এসএসসি রেজাল্ট ২০২৩ কবে দিবে, জানা গেছে সর্বশেষ তথ্য। ২০২৩ সালের এইচএসসি ফলাফল ২৬ নভেম্বর ২০২৩ তারিখে প্রকাশ করা হবে । বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২১ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছ।
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল রবিবার (২৬ নভেম্বর) প্রকাশিত হবে। গত মঙ্গলবার ( ২১ নভেম্বর) আন্তশিক্ষা বোর্ডের সমন্বয়কারী ঢাকা শিক্ষা বোর্ড ফল প্রকাশের অফিস আদেশ জারি করেছে।
এতে জানানো হয়, আগামী ২৬ নভেম্বর বেলা সাড়ে ১১টায় “এইচএসসি পরীক্ষা ২০২৩”-এর ফল স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে। স্ব-স্ব প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডউনলোড করা যাবে।
এইচএসসি রেজাল্ট ২০২৩ কবে প্রকাশিত হবে? [HSC Result 2023 Published Date]
দুপুর ১টা থেকে শিক্ষার্থীরা মোবাইল, ইন্টারনেট ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল বাশার জানান, দুপুর ১টায় নিজ নিজ কেন্দ্র/প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) এবং (www.educationboard.gov.bd) এর রেজাল্ট কর্নারে ক্লিক করে প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
এইচএসসি রেজাল্ট ২০২৩
এছাড়া সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তার ই-মেইলে কেন্দ্র বা প্রতিষ্ঠানের রেজাল্টশিটের সফট কপি পাওয়া যাবে। বোর্ড থেকে ফলের হার্ডকপি সরবরাহ করা হবে না।পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (http://www.educationboard.gov.bd) থেকে ফল জানতে পারবেন।
কদিন বাদেই বের হবে (HSC Result 2023) এইচএসসি পরীক্ষার ফলাফল । এইসএসসি পরীক্ষার ফলাফল ২০২৩ বের হওয়ার পর আমরা অনেকেই পরীক্ষার ফলাফল নিয়ে বেশ চিন্তিত থাকি। যেমন, পরীক্ষার ফলাফল কি হবে এবং পরীক্ষার ফলাফল বের হওয়ার পর কিভাবে ফলাফল দেখবো। এই সব খুঁটি নাটি বিষয় নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় কিভাবে এইচ এস সি পরীক্ষার ফলাফল (HSC Exam Result 2023) বের করা যায়। তো চলুন নিচের অংশে দেখে নেওয়া যাক।
HSC Result 2023 BD
এবার এ পরীক্ষায়ই প্রথম ২৫ মিনিট আগে কেন্দ্রীয়ভাবে একাধিক প্রশ্নের মধ্যে লটারির মাধ্যমে প্রশ্ন সেট নির্ধারণ করে সব বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা হয়। শুরুতে বহুনির্বাচনী (এমসিকিউ) অংশ এবং পরে রচনামূলক অংশের পরীক্ষা হয়। ৩০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় আড়াই ঘণ্টা ছিল। লিখিত পরীক্ষা শেষ হয় ১৭ সেপ্টেম্বের। ১৮ সেপ্টেম্বের ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ২৫ সেপ্টেম্বের শেষ হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, পরবর্তী আন্তঃশিক্ষা বোর্ডের সম্বন্বয় সভায় এইচ এস সি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে। চলতি মাসের শেষের দিকে ওই সভা ডাকা হয়েছে। তবে উল্লিখিত সময়ে ফল প্রকাশে সব বোর্ড চেয়ারম্যানদের মধ্যে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
এইচএসসি পরীক্ষা ২০২৩ এর রুটিন দেখুন
বি.দ্রঃ HSC রেজাল্ট ২০১৪ প্রকাশিত হয় ১৩ই আগস্ট ২০১৪ সালে, HSC ফলাফল ২০১৫ প্রকাশিত হয় ৯ই আগস্ট ২০১৫ সালে, HSC ফলাফল ২০১৬ প্রকাশিত হয় ১৮ই আগস্ট ২০১৬, ২০১৭ সালে HSC ফলাফল প্রকাশিত হয় ২৩শে জুলাই ২০১৭ সালে, ২০২২ সালে HSC ফলাফল প্রকাশিত হয় ৮ ফেব্রুয়ারি ২০২৩ সালে, আর এবছর এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ প্রকাশিত হতে পারে ২৬ নভেম্বর।
এইসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩
সাধারণত আমরা দুই ভাবে এইচ এস সি পরীক্ষার ফলাফল দেখে নিতে পারি,
- অনলাইন এর মাধ্যেমে
- মোবাইলে SMS এর মাধ্যেমে।
অনলাইনে এইচএসসি পরীক্ষার ফলাফল দেখার নিয়ম
অনলাইন থেকে এইচ এস সি পরীক্ষার ফলাফল বের করার জন্য প্রথমে যেকোন ব্রাউজারে গিয়ে educationboardresults.gov.bd লিখে Enter প্রেস করুন। Enter প্রেস করার পর নিচের ছবিটির মতো পেজ ওপেন হবে।
