৭ম শ্রেণির অ্যাসাইনমেন্ট সমাধান: এনসিটিভি কর্তৃক প্রণীত ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনার আলোকের ৭ম শ্রেণির ১ম-৩য় অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ তোমাদের সুবিদার্থে দেওয়া হল। ৭ম শ্রেণির সকল বিষয়ের অ্যাসাইনমেন্ট সমূহ পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন; তাহলে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত সবগুলো অ্যাসাইনমেন্ট পেয়ে যাবেন।
৭ম শ্রেণির অ্যাসাইনমেন্ট বাংলা
ভাড়াটিয়া মনােয়ার হােসেন বাড়ির মালিক হামিদ সাহেবের শিশু সন্তান আহনাফকে ভীষণ আদর-সােহাগ করেন।
নিঃসন্তান মনােয়ার হােসেন প্রায়ই অফিস থেকে ফেরার পথে আহনাফের জন্য খেলনা, খাবারসহ নানা উপহার নিয়ে আসেন। আহনাফের মা এই। বিষয়টিকে ভালােভাবে গ্রহণ করেন না। স্বামীকে এবিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।
- গ) উদ্দীপকে আহনাফের মায়ের সাথে ‘কাবুলিওয়ালা’ গল্পের মিনুর মা কোনদিক থেকে সাদৃশ্যপূর্ণ ?—ব্যাখ্যা কর।
- ঘ) উদ্দীপকে ‘মনােয়ার হােসেনের চরিত্রে ‘কাবুলিওয়ালা গল্পের মূল ভাবের প্রতিফলন ঘটেছে। উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
৭ম শ্রেণির অ্যাসাইনমেন্ট ইংরেজি
- Read the lessons on “Flora’s first day at school 1 and 2” (pages19-21) and write a paragraph on “Your first day at school”.
- Write a letter with your own words to your friend Shakil/ Shakila who studies at X Zilla School in another district describing a prize-giving ceremony in which you received a prize at your school.
Did you have any experience on a journey by train? If yes, how was it? Write five/six sentences on it. If no, which journey did you have and how was it? Write five/six sentences on it.
1. Rewrite the passage using the correct form of verbs in the brackets.
Homework:
- 2. Read your English grammar textbook from pages no. 83—89 and do the activities of Section B (i, ii and iii)
- 3. Choose the correct preposition from the list and fill in the gaps. (on, beside, at, about, in, of, into)
৭ম শ্রেণির অ্যাসাইনমেন্ট গণিত
প্রশ্ন-০১: তােমার গণিত বইয়ের দৈর্ঘ্যের এক চতুর্থাংশ, প্রস্থের এক তৃতীয়াংশ এবং তােমার কলমের দৈর্ঘ্যের অর্ধাংশ পরিমাপ করে, প্রাপ্ত তথ্যগুলাে ব্যবহার করে নিচের প্রশ্নগুলাের উত্তর দাও।
- (ক) পরিমাপকৃত বাহুগুলাের দ্বারা ত্রিভুজ অংকন কর।।
- (খ) দেখাও যে, অংকনকৃত ত্রিভুজের কোণগুলাের মধ্যে বৃহত্তম বাহুর বিপরীত কোণটি বৃহত্তম।
- (গ) ত্রিভুজটির কোণ তিনটিকে কেটে আলাদা করে এক বিন্দুতে স্থাপন করে দেখাও যে, তিনটি কোণ একত্রে এক সরলকোণ তৈরি করে।
প্রশ্ন: ০২। তােমার ৩০ জন সহপাঠীর উচ্চতা (আসন্ন সেন্টিমিটারের মানে) সংগ্রহ কর এবং তা তােমার খাতায় লিপিবদ্ধ কর।
- (ক) উপাত্তগুলােকে মানের ক্রমানুসারে সাজাও।
- (খ) সর্বোচ্চ সংখ্যক সহপাঠী কত উচ্চতা বিশিষ্ট তা আয়তলেখের সাহায্যে নির্ণয় কর।
সংক্ষিপ্ত প্রশ্ন:
- ১. (- p + 6) এর বর্গ কত?
