার ইতিহাসও সুপ্রাচীন।

কৃষি বিষয়ক তথ্য পেতে কোন উৎসের বিকল্প নেই, কেন?

কৃষি বিষয়ক তথ্য পেতে ইন্টারনেটের বিকল্প নেই। কারণ একজন কৃষকের যেকোনো চাষাবাদের শুরু থেকে ফসল তোলা পর্যন্ত যাবতীয় তথ্যাদি কেবল ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন পাওয়া সম্ভব।

ফসলের চাষাবাদ পদ্ধতি রোগবালাই দমন, কিটনাশক প্রয়োগ, ফসল কর্তন, প্রভৃতি সম্পর্কে পুরো তথ্য ইন্টারনেটে পাওয়া যায়।

কৃষি গবেষক তাদের অর্জিত তথ্য বা গবেষণার ফল ইন্টারনেটে দিয়ে থাকে। ফলে সহজেই কৃষি বিষয়ক যে কোন তথ্য পেতে ইন্টারনেটের সাহায্য প্রয়োজন।

আরও দেখুনঃ

 বনায়ন কাকে বলে?

একটি ছকে ৫টি করে মাঠ ফসল ও উদ্যান ফসল এর নাম লিখ :

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.