এবার অনলাইন থেকে এইচএসসি পরীক্ষার ফলাফল বের করার জন্য উপরের লাল মার্ক করা অংশে দেখুন।
সেখানে প্রথমে আছে,
Examination: এর ডান পাশে Select One লেখা অপশন দেখা যাবে। এবার সেখানে গিয়ে ক্লিক করে সিলেক্ট করুন, আপনি HSC পরীক্ষা জেনারেল শাখা না মাদ্রাসা শাখা না ভোকেশনাল থেকে দিয়েছেন সেটি। তবে আমি আপনার ক্ষেত্রে HSC (Vocational) সিলেক্ট করেছি।
Year : এবার কত সালে HSC পরীক্ষা দিয়েছেন সেই সিলেক্ট করুন। যেমন, 2023
Board: আপনি কোন বোর্ডের অধীনে HSC পরীক্ষা দিয়েছন, সেটি সিলেক্ট করুন। যেমন, Dhaka বোর্ড হলে Dhaka সিলেক্ট করুন আর মাদ্রাসা হলে Madrasah বোর্ড সিলেক্ট করুন।
Roll: এরপরের অংশে HSC রোল নাম্বার বসিয়ে দিন।
Reg: No : এরপরের অংশে HSC রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দিন।
এবার শেষের অংশে ক্যাপচা কোড বসাতে হবে, যেমনঃ 1 + 6 = 7 বসানো হয়ে।
সব কিছু ঠিক ঠাক করার পর উপরের ছবিটির নিচের দিকে লাল মার্ক করা Submit লেখা বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর এইচএসসি পরীক্ষার ফলাফল বের হবে।
- সকল বোর্ডের এইচ এস সি রেজাল্ট ২০২৩
- ঢাকা বোর্ডের এইচ এস সি রেজাল্ট ২০২৩
- চট্টগ্রাম বোর্ডের এইচ এস সি রেজাল্ট ২০২৩
- কুমিল্লা বোর্ডের এইচ.এস.সি রেজাল্ট ২০২৩
- বরিশাল বোর্ডের এইচ এস সি রেজাল্ট ২০২৩
- যশোর বোর্ডের এইচ.এস.সি রেজাল্ট ২০২৩
- সিলেট বোর্ডের এইচ এস সি রেজাল্ট ২০২৩
- দিনাজপুর বোর্ডের এইচ.এস.সি রেজাল্ট ২০২৩
- কারিগরি বোর্ডের ডিআইবিএস রেজাল্ট ২০২৩
SMS এর মাধ্যেমে এইচএসসি পরীক্ষার ফলাফল বের করার নিয়ম
মোবাইলে SMS এর মাধ্যেমে এইচএসসি পরিক্ষার ফলাফল বের করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল থেকে ম্যাসেজ অপশনে যান। ম্যাসেজ অপশনে যাওয়ার পর সেখানে টাইপ করুন, HSC <space> এবার যে বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার দিয়েছেন, সে বোর্ডের প্রথম তিনটি অক্ষর Dha <Space> HSC Roll <Space> কত সালে এইচএসসি পরীক্ষা দিলেন, তার সাল 2023 লিখে 16222 নাম্বারে পাঠিয়ে দিন। মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে Mad লেখুন।
উধাহরণস্বরুপঃ
জেনারেল শিক্ষা বোর্ড: HSC Dha 777688 2023 send to 16222
মাদ্রাসা বোর্ড: HSC Mad 777688 2023 send to 16222
ভোকেশনাল বোর্ড: HSC Tec 777688 2023 send to 16222
বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের কোড নাম
Education Board Name |
Short Code |
Dhaka Education Board HSC Result 2023 |
DHA |
Barisal Education Board HSC Result 2023 |
BAR |
Sylhet Education Board HSC Result 2023 |
SYL |
Comilla Education Board HSC Result 2023 |
COM |
Chittagong Education Board HSC Result |
CHI |
Rajshahi Education Board HSC Result 2023 |
RAJ |
Jessore Education Board HSC Exam Result |
JES |
Dinajpur Education Board | DIN |
Madrasah Education Board | MAD |
Technical Education Board | TEC |
Post Related Thinks: HSC Result 2023, এইচ এস সি রেজাল্ট, এইচ এস সি পরীক্ষার ফলাফল,এইচ এস সি ফলাফল, hsc result , hsc result date, এইচ এস সি রেজাল্ট ২০২৩, hsc result 2023, এইচ এস সি পরীক্ষার ফলাফল ২০২৩, এইচ এস সি পরীক্ষার রেজাল্ট, এইচ এস সি পরীক্ষার রেজাল্ট ২০২৩, এইচ এস সি রেজাল্ট কবে দিবে, এইচ এস সি রেজাল্ট কবে, এইচ এস সি রেজাল্ট তারিখ, এইচ এস সি ফলাফল, এইচ এস সি ফলাফল ২০২৩, এইচ এস সি ফলাফল কবে দিবে, এইচ এস সি ফলাফল সকল বোর্ড, এইচ এস সি ফলাফল কখন, এইচ এস সি ফলাফলের তারিখ, এইচ এস সি ফলাফলের সময়,
আমাদের এই ছোট্ট লিখাগুলো আপনার ভালো লাগলে প্লিজ অন্যের সাথে শেয়ার করতে ভুলবেন না । আর আমাদের সাথে কানেক্ট থাকতে এবং রেগুলার পোষ্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন।