প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা সবাই নিশ্চয়ই এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যাস্ত। সেই সাথে অপেক্ষা করছো hsc পরীক্ষার রুটিন ২০২২ হাতে পাওয়ার জন্য। তোমাদের জন্য সুখবর হলো এইচ এস সি পরীক্ষার রুটিন 2022 অফিশিয়ালি প্রকাশিত হওয়ার সাথে সাথেই আমাদের এই খানে তা প্রকাশিত হবে। hsc পরীক্ষার রুটিন ছবি আকারে এবং PDF আকারে প্রকাশ করা হবে।কাজেই দ্রুত রুটিন হাতে পাওয়ার জন্য চোখ রাখতে হবে আমাদের ব্লগে।
এইচ এস সি রুটিন ২০২২, আলিম রুটিন ২০২২ এবং ডিআইবিএস রুটিন ২০২২ কবে প্রকাশিত হবে?
প্রতি বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষা, আলিম পরীক্ষা এবং ডি আই বি এস পরীক্ষা শুরু হবার ২ থেকে ৩ মাস পূর্বে এইচএসসি রুটিন, আলিম রুটিন এবং ডিআইবিএস রুটিন শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করে থাকে। এবছর ও এইসএসসি রুটিন ২০২২, আলিম পরীক্ষার রুটিন ২০২২ এবং ডিআইবিএস পরীক্ষার রুটিন ২০২২ প্রকাশিত হবে খুব শিগ্রই ।
২০২২ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (HSC)এবং দিপ্লমা-ইন-বেজনেস স্টাডিস (DIBS) পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। পরীক্ষা আগামি ২২/০৮/২০২২ তারিখে শুরু হবে এবং চলবে ২০/০৯/২০২২ পর্যন্ত। ব্যবহারিক পরিক্ষা শুরু হবে ২৪/০৯/২০২২ তারিখে এবং চলবে ৩০/০৯/২০২২ পর্যন্ত।
HSC Routine 2022 PDF
ঢাকা বোর্ড সূত্রে জানা গেছে, এবার কম্পিউটার বিষয়ে আলাদাভাবে পরীক্ষা আয়োজন করা হবে না। আইসিটি বিষয়ের মধ্যে কম্পিউটার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। এ কারণে প্রতি বছর এ পরীক্ষা মোট ৪৪ দিন ধরে আয়োজিত হলেও এবার দুদিন কমিয়ে ৪২ দিন পর্যন্ত চলবে এইচএসসি পরীক্ষা।