Class 6 math

ষষ্ঠ শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট প্রশ্নের সমাধান প্রকাশ করা হয়েছে। আপনি ষষ্ঠ শ্রেণির পরীক্ষার্থী হবে এই লেখাটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

ষষ্ঠ শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ৫ম সপ্তাহ

https://i.imgur.com/KUdkJGH.jpg

প্রশ্ন: ০১ঃ একটি ফলের দোকান থেকে ২৫০ টি ফজলি আম কিনে আনা হলো। দুইদিন পর ২৫ টি আম পচে গেল এবং একটি আমের দাম ৩০ টাকা।

  • ক) ২৫ টাকা ৭৫ টাকার শতকরা কত?
  • খ) শতকরা কতটি আম ভাল আছে?
  • গ) একটি আম কত টাকায় বিক্রয় করা হলে মোটের উপর ১০% লাভ হবে?

https://i.imgur.com/0hSEXOO.jpg

প্রশ্ন: ০২ঃ -15,6,11 তিনটি পূর্ণ সংখ্যা

  • ক) -15 এবং 6; (6+5) এবং 11 এর মধ্যে > বা <  চিহ্ন বসাও।
  • খ)-(-15) +(-11) +6 এর মান নির্ণয় কর।
  • গ) সংখ্যা রেখার সাহায্যে -15 ও 6 যোগফল এবং 11 ও 6 এর বিয়োগফল নির্ণয় কর।

https://i.imgur.com/XBspuvF.jpghttps://i.imgur.com/kqEzdC1.jpg

প্রশ্ন: ০৩ঃ +,-, ×, ÷ সাহায্যে লেখ

  • (ক) X এর সাতগুণ থেকে Y এর তিনগুণ বিয়োগ
  • (খ) a ও b এর গুণফল এর সাথে c এর আটগুণ যোগ।
  •  (গ) a ও b) এর যোগফলকে x থেকে y এর বিয়োগফল দ্বারা ভাগ
  • (ঘ) X কে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে 7 দ্বারা গুণ
  • (ঙ) একটি সংখ্যার দ্বিগুণ এর সাথে অপর একটি সংখ্যার তিনগুণ যোগ।

https://i.imgur.com/Cxu0UQm.jpg

প্রশ্ন: ০৪ঃ একটি খাতার দাম a টাকা ও একটি বইয়ের দাম b টাকা এবং কলমের দাম c টাকা হলে,

  • (i) পাঁচটি কলম ও তিনটি খাতার দাম কত?
  • (ii) দশটি বই ও চারটি খাতার দাম কত?
  • (iii)আটটি খাতা, ছয়টি বই এবং নয়টি কলমের দাম কত?

Class 6 math Assignment answer

প্রশ্ন: ০১
১২, ১৫, ২০, ৩৫ চারটি সংখ্যা, সংখ্যাগুলাের ল,সা,গু নির্ণয় কর।

  • ক) সংখ্যাগুলোর ল,সা.গু নির্ণয় কর।
  • খ) পাঁচ অংকের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য?
  • গ) চার অংকের কোন বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ১০ হবে?

https://i.imgur.com/voutG5M.jpghttps://i.imgur.com/8Z4KF6O.jpghttps://i.imgur.com/rrRSD07.jpg

প্রশ্ন: ০২

৩৫ মিটার লম্বা একটি বাশের ৭-১/২ মিটার কালো, ৭-৪/২৫ মিটার লাল এবং ৮-৩/১০ মিটার হলুদ রং করা হলো।

  • ক) সরল কর: ৭-১/২ – ৪/৭ এর ৭/৮।
  • খ) বীশটির কত অংশ রং করা হয়েছে।
  • গ) বীশটির কত অংশ রং করা বাকি রইল।

https://i.imgur.com/a9ssyBr.jpghttps://i.imgur.com/5UYJsAX.jpghttps://i.imgur.com/gFYaKJW.jpg

প্রশ্ন: ০৩

  • দুইটি কম্পিউটারের দামের অনুপাত ৩:২। প্রথমটির দান ৫৫০০০ টাকা হলে,
  • ক) উদ্দীপকের অনুপাতটিকে ব্যাস্ত অনুপাতে রুপান্তর কর।
  • খ) দ্বিতীয় কম্পিউটারটির দাম কত?
  • গ) দ্বিতীয় কম্পিউটারের দাম ২০০০ টাকা বেশি হলে, কম্পিউটার দুইটির দামের অনুপাত,কত?

https://i.imgur.com/Hx9DJgS.jpghttps://i.imgur.com/RE9lpXH.jpg

I hope you are enjoying this article. Thanks for visiting this website.