- ২. p + Q = 7 এবং p – q = 3 হলে 2(p2+q2) এর মান কত?
- ৩. 3a2bc, 5ab2d এবং a3cd2 এর ল.সা.গু কত?
- ৪. x3-25x এবং x2 + 2x -15 এর গ.সা.গু কত?
- ৫. (a – 3)2 – 2 (a – 3) (a + 3) + (a + 3)2 এর সরল মান কত?
- ৬. 49×2 + 4y2 এর সাথে কত যােগ করলে যােগফল পূর্ণবর্গ হবে?
- ৭. x2 – 4xy – 9z2 + 4y2 এর একটি উৎপাদক (x – 2y + 3z) হলে, অপরটি কত?
- ৮. নিচের কোনগুলাে সঠিক?
- (i) (2x + 3y) (2x – 3y) = 4×2– 9y2
- (ii)
- (iii) (a + b)2+ 4ab = (a – b)2
- ৯. (x – y)2 = 29 হলে, (x + y)2 এর মান কত?
- ১০. x2 + 5x – 6 এর উৎপাদকে বিশ্লেষণ কত?
- ১১. 5 (x – 3) = 10 সমীকরণটির মূল কত?
- ১২. কোন বিধি অনুযায়ী 2x + 3 = 7x -5 কে 7x – 5 = 2x + 3 লিখা যায়?
- ১৩. (-1, 3 ) বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত?
- ১৪. কোনাে বিন্দুর ভুজের মান 0 কোন অক্ষ রেখায়?
- ১৫. কোন সংখ্যা থেকে -6 বিয়ােগ করলে বিয়ােগফল -12 হয়?
১। ২ মাইল এবং ৩ কিলােমিটারের পার্থক্য কত মিটার?
২৷ একটি ঘনকের একটি তলের পরিসীমা ১২ মিটার হলে এর আয়তন কত?
৫৷ তােমার পড়ার টেবিলের প্রস্থ ২ ফুট এবং দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ। টেবিলটির উপরি তলের ক্ষেত্রফল কত?
৯। ৭ কিলােমিটার ৭ সেন্টিমিটার = কত মিটার?
১০৷ উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত দূরত্বের কত ভাগের এক ভাগকে এক মিটার বলে?
সংক্ষিপ্ত প্রশ্ন:
১। সংখ্যার এককের স্থানে কোন অঙ্ক থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না?
২। “ক” এর বর্গসংখ্যার একক স্থানে ৬ থাকলে “ক” এর একক স্থানের অঙ্কটি কী কী হতে পারে?
৩। ২৪৩৩৬ সংখ্যাটির বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট ?
৪। ২৪৫ সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন মৌলিক সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ বর্গ হবে?
৫। সারি সংখ্যা এবং সারিতে সৈন্য সংখ্যা সমান রেখে সাজালে ১৮০০ জন সৈন্য থেকে কতজনকে সরিয়ে রাখতে হবে?
৬। x = -2, y = 3 হলে (3x – 2y) থেকে (-2x – 3y) এর বিয়ােগফলের মান কত?
৭। (7x – 3) এবং (7x + 5) এর গুণফল কত?
৮। 2a2 – 7ab + 6b2 কে 2a – 3b দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?
৯। 2 [6 – 3{ -2 (4 – 3 )}] এর সরল মান কত? ১০। x4 -7×3 + 2x – 11 রাশিটির x3 এর সহগ থেকে ধ্রুবক পদের বিয়ােগফলের মান কত?
