বর্তমান সময়ে যারা ফ্রিল্যান্সিং করার মাধ্যমে টাকা ইনকাম করে থাকে। তাদের কাছে সবচেয়ে পরিচিত ও জনপ্রিয় দুটি মার্কেটপ্লেস হলো ফাইবার ও আপওয়ার্ক। ফাইবার এবং আপওয়ার্ক এর মাধ্যমে আমাদের দেশের হাজার হাজার তরুণ-তরুণীর ফ্রিল্যান্সিং করার মাধ্যমে টাকা ইনকাম করে থাকে। এখন যারা নতুন ফ্রিল্যান্সার তারা হয়তো অনেকেই জানেন আবার ডিসাইড করতে পারে না যে, ফাইবার আপ ওয়াক এর মধ্যে কোনটা সবচেয়ে লাভজনক বা সুবিধাজনক।

যদি আপনি নতুন একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আপনি জানতে পারবেন ফাইবার নাকি আপওয়ার্ক আপনার কাছে সবচেয়ে বেশি সুবিধাজনক। যদি না আপনি আগে থেকেই চিনে থাকেন যে ফাইভার ও আপওয়ার্কের মধ্যে কোনটা সবচেয়ে বেশি সুবিধাজনক অবস্থানে রয়েছে। তাহলে আপনার জন্য এই আর্টিকেলটি আশাকরি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন।

তাহলে আপনি হয়তো খুব সহজেই জানতে বা বুঝতে পারবেন যে ফাইভার অথবা আপওয়ার্ক এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি সুবিধাজনক। তো চলুন জেনে নেয়া যাক আপওয়ার্ক ও ফাইবার এর মধ্যে সবচেয়ে বেশি সুবিধাজনক কোনটি এবং কি কি কারনে সেরা ও সুবিধাজনক সেসব সম্পর্কে।

কমিশন/চার্জ

আপওয়ার্কে যদি একজন ফ্রিল্যান্সার শূন্য থেকে 500 ডলার পর্যন্ত ইনকাম করে থাকে। তাহলে তার কাছ থেকে আপওয়ার্ক টিম 20 পার্সেন্ট হারে চার্জ কেটে নেয়। আর যদি কোন ফ্রিল্যান্সার আপওয়ার্ক থেকে 500 থেকে 2 হাজার ডলারের মত ইনকাম করে তাহলে এক্ষেত্রে তাদের জন্য আপওয়ার্ক 10% থেকে 15% পর্যন্ত কমিশন বা চার্জ কেটে নেয়। আবার একই ভাবে যদি কেউ 10 হাজার ডলারেরও বেশি ইনকাম করে তাহলে এই ক্ষেত্রে আপওয়ার্ক প্রতিটা ফ্রিল্যান্সারের কাছ থেকে সর্বনিম্ন পাঁচ পার্সেন্ট হারে কমিশন কেটে রাখে।

অন্যদিকে যদি কেউ ফাইবার থেকে ফ্রিল্যান্সিং করার মাধ্যমে টাকা ইনকাম করে থাকে। তাহলে তার প্রতিটা ইনকামের প্রায় 20% পর্যন্ত ফাইবার কমিশন হিসেবে কেটে নেয় চার্জ হিসেবে। এক্ষেত্রে যদি কেউ 5 ডলার ইনকাম করে তাহলে ফাইবার তার কাছ থেকে 1 ডলার কমিশন হিসেবে কেট নিবে। আর যদি কেউ 1000 ডলার ও ইনকাম করে তাহলে ফাইবার একইভাবে তার কাছ থেকে ও একশ ডলার পর্যন্ত চার্জ কেটে নিবে।

ফাইবার আপওয়ার্কের মধ্যে যদি আপনি কমিশনের কথা বলেন তাহলে এক্ষেত্রে কিন্তু আপওয়ার্ক একটু এগিয়ে রয়েছে। ফাইবার কিন্তু সব সময় আপনার কাছ থেকে 22% পর্যন্ত কমিশন নিয়ে থাকবে। আর অন্যদিকে আপওয়ার্কে যত বেশি আপনি কাজ করবেন ততই তারা আপনার কাছ থেকে কমিশন কম নেওয়ার চেষ্টা করবে। আর এই ক্ষেত্রে ফাইবারে থেকে অনেক বেশি এগিয়ে আপওয়ার্ক।

