Primary Teacher Rina

গ্যাসের ধর্ম এবং আদর্শ ও বাস্তব গ্যাস। এইচএসসি পরীক্ষা ২০২৫ তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট রসায়ন উত্তর

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস এর আলোকে বিজ্ঞান বিভাগের রসায়ন বিষয়ের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট হিসেবে শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের পরিবেশ রসায়ন থেকে গ্যাসের ধর্ম এবং আদর্শ ও বাস্তব গ্যাস শিরোনামে প্রদান করা হয়েছে।

এইচএসসি পরীক্ষা ২০২৫ তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট রসায়ন

অ্যাসাইনমেন্ট প্রকাশের রুটিন অনুযায়ী ২০২৫ সালের সকল সাধারণ শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য তৃতীয় সপ্তাহে রসায়ন দ্বিতীয় পত্র দুই নম্বর এসাইনমেন্ট নেয়া হয় পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন থেকে।

নিচের ছবিতে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার তৃতীয় সপ্তাহের রসায়ন দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট বিস্তারিত উল্লেখ করা হলো

বিষয়: রসায়ন ২য় পত্র,  অ্যাসাইনমেন্ট নম্বর: ০২, প্রথম অধ্যায়- পরিবেশ রসায়ন

https://i.imgur.com/eUwsjcu.jpg

অ্যাসাইনমেন্টঃ গ্যাসের ধর্ম এবং আদর্শ ও বাস্তব গ্যাস

নির্দেশনা (সংকেত/ ধাপ/পরিধি):

ক) গ্যাসের আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক স্থাপন;

খ) গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যসমূহ ব্যাখ্যা ও গ্যাসের গতি শক্তি নির্ণয়;

গ) ডাল্টনের আংশিক চাপ সূত্রের প্রয়ােগ;

ঘ) আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস এবং মােলার গ্যাস ধ্রুবক ব্যাখ্যা;

এইচএসসি পরীক্ষা ২০২৫ তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট রসায়ন উত্তর

তোমাদের জন্য তৃতীয় সপ্তাহে বিজ্ঞান বিভাগের রসায়ন দ্বিতীয় পত্রের ২ নম্বর অ্যাসাইনমেন্ট লেখার যথাযথ নির্দেশনা সমূহ অনুসরণ করেন এবং মূল্যায়ন রোগসমূহের আলোকে গ্যাসের ধর্ম এবং আদর্শ ও বাস্তব গ্যাস শিরোনামে অ্যাসাইনমেন্ট একটি বাছাই করার নমুনা উত্তর প্রস্তুত করে দেয়া হলো।

এইচএসসি পরীক্ষা ২০২৫ তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট রসায়ন সমাধান বা উত্তর লেখার জন্য এই আর্টিকেলটি অনুসরণ করলে তোমরা সর্বোচ্চ নম্বর পাওয়ার নিশ্চয়তা রয়েছে।

এখানে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার তৃতীয় সপ্তাহের রসায়ন বিষয়ে অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন সমূহ উত্তর ধারাবাহিক ভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে যাতে তোমরা খুব ভালো ভাবে নিজেদের মেধা ও মনন কি কাজে লাগিয়ে গ্যাসের ধর্ম এবং আদর্শ ও বাস্তব গ্যাস শিরোনামের রসায়ন বিষয়ের দ্বিতীয় এসাইনমেন্ট খুব ভালোভাবে সমাপ্ত করতে পারো।

গ্যাসের ধর্ম এবং আদর্শ ও বাস্তব গ্যাস

বিজ্ঞান বিভাগ থেকে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের রসায়ন বিষয়ের দ্বিতীয় এসাইনমেন্ট গ্যাসের ধর্ম এবং আদর্শ ও বাস্তব গ্যাস শিরোনামের অ্যাসাইনমেন্ট সম্পন্ন করার জন্য নিচের প্রশ্নগুলো ধারাবাহিক উত্তর অনুসরণ করো।

তোমরা অবশ্যই এখান থেকে সরাসরি কপি না করে নিজেদের সৃজনশীলতা এবং মেধাকে কাজে লাগিয়ে তথ্যের আলোকে নিজেদের মতো করে উত্তর লেখার চেষ্টা করবে।

ক) গ্যাসের আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক স্থাপন;

চার্লসের সূত্র:

স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0⁰ C প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য 0⁰C এর আয়তনের নির্দিষ্ট ভগ্নাংশ (1/273) অংশে পরিবর্তিত হয় ।

মনে করি,

0⁰ Cকোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন =V₀

চার্লসের সূত্র অনুযায়ী স্থির চাপে,

মনে করি,

স্থির চাপে ওই গ্যাসের θ⁰ C তাপমাত্রা আয়তন =V

আমরা পাই,

এখানে T হচ্ছে পরম স্কেলে তাপমাত্রা T=θ+273

অতএব, V = KT

V∝T

অর্থাৎ,নির্দিষ্ট চাপে একটি নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক এটি চার্লসের পরম স্কেলে সূত্র প্রমাণ।

ব্যাখ্যা:

১)পরম শূন্য তাপমাত্রা:

 ক্যালভিন বা পরম তাপমাত্রা স্কেলের সর্বনিম্ন 0 K বা -273.15⁰C তাপমাত্রা কে পরম শূন্য তাপমাত্রা বলে ।

