বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট হলো ফাইবার। আর আপনি যদি ফাইবারে নতুন সেলার হিসেবে কাজ করেন তাহলে এমন কিছু বিষয় আছে যেগুলো আপনার জন্য জেনে রাখা খুবই গুরুত্বপূর্ন। এসব বিষয়গুলি যদি আপনি জেনে না রাখেন তাহলে পরবর্তী সময়ে ফাইবারে নতুন সেলার হিসেবে কাজ পেতে খুব বেগ পেতে হবে। আর প্রথম একটা কাজ পেতে হয়ত অনেক সময়ের প্রয়োজন হবে।

এমন অনেকেই রয়েছে যারা ফাইবার নতুন সেলার একাউন্ট খুলে এসবে কোনো কিছু না ভেবেই কিছু ভুল করে থাকে। আর এইসব ভুল করার কারণে তাদের প্রথম অর্ডার 3 মাস, 6 মাস এমনকি এক বছর পর পায়। আর এই জন্য ফাইভের নতুন সেলার হিসেবে কাজ পেতে আপনাকে অবশ্যই কিছু বিষয় রয়েছে সেগুলো জেনে রাখতে হবে।

আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে, ফাইবার এর নতুন সেলার হিসেবে কাজ পেতে আপনার করণীয় কি কি? আপনি কি কি করলে ফাইবারে নতুন একজন সেলার হিসেবে প্রচুর পরিমাণে কাজ পাবেন এসসব বিষয় নিয়ে আলো চনা করবো। তো চলুন জেনে নেওয়া যাক ফাইবারে নতুন একজন সেলার হিসেবে কাজ পেতে চাইলে কি কি করতে হবে।

একাধিক গিগ

ফাইবারে নতুন সেলার হিসেবে আপনার ফাইবার প্রোফাইলে অবশ্যই একাধিক গিগ তৈরি করে রাখতে পারেন। এখানে গিগ পাবলিশ করার কারণে ফাইবার কতৃপক্ষ জানতে পারবে যে আপনি কোন নিসের উপর কাজ করতে চাচ্ছেন।

ফাইবারে আপনি যে নিস নিয়ে কাজ করছেন সে নিসের উপরই একাধিক গিগ তৈরি করতে পারেন। এক্ষেত্রে দেখা যাবে যে আপনার কোন কোন গিগ ফাইবারের রেন্ক হওয়ার সম্ভাবনা থাকবে। এভাবে ফাইবারে নতুন সেলার হিসাবে বেশি বেশি কাজ পেতে পারেন।

বায়ারের সাথে ভালো সম্পর্ক

ফাইবারের যেকোনো কাজের অর্ডার নেওয়ার আগে অবশ্যই বায়ারের সাথে ভালো সম্পর্ক করে নেবেন। এ ক্ষেত্রে দেখা যাবে যদি তার সাথে ভালো সম্পর্ক করে তার কাজটি সম্পন্ন করে দেন তাহলে সেই আপনাকে একটি পজেটিভ রিভিউ দিবে। আর এই পজিটিভ রিভিউয়ের কারণে পরবর্তী সময়ে আপনি আরো বেশি বেশি কাজ পাবেন।

এছাড়াও যদিও আপনি কোন বায়ারের সাথে ভালো সম্পর্ক করে কাজ করেন। তাদের সাথে কমিউনিকেশন করা সময় অবশ্যই ভালো একটি সম্পর্ক গড়ার চেষ্টা করবেন। এতে করে দেখবেন যদি তারা আপনার কথা ও কাজে সন্তুষ্ট হতে পারে তাহলে আপনার সাথে পরবর্তীতে আরো বেশি বেশি কাজ করার আগ্রহ প্রকাশ করবে।

নির্দিষ্ট নিশ নির্বাচন

ফাইবারে নতুন একজন সেলার হিসেবে কাজ পেতে চাইলে অবশ্যই আপনাকে আগে নির্দিষ্ট একটা নিস (Niche) নির্বাচন করতে হবে। সঠিক নিস (Niche) বাছাই করা জন্য আগে আপনাকে একটু ফ্রিল্যান্সিং সেক্টরটাকে ভালভাবে রিসার্চ করে নিতে হবে। সেখানে দেখতে হবে কোন নিসের চাহিদা সবচেয়ে বেশি এবং কোন নিস নিয়ে কাজ করলে আপনার বেশি লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।