পেইড মেম্বারশিপ

আপওয়ার্কে যদি আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন তাহলে সেখানে পেইড মেম্বারশিপ প্ল্যান পাবেন। এই সব প্ল্যান গুলো ব্যবহার করার ফলে আপনি বিভিন্ন জবে এপ্লাই করতে পারবেন, আপনি বিভিন্ন সুবিধাসহ বিভিন্ন ধরনের অনেকগুলো স্পেশাল সুবিধা আপনার প্রোফাইলের জন্য পাবে।

কিন্তু অন্যদিকে যদি আপনি ফাইবারে যান তাহলে সেখানে কোন পেইড মেম্বারশিপ নেই। সেখানে শুধুমাত্র ফাইবার প্রো মেম্বার রয়েছে। এছাড়াও রয়েছে লেভেল ওয়ান, টু, থ্রি ইত্যাদি। আপনি বিভিন্ন সুযোগ সুবিধা পেলেও এখানে কোন পেইড মেম্বারশীপ সিস্টেম নেই। যে কারণে যদি আপনি ফাইবার ভালো দক্ষ হতে পারলে তাহলে আপনি ফাইবার প্রো মেম্বার হয়ে যেতে পারবেন।

নতুনদের জন্য সুবিধাজনক আপওয়ার্ক নাকি ফাইবার?

আপনি হয়তো এখন ফাইবার ও আপওয়ার্ক সম্পর্কে অনেক কিছুই ভালোভাবে জানতে পারলেন। এখন হয়তো আপনি নিজেই ডিসাইড করতে পারবেন যে নতুনদের জন্য কোন প্ল্যাটফর্ম টি সবচেয়ে বেশি ভালো। তবে নতুন একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনাকে উভয় ক্ষেত্রেই কাজ করা সবচেয়ে ভালো মনে হবে।

যদি আপনি এখানে কাজ না পান তাহলে হয়তো ঐখানে কাজ পাবেন। আবার ওইখানে যদি আপনার কাজ না পান তাহলে এখানে পাবেন। তবে সুযোগ-সুবিধাগুলো এখন আপনার জন্য ততটা প্রযোজ্য হবে না। একজন নতুন ফ্রিল্যান্সার হিসেবে যতটা কাজ করতে থাকবেন আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে ততটাই অভিজ্ঞতা সম্পন্ন হবেন।

যারা নতুন ফ্রিল্যান্সার তারা অনেক সময় বুঝতে পারে না যে ফাইবার অথবা আপওয়ার্ক এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি সুবিধাজনক। যারা নতুনের ফ্রিল্যান্সাররা নতুন ফ্রিল্যান্সিং করছে তারাই মূলত আপওয়ার্ক ও ফাইবারের পার্থক্যটা কিছুটা হলেও দেরি করে বুঝতে পারে। তো উপরের থেকে খুব সহজেই জানতে পেরেছেন যে আপওয়ার্কে ফাইবারের মধ্যে সুযোগ সুবিধাগুলো সম্পর্কে।

আশা করি আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আপনি খুব সহজেই ফাইবার ও আপওয়ার্কের বিভিন্ন সুযোগ সুবিধা গুলো সম্পর্কে জানতে পেরেছেন। এখন আপনি এসব সম্পর্কে অবগত রয়েছেন। আর আপনি এর পরও যদি কোনভাবে বুঝতে না পারেন যে ফাইভার আপওয়ার্ক এর মধ্যে পার্থক্য গুলি সম্পর্কে।

তাহলে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। আমরা যাতে করে আপনার সমস্যাটি সমাধান করে দিতে পারি। সেই সাথে আপনিও যেন ফাইবার ও আপওয়ার্ক এর বিভিন্ন সুযোগ সুবিধা গুলো সম্পর্কে জানতে পারেন। ফ্রিল্যান্সার হিসেবে যেটা বেশি সুযোগ সুবিধা মনে হবে সেটা ভালোভাবে কাজ করতে পারে।

জানতে ও জানাতে চাই।