- বর্গমূলের ধারণা ব্যবহার করে সমস্যার সমাধান করতে পারা।
- বীজগণিতীয় রাশির গুণ, ভাগ করতে পারা।
৭ম শ্রেণির অ্যাসাইনমেন্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
প্রবন্ধে যা যা থাকবে-
- ভূমিকা;
- ব্যক্তিগত জীবনে তথ্য ও যােগাযােগ প্রযুক্তিব্যবহারের ক্ষেত্রসমূহ;
- ব্যক্তিগত জীবনে তথ্য ও যােগাযােগ প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব;
- উপসংহার;
৭ম শ্রেণির অ্যাসাইনমেন্ট বাংলাদেশ ও বিশ্বপরিচয়
- তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম-পাকিস্তানীরা যে সব বৈষম্য সৃষ্টি করেছিল তার একটি তুলনামূলক চিত্র উপস্থাপন কর।
- বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যে ধর্ম, ভাষা ও উৎসবের ভূমিকা ব্যাখ্যা কর।
১. একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তােলার ক্ষেত্রে তােমার যা করণীয় আছে তার একটি কর্মপরিকল্পনা তৈরি করাে।
২. তােমার এলাকায় নির্বাচনের সময় যেসব নির্বাচনী আচরণবিধি পালন করা হয় তা বর্ণনা কর।
৭ম শ্রেণির অ্যাসাইনমেন্ট বিজ্ঞান
প্রশ্ন ১: লাবিব একটি লৌহ দন্ড নিয়ে তার একপ্রান্তে মোমবাতির সাহায্যে উত্তপ্ত করল। কিছুক্ষন পর সে দেখল দন্ডটির অপর প্রান্ত গরম হয়ে গেছে এবং থার্মোমিটারের সাহায্যে মেপে দেখল তাপমাত্রা ৫০ ডিগ্রী সেলসিয়াস।
- ক) তাপ সঞ্চালন কাকে বলে ?
- খ) তাপমাত্রা বাড়লে বায়ুমন্ডলের চাপ কমে যায় কেন?
- গ) দন্ডের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে নির্ণয় কর।
- ঘ) উদ্দীপকের আলোকে বস্তুতে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছে? বিশ্লেষণ কর।
সংক্ষিপ্ত প্রশ্ন:
১। গরম হ্যারিকেনের চিমনিতে ঠাণ্ডা পানি পড়লে চিমনি ফেটে যায় কেন?
প্রশ্ন ১ : পৃথিবীতে অসংখ্য ভাইরাস, ব্যাক্টেরিয়া, ছত্রাক ও এন্টামিবা আছে। এদের সবার গঠন ও বৈশিষ্ট্য এক রকম নয়। এদের মধ্যে প্রকৃতিতে কিছু ভাইরাস ও ব্যাক্টেরিয়া মানুষের উপকার ও অপকার করে থাকে।
- ক) এমিবিক আমাশয় কোন অনুজীবের কারণে হয়?
- খ) ব্যক্টেরিয়াকে আদি কোষী বলা হয় কেন?
- গ) উদ্দীপকের প্রথম অণুজীবটি উদ্ভিদের কোন কোন রােগ সৃষ্টি করে তা ব্যাখ্যা কর।
- ঘ) উদ্দীপকের দ্বিতীয় অণুজীবটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর।
সংক্ষিপ্ত প্রশ্ন :
প্রশ্ন ১: লিথিয়াম, পানি, খাবার লবন, চক, কার্বন, চুন, নাইট্রোজেন, পটাশিয়াম, অক্সিজেন, আয়ােডাইড, লােহা, ক্লোরিন ইত্যাদি কিছু পদার্থ।
- ক) মৌলিক পদার্থ কাকে বলে?
- খ) অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য লিখ।
- গ) উদ্দীপকে উল্লেখিত পদার্থগুলােকে প্রতীক ও সংকেতের সাহায্যে প্রকাশ করে মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ আলাদা কর।
- ঘ) উল্লেখিত পদার্থগুলাের মধ্যে কাকে সার্বজনীন দ্রাবক বলা হয়? কারণ বিশ্লেষণ কর।
সংক্ষিপ্ত প্রশ্ন – ১ : চিনিকে কেন যৌগিক পদার্থ বলা হয়?
