vidmate app download korbo

ভিটমেট আ্যপস ডাউনলোড করব (আসল ভিটমেট চেনার উপায়) জেনে নিন

অনেকেরই প্রশ্ন কীভাবে ভিটমেট আ্যপস ডাউনলোড করব? এর কারণ হচ্ছে আগেরমত এখন ভিটমেট প্লে স্টোরে পাওয়া যাচ্ছে না। তাই বলে আপনারা এমন চমৎকার একটি এন্ড্রয়েড আ্যপস ডাউনলোড করা থেকে বঞ্চিত হবেন তা কী করে হয়? আমরা চমৎকার এক কার্যকরী সমাধান নিয়ে এসেছি আপনাদের জন্য। এতে করে সহজেই ডাউনলোড করে নিতে পারবেন? কঠিন মনে হচ্ছে?  আসুন তাহলে ধীরেসুস্থ্যে সব বুঝিয়ে দেই।

ভিটমেট আ্যপস ডাউনলোড করব

ভিটমেটের আসল নাম ভিডমেট৷ অনেকেই একে ভুল নামে ভিটমেট হিসেবে উচ্চারণ করে। ভিডমেট ডাউনলোড করতে হলে অন্য কোথাও যেতে হবে না। আমাদের সাইটেই সব আয়োজন করে রেখেছি। আমরা আসল ফাইলের লিংকই দিব। অন্যদের মত ম্যালওয়্যার, স্পাই বট ইনস্টল করিয়ে আপনার ফোনের ডাটা ঝুঁকিতে ফেলব না। তো এবার ডাউনলোড করার বিস্তারিত প্রসেস বর্ণনা করব৷

কোথায় থেকে ভিটমেট আ্যপস ডাউনলোড করব

ভিডমেট আ্যপস ডাউনলোড করতে পারবেন এখান থেকেই।  শুধু নিচের দেওয়া লিংকে ক্লিক করুন৷ পেয়ে যাবেন বহুল কাঙ্ক্ষিত ভিডমেট আ্যপস।  বহু জায়গাতেই আপনাকে ভিডমেট আ্যপস ডাউনলোড করার লিংক দেবার কথা বলে নানান জায়গায় ঘুরাবে। কিন্তু কাজের কাজ কিছুই হবে না। মাঝখানে আপনার সময় নষ্ট।  আমাদের ফাইলটি অফিসয়াল। নির্ভয়ে ডাউনলোড করতে পারেন।

আসল ভিটমেট চেনার উপায়

গুগলে ভিটমেট অ্যাপ লিখে অনুসন্ধান করার পর সার্চ রেজাল্টে অসংখ্য ভিটমেট অ্যাপ দেখতে পারবেন। যেখানে আপনি দেখবেন বিভিন্ন রকমের নাম দিয়ে অ্যাপ তৈরি করা হয়েছে। কিন্তু আসল vidmate চিনতে হলে আপনাকে অবশ্যই কিছু নিয়ম অনুসরণ করে জানতে হবে। অরজিনাল vidmate অ্যাপ ডাউনলোড করার জন্য সবচাইতে উপযোগী একটি অনলাইন অ্যাপ। যে কেউ ঘরে বসে খুব সহজে ভিডিও দেখার পাশাপাশি ভিডিও ডাউনলোড করতে পারবে এই অ্যাপের মাধ্যমে।

vidmate অ্যাপ এর বর্তমান ভার্সন হচ্ছে ৪.৫০৩০ । অন্যদিকে ভিটমেট অ্যাপের সাইজ হচ্ছে ১২.৬৮ এমবি। অ্যাপের ফাইল সাইজ কম হওয়ায় এটি মোবাইলে ব্যবহার খুব সহজেই করা যায়। vidmate অ্যাপস ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই নূন্যতম 4.3 অ্যান্ড্রয়েড ভার্সন থাকতে হবে। vidmate অ্যাপস টি বিনোদনমূলক কাজের জন্য তৈরি করা হয়েছিল।

