পৃথিবীতে প্রতিটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার নাম রাখা হয়। নাম ই যেকোনো মানুষের একমাত্র পরিচয়। নাম ছাড়া কখনো কাউকে চেনা যায় না। যদি আপনার পরিবারে অথবা আত্মীয় স্বজনের মধ্যে কোন সন্তান ভূমিষ্ঠ হয়। আর তার নাম যদি জাহান রাখতে চান চান। তাহলে জাহান নামটি রাখতে পারেন।
এখন অনেক হয়তো বলবেন যে, জাহান নাম এর অর্থ কি সেটা তো জানি না। এছাড়াও অনেকে বলেন যে জাহান নামটি কি ইসলামিক নাম নাকি ইসলামিক নাম না। কেননা প্রতিটি মুসলিম ছেলে অথবা মেয়ে ভূমিষ্ঠ হলে তার জন্য একটি ইসলামিক নাম রাখা প্রয়োজন পড়ে।
ইসলামিক নাম গুলো খুবই সুন্দর এবং মিষ্টি ও অর্থবহুল হয়। যে নাম গুলো ধরে ডাকতে ও খুব ভালো লাগে। যদি আপনাদের সন্তানের নাম জাহান রাখতে চান আর জাহান নামের অর্থ কি সেটা যদি না জানেন।
তাহলে আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন জাহান নামের অর্থ কি। সেই ক্ষেত্রে আরও জানতে পারবেন যে জাহান নামটি কি ইসলামিক নাম নাকি ইসলামিক নাম না। তাহলে চলুন জেনে নেওয়া যাক জাহান নাম এর অর্থ ও জাহান নাম টি ইসলামিক নাম নাকি ইসলামিক নাম নয়।
জাহান নামের সংক্ষিপ্ত বিবরণ
নাম | জাহান |
অর্থ | বিশ্ব, জগত, দুনিয়া, পৃথিবী, সারা বিশ্ব, |
উৎস | আরবী |
আরবি বানান | جهان |
ইংরেজি বানান | Jahan |
ইসলামিক নাম | হ্যা |
হিন্দু নাম | না |
কোরানিক নাম | হ্যা |
ব্যাবহৃত দেশ | বাংলাদেশ ভারত পাকিস্তান মায়ানমার ইরান ইরাক ইত্যাদি। |
উচ্চারণ | আধুনিক ও উচ্চারণে সু-মধুর |
নামের দৈর্ঘ্য | ৩ বর্ণ ১ শব্দ |
জাহান নামটি কি ইসলামিক?
অনেকেই তাদের প্রিয় সন্তানের নাম রাখার সময় ইসলামিক মুসলিম না খুঁজে থাকে। যদি আপনার সন্তানের নাম জাহান রাখতে চান, তাহলে রাখতে পারেন। জাহান নামটি একটি আরবী শব্দ থেকে আগত। সেজন্য বলা যায় যে, জাহান একটি ইসলামিক মুসলিম নাম। জাহান নামটি খুবই সুন্দর ও আধুনিক একটি ইসলামিক নাম।
জাহান নামের অর্থ কি?
জাহান একটি আরবী শব্দ থেকে আগত। ইসলামিক পরিভাষার একটি নাম হলো জাহান। জাহান একটি আরবী নাম। জাহান নামের অর্থ হলো বিশ্ব। এছাড়াও জাহান নামের আরো বাংলা অর্থ হলো জগৎ, দুনিয়া, পৃথিবী। মুসলিম ও ইসলামিক একটি নাম হলো জাহান। বর্তমান সময়ের আধুনিক ইসলামিক মুসলিম একটি নাম জাহান।
জাহান নাম কাদের?