৭ম শ্রেণির অ্যাসাইনমেন্ট ইসলাম ও নৈতিক শিক্ষা
সংক্ষিপ্ত প্রশ্নবলী:
- ১। আকাইদ কী?
- ২। তাওহীদ বিশ্বাস করা প্রয়ােজন কেন?
- ৩। কুফরির পরিণাম ব্যাখ্যা কর।
- ৪। শিরকের কুফল ও পরিণতি বর্ননা কর।
জনাব ‘ক’ এর মধ্যে আখলাকে হামিদাহর কোন গুণটি বিদ্যমান ব্যাখ্যা কর
জনাব “খ” এর কার্যক্রমটি তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর
৭ম শ্রেণির অ্যাসাইনমেন্ট কৃষি শিক্ষা
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন: ১
- (ক) ফসলের মৌসুম বলতে কি বুঝ?
- (খ) রবি মৌসুম ও খরিপ মৌসুমের পার্থক্য কী?
- (গ) মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলাে কী কী?
- (ঘ) মুরগির খামারে খাদ্য ও পানি কেনাে গুরুত্বপূর্ণ?
২। নির্ধারিত কাজ: কাঠাল গাছ সম্পর্কে নিচের ছকটি পূরণ করা।
(ক) বাংলাদেশের মানুষকে মাছে ভাতে বাঙালি বলা হয় কেন?
(খ) একটি সমাজ গঠন করতে কৃষি কিভাবে ভূমিকা পালন করে?
(গ) কিভাবে সেচের পানি অপচয় হয়?
সৃজনশীল প্রশ্ন: ২.
সিয়াম তার বাড়িতে মরিচ গাছ চাষ করে। মরিচ গাছগুলাে বাড়ার সাথে সাথে গাছের পাতার রঙ বিবর্ণ হয়ে সমগ্র পাতায় ছড়িয়ে পড়ে। এ অবস্থা দেখে সিয়ামের চাচা পরিমিত মাত্রায় সার প্রয়ােগের পরামর্শ দেন।
- (ক) সিয়ামের টবে কোন পুষ্টি উপকরণের অভাব ঘটেছে? ব্যাখ্যা কর।
- (খ) সিয়ামের চাচার পরামর্শ মূল্যায়ন কর।
৭ম শ্রেণির অ্যাসাইনমেন্ট গার্হস্থ্য বিজ্ঞান
প্রশ্ন: ১. প্রতিবন্ধী শিশুদের প্রতি আমরা কীভাবে আমাদের দায়িত্ব পালন করতে পারি-তা পাঠ্যপুস্তকের আলােকে লিখ।
২. প্রতিবেদন তৈরিকোভিড ১৯ মােকাবিলায় কোন কোন খাদ্য গােষ্ঠী হতে খাবার আমাদের তালিকায় প্রাধান্য পাবে তা বিবেচনা করে তােমার পরিবারের উপযােগী ৭ দিনের একটি তালিকা তৈরি করা।
সংক্ষিপ্ত প্রশ্ন: ৩
ক. ব্যক্তিত্বের সাথে পােশাকের ডিজাইনের সম্পর্ক কেমন হওয়া উচিত? ব্যাখ্যা কর;
খ. কাপড়ের মাড় দিতে হয় কেন? মাড় প্রয়ােগের ৫টি নিয়ম লিখ;
গ. পশমি বস্ত্র ধৌতকরণে তুমি কী ধরণের সর্তকতা অবলম্বন করবে;
- ক) সম্পদের বৈশিষ্ট্য অনুযায়ী তােমার পরিবারের সম্পদগুলাে চিহ্নিত করাে।
- খ) অর্থ দিয়ে কোন কোন কাজগুলাে করা যায়? ব্যাখ্যা করাে।
- গ) তােমার ঘর পরিপাটি ও পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে কাজ সহজকরণের কোন কলাকৌশলগুলাে অবলম্বন করবে তা উল্লেখ করাে।