ভিটমেট প্লে স্টোর ডাউনলোড

দুঃখজনক হলেও সত্য যে ভিডমেট এখন আর বাংলাদেশ থেকে প্লে স্টোরে পাওয়া যায় না। কর্তৃপক্ষ আ্যপসটি বাংলাদেশ রিজিয়নে রেস্ট্রিক্ট করে দিয়েছে৷ তাই প্লে স্টোরে সার্চ করেও ডাউনলোড করতে পারবেন না। আমাদের সাইটের লিংক থেকেই ডাউনলোড করতে হবে। Vidmate Apk Download (Latest Version)

আসল ভিটমেট চেনার উপায়

মানুষ গান ডাউনলোড করা vidmate অনুসন্ধান করে। তাই আসল vidmate অ্যাপ ডাউনলোড করার লিঙ্ক ও চেনার উপায় উল্লেখ করা হয়েছে।

  • আসল বা অরজিনাল ভিটমেট গুগল প্লে স্টোরে পাবেন না। অর্থাৎ গুগল প্লে স্টোরে ভিটমেট এপ এর মতো দেখতে যত অ্যাপ রয়েছে সকল অ্যাপ অরজিনাল না।
  • সাধারণভাবে ভিটমেট অ্যাপের ফাইল সাইজ এত বেশি হয় না এবং এটি সাধারণ অ্যাপ এর থেকে বেশি কোন এক্সেস পারমিশন চায়না। অর্থাৎ আপনি যদি ভিটমেট নাম দিয়ে কোন অ্যাপস দেখেন যার ফাইল সাইজ অনেক বড় ও এটি বিভিন্ন ধরনের পারমিশন চায়, তার মানে সেই এপস টি নকল।
  • অরজিনাল vidmate অ্যাপটি ডাউনলোড করার জন্য সবচাইতে ভালো উপায় হচ্ছে vidmate এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা। আমরা আসল vidmate অ্যাপসটি চিহ্নিত করে এখানে উল্লেখ করেছি অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে ডাউনলোড করুন Vidmate Official Website।

ভিটমেট কীভাবে ইনস্টল করব

আমরা সবাই প্লে স্টোর থেকে এন্ড্রয়েড আ্যপস ইনস্টল করে অভ্যস্ত৷ তাই অনেকেই জানি না অন্য কোন মাধ্যম থেকে apk ফাইল ডাউনলোড করলে কীভাবে ইন্সটল করতে হবে।  সেটাও দেখিয়ে দিচ্ছি।

  • প্রথমে এই মাত্র ডাউনলোড করা ভিডমেট আ্যপসটি ওপেন করুন।
  • তখন এন্ড্রয়েড সিস্টেম আননোন সোর্স থেকে ফাইল ইনস্টল করার পারমিশন চাইবে।
  • install file from unknown source এই ডায়ালগ বক্সে টিক চিহ্ন দিয়ে দিন।
  • নতুন করে আবার ফাইলটি ওপেন করুন। তখন ফাইল ইনস্টল হতে থাকবে।
  • ইনস্টল করার আগে মোবাইলে পর্যাপ্ত স্পেস আছে কিনা চেক করে নিন।
  • সব ঠিক থাকলে ফাইল ইনস্টল হয়ে যাবে।
  • এবার আ্যপস লিস্ট থেকে ভিডমেট ওপেন করুন। তারপর ইচ্ছেমত ডাউনলোড করুন যে কোন ভিডিও।

শেষ কথা

ভিডমেট আ্যপস ডাউনলোড করার সব উপায় আমরা আলোচনা করেছি। আশা করি আর কারই ভিটমেট আ্যপস ডাউনলোড করা নিয়ে সমস্যা হবে না।  এই চমৎকার আ্যপস দিয়ে সব জায়গা থেকেই ভিডিও ডাউনলোড করতে পারবেন। শুধু ভিডিও লিংক আ্যপসের সার্চ বক্সে দিলেই হবে।

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.