আজ আমরা তোমাদের সাথে কৃষি বিষয়ক তথ্য – মাঠ ফসল ও উদ্যান ফসল – কৃষিজ যন্ত্রপাতি নিয়ে আলোচনা করবো; আজকের টিউনে তোমরা কৃষি বিষয়ক তথ্য – মাঠ ফসল ও উদ্যান ফসল – কৃষিজ যন্ত্রপাতি সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবে-
বনায়ন কাকে বলে?
বনায়ন হলো বনভূমিতে বৈজ্ঞানিক উপায়ে গাছ লাগানো পরিচর্যা ও সংরক্ষণ করা। বানান বলতে প্রাকৃতিক বনায়ন, সামাজিক বনায়ন এবং কৃষি বনায়ন বোঝায়।
আমরা জানি, প্রাণী ও উদ্ভিদের মধ্যে নিবিড় সম্পর্ক আছে। গাছপালা অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। আবার প্রাণী কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এবং অক্সিজেন গ্রহণ করে। কাজেই প্রাণীকে বাঁচাতে হলে গাছপালাকে বাঁচাতে হবে হবে। কোনো দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য সে দেশের মোট আয়তনের শতকরা ২৫ ভাগ বনাঞ্চল থাকা দরকার। বনে বিভিন্ন ধরনের পাখি, পশু, কীটপতঙ্গ থাকে। বনের মাধ্যমে একদিকে কাঠ ও জ্বালানির চাহিদা পূরণ হয় এবং অন্যদিকে পরিবেশ ভালো থাকে।
সামাজিক বনায়ন গুরুত্বপূর্ণ কেন?
গ্রামীণ লোকজনের প্রত্যক্ষ সহযোগিতায় বসতভিটার আশপাশে, রাস্তার ধারে, হাটবাজার কিংবা বাঁধের পাড়ে যে বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করা হয় তাই সামাজিক বনায়ন। সামাজিক বনায়ন গ্রামীণ মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন করে, দারিদ্রতা দূর করে, পরিবেশ উন্নয়ন করে, জ্বালানি কাঠ ও শিল্পের কাঁচামালের সরবরাহ করে। এছাড়া ভূমির সর্বোত্তম ব্যবহার ও উৎপাদন নিশ্চিত করে। এজন্যই সামাজিক বনায়ন গুরুত্বপূর্ণ।
আরও দেখুনঃ
কৃষি বিষয়ক তথ্য পেতে কোন উৎসের বিকল্প নেই, কেন?
একটি ছকে ৫টি করে মাঠ ফসল ও উদ্যান ফসল এর নাম লিখ