Home জানা-অজানা রুমানা নামের অর্থ কি? (বাংলা ও ইসলামিক অর্থ জানুন) – Rumana Name...

রুমানা নামের অর্থ কি? (বাংলা ও ইসলামিক অর্থ জানুন) – Rumana Name Meaning In Bengali

0

প্রতিটা শিশু কে জন্মগ্রহণের পর সুন্দর একটি নাম দেওয়া হয় যাতে করে তারা বড় একটি নিজস্ব পরিচয় পায়। আর এই কাজটি করে থাকে মূলত বাবা-মায়েরা। প্রতিটা বাবা মায়েরা তাদের প্রিয় সন্তানের জন্য সুন্দর একটি অর্থবহ নাম রাখতেই সবচেয়ে বেশী স্বাচ্ছন্দ্যবোধ করে থাকে। আপনি হয়তো আপনার প্রিয় সন্তানের জন্য কিংবা আপনার পরিবারের আত্মীয় স্বজনের যেকোনো সন্তানের জন্য একটি নাম ঠিক করে রেখেছেন।

হতে পারে আপনার প্রিয় সন্তান কিংবা আত্মীয়-স্বজনের সন্তানটির নাম রেখেছেন রুমানা। এবার আপনি হয়তো জানেন না যে, রুমানা নামের অর্থ কি? আবার এটাও হতে পারে যে, আপনার প্রিয় সন্তানের জন্য যে নামটা রেখেছেন রুমানা। সেই রুমানা নামটি ইসলামিক নাম নাকি ইসলামিক নাম না এটাও জানেন না।

যে কারণে একটি সুন্দর নাম ঠিক করে রাখার পরেও নামটি নিয়ে চিন্তায় আছেন। তো যদি আপনার প্রিয় সন্তানের জন্য রুমানা নামটি ঠিক করে রেখে থাকেন। তাহলে আজকের এই আর্টিকেলটি মাধ্যমে আপনারা জানতে পারবেন রুমানা নামের অর্থ কি? সেই সাথে আরো জানতে পারবেন রুমানা একটি ইসলামিক নাম নাকি ইসলামিক নাম নয়।

আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন। তাহলে হয়তো খুব সহজেই জানতে পারবেন যে, রুমানা নামের অর্থ কি? ও রুমানা নামটি কি ইসলামিক নাম নাকি ইসলামিক নাম নয়। তাহলে চলুন জেনে নেয়া যাক, রুমানা নামের অর্থ কি ও ইসলামিক নাম কিনা সেসব বিষয় সম্পর্কে।

রুমানা নাম কি ইসলামিক?

যদি আপনার প্রিয় সন্তানের নাম কিংবা আত্মীয় স্বজনের যেকোনো সন্তানের নাম রুমানা রাখবেন বলে ঠিক করে রেখেছেন। কিন্তু জানেন না যে, রুমানা নামটি ইসলামিক নাম কিনা। তাহলে আমরা বলবো রুমানা একটি ইসলামিক নাম। আপনার প্রিয় সন্তান কিংবা পরিবারের যে কোন সন্তানের নাম রুমানা রাখতে পারেন। রুমানা খুবই অর্থ বহুল সুন্দর একটি ইসলামিক নাম। মুসলিম বিশ্বের অনেক দেশের সন্তানদের নাম রুমানা রাখা হয়। রুমানা খুবই অর্থ হল একটি সুন্দর সাবলীল নাম।

রুমানা নামের অর্থ কী?

রুমানা শব্দের আক্ষরিক অর্থ হলো “যথাযথ”। সহজ ভাষায় বলতে গেলে রুমানা নামের অর্থ হলো হলো “উপযুক্ত”। এছাড়া রুমানা নামের আরও কয়েকটি সবচেয়ে সেরা অর্থ হল “ভাগ্যবান”। যার ভাগ্য খুবই ভাল তাকে মূলত ভাগ্যবান বলা হয়। আর রুমানা নামটি এই ভাগ্যবান এর অর্থ ব্যবহৃত হয়। রুমানা কিন্তু খুব সুন্দর এবং মিষ্টি একটি নাম। আপনার প্রিয় সন্তানের জন্য রুমানা নামটি রাখলে খুবই ভালো হবে।

রুমানা নাম কাদের?

