muktopaath login registration

মুক্তপাঠে কিভাবে রেজিষ্ট্রেশন ও লগইন করবেন আপনারা অনেকই বুজতে পারছেন। তাই আপনাদের জন্য নিয়ে এলাম সহজ সমাধান। আমাদের পোস্ট টি সম্পূর্ণ পড়লে আপনি muktopaath login অ্যান্ড  registration সম্পর্কে সহজ ধারনা পাবেন। এবং নিজেই নিজেই তা করতে পারবেন।

২০২৪ শিক্ষাবর্ষ থেকে সারাদেশের মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ এর আলোকে প্রণীত শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকের অনুযায়ী শিখন কার্যক্রম চালু হতে যাচ্ছে। প্রস্তাবিত শিক্ষাক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়নের পূর্বেই সকল শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণের প্রশিক্ষণ নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষাক্রম বাস্তবায়নে মূল ভূমিকা পালন করবেন শিক্ষক সমাজ। শিক্ষাক্রম বিস্তরণে শিক্ষকদের ধারাবাহিকভাবে বিভিন্ন অফলাইন ও অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করা হবে। এছাড়াও বিভিন্ন বিষয়ভিত্তিক ও ইস্যুভিত্তিক অনলাইন কোর্স পর্যায়ক্রমে শুরু করা হবে।

মুক্তপাঠে রেজিষ্ট্রেশন ও লগইন সংক্রান্ত তথ্য

স্টেপ ১: মুক্তপাঠ বাংলা ভাষা নির্মিত একটি ই- লার্নিং প্লাটফ্রম যার মূলমন্ত্রই হোল শিখুন…. যখন যেখানে ইচ্ছে।

এই প্লাটফ্রম থেকে আগ্রহী যে কেউ যেকোনো সমস্য যেকোনো স্থান থেকে মুক্তপাঠে রেজিস্ট্রেশন করে সদস্য হতে পারবেন

মুক্তপাঠের ওয়েবসাইটে প্রবেশ করতে ব্রাউজের গিয়ে http://www.muktopaath.gov.bd/ লিখে সার্চ করুন

স্টেপ ২: মুক্তপাঠে সদস্য হওয়ার জন্য রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন

muktopaath registration

স্টেপ ৩: মুক্তপাঠে ফোন নাম্বার অথবা ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলে আপনার মোবাইল নাম্বারে OTP Code পাঠানো হবে। আর যদি ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করেন তাহলে আপনার ইমেইল একাউন্ট ভেরিফিকেশন লিঙ্ক পাঠানো হবে
– নাম
– পেশা
– জেন্ডার
– ফোন নাম্বার/ ইমেইল আইডি
– আর ডিজিটের নতুন পাস ওয়ার্ড
– পাসওয়ার্ড নিশ্চিত অপশন একই পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে।

স্টেপ ৪: আপনার ফোন নাম্বারে একটা OTP Code পাঠানো হয়েছে সেই কোডটি এখানে বসিয়ে ভেরিফাই করে সাবমিট বাটনে ক্লিক করুন।

Registration mobile otp

স্টেপ ৫: ফোন নাম্বার এর OTP Code

স্টেপ ৬: আপনার রেজিস্ট্রেশন সথিকভাবে সম্পন্ন হয়েছে। হোম বাটনে ক্লিক করুন।

শিক্ষকদের পিডিএস ও শিক্ষক আইডি সংক্রান্ত বিশেষ প্রশ্ন

আমার পিডিএস আইডি নেই কীভা‌বে আইডি  পা‌বো?

উত্তর: www.emis.gov.bd  ওয়েবসাইটে প্রবেশ করে উপরেরর ডানদিকে login এর পাশে Register অথবা নিচে HRM মেন্যুর Registration ক্লিক করে যে লেভেলের শিক্ষক ঐ পেজে প্রবেশ করে তথ্য ছক পূরণ করে Submit করে registration করতে হবে। পরবর্তীতে প্রতিষ্ঠান প্রধান তার EIIN আইডি দিয়ে সিস্টেমে প্রবেশ করে HRM এর শিক্ষক রেজিষ্ট্রেশন অনুমোদন থেকে Approve করলে শিক্ষক তার রেজিষ্ট্রেশনে প্রদত্ত ই-মেইলে emis user id এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। তবে উল্লেখ থাকে যে ই-মেইলের spam folder ও চেক করতে হবে।

প্রশ্নঃ আমার পিডিএস আইডি আছে কিন্তু ভুলে গেছি কীভাবে খুঁজে পাবো?

উত্তর: www.emis.gov.bd ওয়েবসাইটের হোম পেইজে portal মেন্যুতে সুনির্দিষ্ট তথ্য দিয়ে প্রতিষ্ঠানের সকল জনবলের তথ্য দেখতে পাবে, সেখানে অন্যান্য তথ্যের সাথে আইডি আছে।

 প্রশ্নঃ আমি সরকারি প্রতিষ্ঠানের শিক্ষক আমি কি পিডিএস আইডি পাবো?

উত্তর: রেজিষ্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমেই ইএমআইএস সিস্টেমে আইডি পাওয়া যায়।

প্রশ্নঃ আমি এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক আমি কি পিডিএস আইডি পাবো?

উত্তর: এমপিওভুক্ত সকল জনবলেরই পিডিএস আইডি আছে।  আইডি না জেনে থাকলে  www.emis.gov.bd  ওয়েব সাইটের উপরের বামপাশের portal এ সুনির্দিষ্ট তথ্য দিয়ে প্রতিষ্ঠানের সকল জনবলের তথ্য দেখতে পাবে, সেখানে অন্যান্য তথ্যের সাথে আইডি আছে।

 প্রশ্নঃ আমি ননএমপিও (বেসরকারি) প্রতিষ্ঠানের শিক্ষক আমি কি পিডিএস আইডি পাবো?

উত্তর: যে কোন শিক্ষক (পূর্ণকালীন/স্থায়ী হলে) পিডিএস আইডি পাবেন। তবে বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ননএমপিও শিক্ষকগণ পিডিএস আইডি পেতে চাইলে প্রথমে emis.gov.bd সিস্টেমে রেজিস্ট্রেশন করে প্রতিষ্ঠান প্রধানকর্তৃক অনুমোদন করতে হবে। পিডিএস আইডি বিষয়ক বিস্তারিত গাইডলাইনে দেওয়া আছে। প্রয়োজনে গাইডলাইনটি অনুসরণ করুন।

লিংকঃhttps://drive.google.com/file/d/1Mi3MGWoWYE_5xnFC99Bsj7CQhPgLStBJ/view?usp=sharing

NID ছাড়া কি রেজিস্ট্রেশন করা সম্ভব? / Voter ID ছাড়া কি রেজিস্ট্রেশন করতে পারবো?

জ্বী, NID ছাড়াও আপনি মুক্তপাঠে রেজিস্ট্রেশন করে কোর্স করতে পারবেন।  

I hope you are enjoying this article. Thanks for visiting this website.