আমাদের মধ্যে অনেকেই আছে যারা গুগোল একাউন্ট আর জিমেইল অ্যাকাউন্ট কে আলাদা আলাদা একাউন্ট ভেবে থাকেন। কিন্তু গুগলের একটি প্রোডাক্ট হলো জিমেইল। আপনি একটি গুগল একাউন্টের মাধ্যমে গুগলের বিভিন্ন পরিষেবা গুলো উপভোগ করতে পারবেন।

এখন গুগলের যতগুলো পরিসেবা রয়েছে সবগুলোই আপনি চাইলেই একটি গুগল একাউন্টের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। আমরা যে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে তখন বিভিন্ন কারণে আমাদের মধ্যে অনেকেরই গুগল অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়।

আর এতে করে আমাদের বিভিন্ন গোপনীয় তথ্য হ্যাকারের কাছে চলে যায়। আর আমরা ক্ষতিগ্রস্ত হই সেই সাথে গুরুত্বপূর্ণ একাউন্টটি চিরতরে হারিয়ে যায়। কিন্তু আপনি যদি কিছু ট্রিকস ফলো করতে পারেন। তাহলে আপনার গুগল অ্যাকাউন্ট এর সুরক্ষা নিজে নিজেই করতে পারবেন।

আজকের এই পোস্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন গুগল একাউন্টের সুরক্ষার জন্য করনীয় কি কি! এসব বিষয় গুলো সম্পর্কে। আপনি যদি জানতে চান গুগল একাউন্টের সুরক্ষার জন্য করণীয় কি! তাহলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন। তো চলুন জেনে নেয়া যাক গুগল একাউন্টের নিরাপত্তার জন্য করনীয় কি কি?

গুগল একাউন্টের নিয়মিত ব্যাকআপ নেওয়া
আপনার গুগল অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার হাত থেকে বাঁচতে নিয়মিত ব্যাকআপ করা খুবই প্রয়োজন। কেননা নিয়মিত ব্যাকআপ করলে আপনার গুগল অ্যাকাউন্ট এর নিরাপত্তা বা একাউন্ট সুরক্ষিত থাকার সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকে।

আপনি যদি আপনার গুগল অ্যাকাউন্ট এর নিয়মিত ব্যাকআপ নেন। তাহলে যদি কখনো আপনার গুগল অ্যাকাউন্ট অ্যাক্সেস হারিয়ে ফেলেন। তাহলে আবার চাইলে একাউন্টটি ফিরে পেতে পারবেন। নিয়মিত ব্যাকআপ নিলে বিভিন্ন সমস্যা হবে না।

আপনি হয়তো জানলে অবাক হবেন যে, গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি যেইসব ডাটাগুলো তৈরি করেন বা যেসব ফাইল, তথ্য গুগলে তৈরি করেন গুগল সেই সব ডাটা পুনরায় আবার ডাউনলোড করতে পারবেন।

কেননা গুগল সেই সিস্টেম চালু করে রেখেছে। আর এই জন্য চেষ্টা করবেন সবসময় গুগল একাউন্ট নিয়মিত ব্যাকআপ নেওয়ার তাহলে হারিয়ে যাওয়া তথ্য ফিরে পেতে পারবেন।

 

গুগল পাসওয়ার্ড ম্যানেজার

আমাদের মধ্যে সবচেয়ে বেশি যে কমন সমস্যা সেটা হল পাসওয়ার্ড ভুলে যাওয়া। এমন অনেকে আছে যারা খুব সহজে গুগল একাউন্টের বা যেকোনো কিছুর পাসওয়ার্ড ভুলে যায়। আর তাদের এই সমস্যা থেকে বাঁচার জন্য গুগল পাসওয়ার্ড ম্যানেজার নামক একটি সিস্টেম চালু করেছে।

এর মাধ্যমে আপনি যদি কোন একটি পাসওয়ার্ড সেভ করে রাখেন তাহলে সেই পাসওয়ার্ড আজীবন পর্যন্ত আপনার পাসওয়ার্ড ম্যানেজার থাকবে। এরপরে যখন আপনি কোন একাউন্টে লগইন করতে যাবেন।

তখন ম্যানেজার থেকে অটোমেটিক ভাবে পাসওয়ার্ড দিয়ে লগইন করা সহজ হয়ে উঠবে। এজন্য গুগল একাউন্ট সুরক্ষার জন্য আপনি চাইলে গুগল পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার ব্যবহার করতে পারেন

রিকভারি তথ্য

আপনার গুগল একাউন্ট যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় বা কোন কারণে পাসওয়ার্ড ভুলে যান অথবা যদি কোন হ্যাকার আপনার গুগোল অ্যাকাউন্ট হ্যাক করে নেয়। তাহলে কিছু রিকভারি তথ্য দিয়ে খুব সহজেই আপনার জিমেইল অ্যাকাউন্ট ফিরে পেতে পারেন।

আর এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হল বিভিন্ন রিকভারি তথ্য আপনাদের একাউন্টে যুক্ত করতে হবে। এজন্যে রিকোভারি অপশনে ক্লিক করে রিকভারি ইমেইল এড্রেস যুক্ত করতে পারেন। এছাড়া ফোন নাম্বার ও যুক্ত করতে পারেন।

এছাড়াও আপনি চাইলে আপনার ফোন নাম্বার গুগলের রিকভারি তথ্যল যোগ করে রাখতে পারেন। এতে করে যদি কখনো আপনার জিমেইল একাউন্টের পাসওয়ার্ড হারিয়ে যায় বা ভুলে যান। তাহলে এই নাম্বার ব্যবহার করে খুব সহজে আবার আপনি আপনার জিমেইল অ্যাকাউন্ট ফিরে পেতে পারবেন।

 

পাসওয়ার্ড রিসেট

যখন আপনি আপনার ফোনের পাসওয়ার্ড টি হারিয়ে ফেলবেন তখন পাসওয়ার্ড রিসেট করে আবার পাসওয়ার্ড ফিরে পেতে পারেন। আর পাসওয়ার্ড টা যদি রিসেট করার ক্ষেত্রে ব্যর্থ হন। তাহলে রিকভারি ইমেইল এড্রেস অথবা রিকভারি ফোন ব্যবহার করে রিসেট করতে পারেন। এভাবে খুব সহজেই আপনি আপনার গুগল একাউন্ট সুরক্ষিত রাখতে বা করতে পারবেন।

আশাকরি গুগল একাউন্টের সুরক্ষার জন্য যেসব করনীয় তা সম্পর্কে আপনি ভালো ধারণা পেয়েছেন। এরপরও যদি বুঝতে পারতে না পারেন যে গুগল একাউন্ট সুরক্ষার জন্য কি কি করতে হবে। তাহলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আরেকবার আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন।

তাহলে গুগল একাউন্ট জন্য করণীয় সম্পর্কে কিছুটা হলেও বুঝতে পারবেন। এছাড়া চাইলে আমাদের কে কমেন্ট করে জানাতে পারেন কেন আপনি গুগল একাউন্টের সুরক্ষার জন্য করণীয় বিষয়গুলো জানতে বা বুঝতে পারেননি।

 

জানতে ও জানাতে চাই।