রুমানা নামটি মূলত ছেলেদের নয়। তবে অনেক ক্ষেত্রে ছেলেরা এই নামটি ব্যবহার করতে পারে। কিন্তু রুমানা নামটি হল মেয়েদের একটি আধুনিক নাম। মুসলিম পরিবারের যে কোন মেয়ে সন্তানের নাম রুমানা রাখা যেতে পারে। রোমানা খুবই অর্থবহুল একটি নাম। তবে সব সময় চেষ্টা করবেন যেন রোমানা নামটি শুধুমাত্র মেয়েদের জন্য রাখতে। কখনো ছেলেদের নাম রুমানা না রাখলে সবচাইতে বেশি ভালো হয়। রোমানা নামটি মেয়েদের সাথে সবচেয়ে বেশি মানানসই।

আরও দেখুনঃ জাহান নামের অর্থ কি?

বিভিন্ন ভাষায় রুমানা নামের বানান?

আমরা যেমন বাংলা ভাষায় রুমানা নামটি লিখে থাকি। ঠিক তেমনই অন্যান্য মুসলিম দেশ গুলোতে ভাষা আলাদা আলাদা হওয়ায় তারা ও রুমানা নামটি বিভিন্ন ভাষায় লিখে থাকে। নিচে কয়েকটি ভাষায় রুমানা নামের বানান দেওয়া হলো। আপনারা চাইলে এই সব ভাষায় রুমানা নামটি বানান করে লিখতে পারবেন।

রুমানা নামের বানান এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় উল্লেখযোগ্য কয়েকটি ভাষায় রুমানা নামের বানান হলো; রুমানা নামের আরবী বানান হলো (رومانا), রুমানা নামের উর্দু বানান হলো (رومانہ), রুমানা নামের ইংরেজি বানান হলো (Rumana), রুমানা নামের হিন্দি বানান হলো (रुमान)। উপরের এই চারটি ভাষায় আপনারা রুমানা নামটি লিখতে পারেন। রুমানা কিন্তু খুবই সুন্দর এবং মিষ্টি একটি ইসলামিক নাম।

রুমানা (Rumana) শব্দ দিয়ে কিছু নাম

প্রিয় পাঠক, আপনার যদি রুমানা নামটি পছন্দ হয়ে থাকে তবে নামটি আপনার সন্তানের জন্য রাখতেই পারেন। তাই রুমানা দিয়ে ঠিক কোন কোন নাম রাখা যায় তার একটি সাজেশন / তালিকা নিচে দেয়া হলো৷ আশা করি ভালো লাগবে।

  • রুমানা রুমানা,
  • রুমানা রুমানা,
  • রুমানা কেমি;,
  • আলেসা রুমানা,
  • রুমানা আক্তার দলা,
  • রুমানা রহমান ,
  • রুমানা আক্তার কামি ,
  • রুমানা রুমানা ,
  • রুমানা আক্তার,
  • রুমানা মিম,
  • মিম রুমানা ,
  • রুমানা ইসলাম,
  • রুমানা ,
  • রুমানা সুমি,
  • আল রুমানা ।

সুন্দর নাম রাখার ব্যাপারে হাদিস

সন্তান জন্ম হবার পর তার একটি সুন্দর ইসলামীক অর্থপূর্ণ নাম রাখা পিতামাতার কর্তব্য। এই কর্তব্যে কোন অভিভাবক যদি অবহেলা করেন তবে তার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। রাসুলুল্লাহ সাঃ বলেছেন, কিয়ামতের দিন তোমাদের নিজ নাম ও পিতার নামে ডাকা হবে। সুতরাং তোমরা সুন্দর নাম রাখো। (আবু দাউদ)