V=V₀(1+θ/273) এর ক্ষেত্রে

-273⁰C তাপমাত্রায় উক্ত গ্যাসের আয়তন V=V₀ (1-273/273) =0

২)পরম তাপমাত্রা স্কেল:

সেলসিয়াস তাপমাত্রার সাথে 273 যোগ করে কেলভিন তাপমাত্রা একক প্রকাশ করা হয় ।যা পরম তাপমাত্রার স্কেল হিসেবে বিবেচিত।

সুতরাং পরম তাপমাত্রা স্কেল TK=273+t

এখানে বরফের গলনাঙ্ক কে 273 কেলভিন ও পানির স্ফুটনাঙ্ক কে 373 ক্যালভিন ধরা হয়েছে।

খ) গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যসমূহ ব্যাখ্যা ও গ্যাসের গতি শক্তি নির্ণয়;

গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য সমূহ নিম্নরুপ-

১) গ্যাসের গঠন : যে কোন গ্যাস অসংখ্য ক্ষুদ্র কণিকা যেমন পরমাণু অথবা অনুর সমন্বয়ে গঠিত। এসব খুব দ্রুতগতিতে সরল রৈখিক পথে ইতস্তত সব দিকে ছোটা ছুটি করে।

২) গ্যাস অনু সমূহের আয়তন : গ্যাসের অনুগুলির মোট আয়তন গ্যাস পাত্রটার আয়তনের তুলনায় নগণ্য। গ্যাসের মোট আয়তন এর অধিকাংশ স্থানই খালি।

৩) গ্যাস অনুগুলির মধ্যে আকর্ষণ বিকর্ষণ : গ্যাসের অনুগুলির মধ্যে আকর্ষণ বিকর্ষণ নেই। তারা পরস্পর মুক্ত-স্বাধীন।

৪) গ্যাসের চাপ : অবিরাম স্থিতিস্থাপক সংঘর্ষের মাধ্যমে গ্যাসধারের দেয়ালে প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল কে গ্যাসের চাপ বলে।

 ৫) আন্তঃআণবিক সংঘর্ষ ও প্রকৃতি : গ্যাসের অনুগুলির মধ্যে পরস্পরের সাথে বা পাত্রীর দেয়ালের সাথে সংঘর্ষ ঘটে, তখন সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়। তাদের গতিশক্তি অভ্যন্তরীণ বা অন্য শক্তিতে রূপান্তরিত হয় না। নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসের অনুগুলির গতিশক্তি স্থির থাকে।

STP ক্ষেত্রে,

তাপমাত্রা ,T=273K

গ্যাস ধ্রুবক,R = 8.314Joul/mol.k

আমরা জানি ,

গ) ডাল্টনের আংশিক চাপ সূত্রের প্রয়ােগ;

এখানে ,

সিলিন্ডারের আয়তন,V=1 L

 CO2 আয়তন, V₁=400 ml =0.4 L

CO2 এর চাপ, P₁=1 atm

NO2 এর আয়তন, V₂ = 500 ml=0.5L

 NO2 এর চাপ, P₂ = 750/760 atm = 0.9868 atm

CH4 এর আয়তন, V₃ = 600 ml = 0.6L

আংশিক চাপ: নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়া বিহীন দুই বা ততোধিক গ্যাস মিশ্রণের একটি গ্যাসীয় পাত্রের আয়তন দখল করে যে চাপ প্রয়োগ করে তাকে ঐ উপাদানের আংশিক চাপ বলে।

সুতরাং,

ঘ) আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস এবং মােলার গ্যাস ধ্রুবক ব্যাখ্যা;

আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য:

১) আদর্শ গ্যাসের অণুসমূহের আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য এবং এদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল নেই ।

২) আদর্শ গ্যাসের ক্ষেত্রে শংকোচনশীল গুণাঙ্ক Z=1 হয়।

৩) আদর্শ  গ্যাসের অনুসমূহ সম্পূর্ণ স্থিতিস্থাপক হওয়ায় ,সংঘর্ষের ফলে তাদের গতিবেগ এর কোন পরিবর্তন হয় না ।

৪) আদর্শ গ্যাস PV= nRT সমীকরণ মেনে চলে।

৫) আদর্শ গ্যাস স্থির তাপমাত্রায় অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল নয়।

বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য:

১) বাস্তব গ্যাস ,স্থির তাপমাত্রায় অভ্যন্তরীণ শক্তি আয়তন এর উপর নির্ভরশীল ।

২) বাস্তব গ্যাসের অনু সমূহ সম্পূর্ণ স্থিতিস্থাপক না হওয়ায় সংঘর্ষের ফলে তাদের গতিবেগের পরিবর্তন হয় ।

৩) বাস্তব গ্যাসের সংকোচনশীল গুণাঙ্ক 1> Z> 1হয় ।

৫) বাস্তব গ্যাস এর অনু সমূহের মধ্যে আকর্ষণ আছে এবং অণুসমূহের আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য নয়।

মোলার গ্যাস ধ্রুবক R এর মাত্রা নির্ণয়:

বা, R = কাজ.ক্যালভিন.মোল

সুতরাং দেখা যাচ্ছে যে, একমোল পরিমাণ কোন গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে, যে পরিমাণ সম্প্রসারণ জনিত কাজ সম্পাদিত হয় তাকে R দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং, গ্যাস ধ্রুবক R কাজের পরিমাপক।

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.