উদাহরণস্বরূপ বলা যায় ফাইবারে সবচেয়ে সেরা নিস বা সবচেয়ে গ্রাফিক্স ডিজাইনের চাহিদা বেশি। বেশিরভাগ ফাইবার সেলাররা গ্রাফিক্স ডিজাইনের উপর কাজ করে থাকে। ফাইবারে নতুন সেলার হিসেবে কাজ পেতে চাইলে গ্রাফিক্স ডিজাইনার হতে পারে ভালো একটা নিস (Niche) নির্বাচন।

এক্সট্রা সুবিধা প্রদান

ফাইবারের গিগপ আপনি চাইলে যে নিসের উপর কাজ করেন সেই নিস অনুযায়ী এক্সট্রা কিছু সুবিধা প্রদান করতে পারেন। এর মাধ্যমে হয়তো আপনি ভালো কিছু অর্ডার আসতে পারে বা বেচি কাজ পেতে পারেন। কেননা এই এক্সট্রা সুবিধা বা এক্সট্রা টিপসগুলো মূলত আপনার গিগ এর ডিমান্ড বাড়িয়ে দিতে পারে।

যে কারণে নতুন সেলার হিসেবে বেশি বেশি কাজ হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে পারে।
এক্সট্রা সুবিধার মধ্যে বেশিরভাগ ফাইবারের সেলাররা যেই সুবিধাটা সবচেয়ে বেশি দেয় সেটা হল আনলিমিটেড রিভিউ।

ধরুন একজন বায়ার আপনার কাছ থেকে একটি লোগো ডিজাইন করে নেবে। এখন আপনি তাকে আনলিমিটেড রিভিউ সুবিধাটা দেন, তাহলে যদি তাদের প্রথম যে কাজ করে জমা দিবেন, সেটা ভালো না লাগলে তারা আপনাকে বলবে আর একটু ভালভাবে ডিজাইন করে দিন।

এটাই হলো মূলত আনলিমিটেড রিভিউ আবার অনেকেই রয়েছে যারা ⅔ টি রিভিউ সুবিধা দিয়ে থাকে। এর মানে হল যদি কোন কাজ বায়ারের কাছে জমা দেওয়ার পর তার ভালো না লাগে তাহলে সে আরেকবার আপনাকে রিকোয়েস্ট করতে পারবে যে কাজটি আরেকটু ভালোভাবে করে দেওয়ার জন্য।

আর এই জন্য ফাইবারের নতুন সেলার হিসেবে কাজ পেতে চাইলে নিস অনুযায়ী অবশ্যই এক্সট্রা কিছু সুবিধা দেওয়ার চেষ্টা করবেন।

ধৈর্য রাখা

ফাইবারে নতুন সেলার হয়ে থাকলে অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্য ধরে কাজের জন্য অপেক্ষা করতে হবে। আর সেই সাথে ধৈর্য ধরার পাশাপাশি আপনার অর্ডার বা কাজ কি জন্য আসছে না সেটা ভালোভাবে রিসার্চ করে বের করতে হবে। তবে ধৈর্য হলো মূলত আসল বিষয়। ধৈর্যের ফল মিষ্টি হয় এটা আমরা সবাই জানি।

কিন্তু যারা ফাইবারের নতুন সেলার তারা সহজে ধৈর্য ধরার ক্ষমতা রাখতে পারে না। আর তাই তারা সবাই এসে ভালোভাবে কাজ করতে পারে না। এক সময় তারা কাজ ছেড়ে দেয়। তাই আপনি যদি ভালোভাবে ধৈর্য ধরতে পারেন তাহলে অবশ্যই নতুন সেলার হিসেবে ফাইবারে কাজ পাবেন। মনে রাখবেন কখনোই আশা হারিয়ে বা ধৈর্য হারিয়ে পড়া চলবে না।

কেননা ফাইবারে যারা টপ রেটেড সেলার তাদের মধ্যে অনেকেই রয়েছে যারা আপনার এই পর্যায়ে ধৈর্য ধরে আজকে তারা উক্ত পজিশনে যেতে পেরেছে। যদি আপনি তাদের ঐ পজিশনে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রচন্ড পরিমানে ধৈর্য ধারণ করে ফাইবারের সাথে লেগে থাকতে হবে।

আশাকরি ফাইবারে নতুন সেলার হিসেবে কাজ পেতে করণীয় কি কি এসবের সম্পর্কে জানতে পেরেছেন। এর পরও যদি ভালোভাবে জানতে না পারেন যে ফাইবারের নতুন সেলার হিসেবে কাজ পেতে করণীয় কি? তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করে সমাধা করে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে ফাইবারে নতুন সেলার হিসেবে বেশি বেশি কাজ পেতে পারেন।

জানতে ও জানাতে চাই।