রুট স্টক ও সায়ন বলতে কী বুঝ? অনুধাবন মূলক এ প্রশ্নের উত্তর পেতে চাইলে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।একটু পরেই প্রকাশ করা হবে তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান, সমাধান পত্র তৈরির কাজ চলছে।
রুট স্টক ও সায়ন বলতে কী বুঝ?
রুট স্টক ও সায়নের জোড়া লাগানো পদ্ধতিকে জোড়া কলম বলে। জোড়া কলম প্রধানত দুই ধরনের হয়। যেমনঃ যুক্ত জোড়া কলম ও বিযুক্ত জোড়া কলম। জোড়া কলম এর মাধ্যমে বর্তমানে আম, তেজপাতা, সফেদা প্রভৃতি গাছের বংশবিস্তার করা হচ্ছে।
জোড়া কলম এর প্রধান দুটি অংশ হলোঃ
১) রুট স্টকঃ অনুন্নত যে গাছের সঙ্গে জোড়া লাগানো হবে সে গাছটিকে রুট স্টক বলে।
২) সায়নঃ যে অঙ্গে উন্নত জাতের গাছের স্টকের সঙ্গে লাগানো হবে তাকে বলা হয় সায়ন
Read More…
১/ কীভাবে সেচের পানির অপচয় হয়?
২/ বাংলাদেশের মানুষকে মাছে ভাতে বাঙ্গালী বলা হয় কেন?
৩/ একটি সমাজ গঠন করতে কৃষি কিভাবে ভূমিকা পালন করে?
৪/ ফল গাছের গোড়ায় এবং শাকসবজি খেতে কোন কোন পদ্ধতিতে সেচ দেওয়া হয়?