বর্তমানে শহরে কিংবা গ্রামে সব জায়গায় বেড়েছে প্রচন্ড পরিমাণে গরম। আর আপনি চাচ্ছেন এই গরমের দিনে একটি এসি কেনার জন্যে। কেননা এসির ঠাণ্ডা বাতাসের আপনি একটু আরাম আয়েশ করে থাকতে চান। এসির ঠাণ্ডা বাতাসের আপনি ঘুমিয়ে পড়বেন আবার এসির কমল বাতাসে আপনি সবসময় ঠান্ডা থাকবেন।
হয়তো আপনি একটি নতুন এসি কিনতে চাচ্ছেন
কিন্তু জানেন না এসি কেনার আগে আপনার কি কি বিষয় গুলো জানা প্রয়োজন। আজকের এই আর্টিকেলে মূলত আমরা এসি কেনার আগে আপনার করনীয় কি কি রয়েছে। সেসব বিষয় গুলো নিয়ে আলোচনা করব। কারণ অনেক সময় দেখা যায় আপনি যে, এসি কেনার আগে করণীয় কি কি সেসব সম্পর্কে না জানেন।
তাহলে দোকানদার আপনাকে ভুলভাল এবং দুইনাম্বার এসি ধরিয়ে দিতে পারে। এছাড়াও সেসব এসি ক্রয় করলে আপনার অতিরিক্ত বিদ্যুৎ বিলে টাকা খরচ হওয়ার পাশাপাশি, কম পরিমান সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন। তো চলুন জেনে নেয়া যাক এসি কেনার আগে গুরুত্বপূর্ণ কি কি বিষয় গুলো আপনার জানা প্রয়োজন সেসব সম্পর্কে জেনে নেওয়া যাক।
এসি কি?
এয়ার কন্ডিশনার বা এসি হল এমন একটি ইলেকট্রনিক যন্ত্র, যেটার সাহায্যে ঘরের রুমের তাপমাত্রা সুবিধামতো নিয়ন্ত্রণ করা হয় বা প্রদান করা হয়। একটি ঘরের তাপমাত্রা অনুযায়ী এসি ঠান্ডা বাতাস নির্গত করে ঘরের তাপমাত্রা ঠান্ডা বা শীতল করার চেষ্টা করে থাকে।
আর যদি প্রচন্ড পরিমাণে গরম থাকে তাহলে এসির মাধ্যমে সেই ঘরটাকে ঠান্ডা করে নিতে পারবেন। এছাড়াও যদি গরমের ভিতর বাসায় ঘুম না আসে তাহলে এসির ঠান্ডা বাতাসে আপনি আরামছে ঘুমাতে পারবেন।
এসি কাজ করে কিভাবে?
এসির মধ্যে থাকে একটি কম্পোজার থাকে। যেটার সাহায্যে বাতাস কে রাসায়নিক উপাদান চাপ দিয়ে তরল অপসারণ করে বাস্পে পরিণত করে। আর এই বাষ্প গুলো মূলত ঠান্ডা হয়ে থাকে যেটাকে আমরা এসির ঠাণ্ডা বাতাস বা কুলিং বলে থাকি।
এসি কিছুটা হলেও আমাদের ঘরে থাকা বিভিন্ন ফ্রিজের মতো কাজ করে। যেমন ফ্রিজে বিভিন্ন জিনিস রেখে ঠান্ডা কে সংরক্ষণ করা হয়। ঠিক তেমনি আমাদের রুম ঠান্ডা করতে এসি রুমে থাকে সবকিছু ঠান্ডা করতে সাহায্য করে। এসি মূলত রুমে থাকা গরমের তাপ শোষণ করে ঠান্ডা বাষ্প প্রদান করার মাধ্যমে ঘরকে সবসময় ঠান্ডা রাখে।
আর যখন এই আমাদের রুম ঠান্ডা রাখার জন্য ঠান্ডা বাষ্প প্রদান করেন তখন ওইসময় ওয়েস্ট ওয়াটার নামের এ ধরনের পানির সৃষ্টি হয়। যখন আপনি দেখবেন আপনার এসি থেকে পানি ঝরছে না। তখন তো আপনারা ঠিকমতো কাজ করছে না। আর যখন দেখবেন আপনার এসি থেকে ওয়েস্ট ওয়াটার বা পানি বের হচ্ছে তখন ভাবতে হবে যে আপনার এসিটি কাজ করছে।
আরও দেখুনঃ মোবাইলের লক ভুলে গেলে খোলার উপায়
নতুন এসি কেনার আগে করণীয় কি কি?
আপনি যদি নতুন একটি এসি কেনার জন্য বাজারে যান। তাহলে আপনাকে দোকানদাররা বিভিন্ন ধরনের এসি দেখাবে। তো আপনাকে তারা বড় বড় এসি দিতে পারে কম দাম বলে। আবার কম দামে বিভিন্ন এসি পুরানো মডেলের এসি দওতে পারে। যেগুলো কয়েকদিন পর নষ্ট হয়ে যায়।
সেগুলো ধরিয়ে দিতে পারে আর এই জন্য আপনাকে সঠিক এসি টা চিনে নিতে হবে। এসি কেনার সময় কখনোই চাহিদার তুলনায় বড় মাপের কোন এসি কিন্তু কেনা যাবে না। আপনার যতটুকু প্রয়োজন বা যতটুকু চাহিদা অনুযায়ী কাজ করবে ঠিক ততটুকু ক্ষমতার এসি আপনি ক্রয় করবেন। এর চেয়ে বেশি বেশি করে করবেন না।
আবার এর চেয়ে ছোট এসি ক্রয় করবেন না। কেননা দোকানদারের সবসময়ই চাইবে তার বড় এসি গুলো আগে বিক্রি করতে। যেহেতু তার বিক্রি করা মানেই লাভ। আর তাই আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই এসি ক্রয় করে নিবেন। এসি ক্রয় করার সময় দেখবেন এসি ইনভার্টার নাকি নন ইনভার্টার।
কেননা নন ইনভার্টার এর চেয়ে ইনভার্টার এসি গুলোর দাম একটু বেশি হলো এগুলোর ফিচার ক্ষমতা অন্য এসির তুলনায় অনেক বেশি। তাছাড়া সময় অবশ্যই দেখে নিবেন এসিতে কোন ধরনের ফিচার এভেলেবেল। যেই এসিতে যত বেশি ফিচার থাকবে সেই এসি ততো বেশি ভালো।
আশা করি এসি কি এবং এসি কিভাবে কাজ করে এটা জানতে পেরেছেন। এছাড়া আপনারা আরো জানতে পেরেছেন যে এসি কেনার আগে আপনাদের করনীয় কি কি। এরপরেও যদি আপনি জানতে না পারেন যে নতুন এসি ক্রয় করার আগে আপনার কি কি জানা উচিত।
তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করে আপনাকে নতুন এ্যাডভাইস দিব যাতে করে আপনি এসি কেনার আগে করে এসি সম্পর্কে ভাল জানতে এবং বুঝতে পারেন।