জাহান একটি ইসলামিক হওয়ায় এই নাম শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আর এ কারণেই বলা যায় যে, জাহান একটি ইসলামিক মুসলিম মেয়েদের নাম। তবে ছেলেদের নাম ও জাহান রাখা যেতে পারে। কেননা আমাদের দেশে অনেক ছেলেদের নাম জাহান রাখা হয়। তবে আমাদের দেশে সবচেয়ে বেশি মেয়েদের নাম জাহান রাখা হয়।
আরও দেখুনঃ জান্নাতুল নামের অর্থ কি?
বিভিন্ন ভাষায় জাহান নামের বানান
বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরা যেসব দেশগুলোতে অবস্থান করে সেসব দেশগুলোর ভাষা বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে আলাদা হয়ে থাকে যেমন আমাদের বাংলাদেশের মুসলমানদের ভাষা হল বাংলা আর তাই জাহান্নামের বানানো বাংলাতে লেখা যায় ঠিক তেমনি কয়েকটি ভাষায় জাহান্নামের বানান নিচে তুলে ধরা হলো।
তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো; আরবি ভাষা জাহান নামের বানান (جهان), উর্দু ভাষায় জাহান নামের বানান (جہان۔), ইংরেজি ভাষায় জাহান নামের বানান (Jahan), হিন্দি ভাষায় জাহান নামের বানান (जहानी)।
জাহান নামের উপাধি যুক্ত কিছু নাম
আপনাদের বাচ্চাটির নামের উপাধি কেমন হতে পারে তা নিয়ে আমরা কিছু নাম নিচে দিলাম
- জাহান আক্তার
- জাহান পারভীন
- জাহান খান
- জাহান বেগম
- জাহান আলী
- জাহান সুলতানা
- জাহান চৌধুরী
- জাহান তালুকদার
- জাহান তাসলিম
- জাহান হক
- জাহান মিম
- জাহান নাদিয়া
- জাহান শাহারিয়া
- জাহান মন্ডল
- জাহান সরকার
- জাহান মল্লিক
- জাহান মালিক
- জাহান সুলতানা
- জাহান ইয়াসমিন
- জাহান জাহান
- জাহান ফাতেহি
জাহান নামের চারিত্রিক বৈশিষ্ট
জাহান নামের মেয়েরা ছোটবেলা থেকেই খুব বুদ্ধিমান এবং সাহসী হয়ে থাকে, এদের মধ্যে পরিচালনা করার ক্ষমতা অনেক থাকে এরা লেখাপড়া ছাড়াও অন্যান্য বিষয়ের অধিক সফল। জাহান নামের মেয়েরা বাবা-মা ছাড়াও গুরুজনদের অনেক শ্রদ্ধা করে। তবে যে কোন ব্যক্তির চরিত্র গঠন হয় মা বাবার শিক্ষার উপর এবং চারিপাশের পরিবেশের উপর ভিত্তি করে।
যেসব দেশে জাহান নামটি বেশি রাখা হয়
বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ গুলোতে বর্তমান সময়ে জাহান নামটি খুবই জনপ্রিয়। আমাদের বাংলাদেশের অনেক ছেলেদের নাম জাহান রাখা হয়। এছাড়া আমাদের দেশে কিছু কিছু ক্ষেত্রে মেয়েদের নাম ও জাহান রাখা হয়। আমাদের দেশের মেয়েরা জাহান নামটি মূলত তাদের বেশির ভাগ সময়ে পদবী হিসেবে ব্যবহার করে থাকে।
বাংলাদেশ ছাড়াও পাকিস্তানের অনেক ছেলেদের ও মেয়েদের নাম জাহান রাখা হয়। সেইসাথে সৌদি আরব, ইরাক, ইরান, তুরস্ক, লিবিয়া ও ইয়েমেন এর মতো দেশ গুলোতে অনেক ছেলে ও মেয়েদের নাম জাহান রাখা হয়। বাংলাদেশের সবচেয়ে বেশি মেয়েদের নাম জাহান রাখা হয়। বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়ার অনেক মুসলিম মেয়েদের নাম জাহান রাখা হয়।