agriculture
২ টি সবুজ সারের নাম লিখ? কৃষিক্ষেত্রে সবুজ সার তৈরি করা হয় উপড়ে ফেলা বা বপন করা ফসলের পরিত্যক্ত অংশগুলি দিয়ে।
২ টি সবুজ সারের নাম হলঃ

২ টি সবুজ সারের নাম লিখ?

 
কৃষিক্ষেত্রে সবুজ সার তৈরি করা হয় উপড়ে ফেলা বা বপন করা ফসলের পরিত্যক্ত অংশগুলি দিয়ে।
২ টি সবুজ সারের নাম হলঃ
 
১। জৈব সার বা কম্পোস্ট সারঃ গোবর, কম্পোস্ট, আবর্জনা,খড়কুটা, আগাছা পচিয়ে জৈব সার তৈরী করা হয়।
২ ।  রাসায়নিক সারঃ এই ধরনের সারে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম থাকে।
আরও দেখুনঃ

(ক) বাংলাদেশের মানুষকে মাছে ভাতে বাঙালি বলা হয় কেন?

(খ) একটি সমাজ গঠন করতে কৃষি কিভাবে ভূমিকা পালন করে?

(গ) কিভাবে সেচের পানি অপচয় হয়?

সৃজনশীল প্রশ্ন: ২.

সিয়াম তার বাড়িতে মরিচ গাছ চাষ করে। মরিচ গাছগুলাে বাড়ার সাথে সাথে গাছের পাতার রঙ বিবর্ণ হয়ে সমগ্র পাতায় ছড়িয়ে পড়ে। এ অবস্থা দেখে সিয়ামের চাচা পরিমিত মাত্রায় সার প্রয়ােগের পরামর্শ দেন।

I hope you are enjoying this article. Thanks for visiting this website.