আপনি হয়ত নতুন একটি স্মার্টফোন কিনেছেন এখন চাচ্ছেন সেই ফোনে পুরনো ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগইন করে ব্যবহার করবেন। কিন্তু আপনি হয়তো জানেন যে যদি আপনি নতুন কোন ডিভাইসে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে লগইন করেন।
তাহলে আপনার আগের পুরনো ফোনে চ্যাট হয়েছে সেগুলো একা একাই রিমুভ হয়ে যাবে। আপনার সেই গুরুত্বপূর্ণ চ্যাট এগুলো কখনোই পাবেন না। আর এই কারণে আপনি কিছু টিপস ফলো করার মাধ্যমে খুব সহজেই হোয়াটসঅ্যাপ মেসেজ ব্যাকআপ নিয়ে পরবর্তীতে নতুন ফোনে লগইন করলে আবার সেসব মেসেজ গুলো ফিরে পেতে পারেন।
আজকের এই পোস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন হোয়াটসঅ্যাপ মেসেজ ব্যাকাপ নেওয়ার উপায় সমূহ সম্পর্কে। যাতে করে আপনি নতুন ফোনে লগইন করার সাথে সাথে পুরনো ফোনের সকল চ্যাট মেসেজ ফিরে পেতে পারেন। তো চলুন জেনে নেয়া যাক কিভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ ব্যাকাপ নেওয়ার উপায় সম্পর্কে।
হোয়াটসঅ্যাপ মেসেজ ব্যাকআপ নেওয়ার কারন
আপনি হয়তো জানলে অবাক হবেন যে হোয়াটসঅ্যাপ মূলত তাদের বিভিন্ন ব্যবহারকারীদের কে সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিত করার জন্য সবচেয়ে জনপ্রিয়। কখনও তাদের সার্ভারে ব্যবহারকারীর কোন তথ্য সংরক্ষণ করে রাখে না। আর এই জন্য আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এর এক ডিভাইসের বিভিন্ন তথ্য অন্য ডিভাইস লগইন করলে সেই একাউন্টে থাকে না।
এতে করে আপনি যখন যেই ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করবেন তখন সেই ফোনেই ওই তথ্য গুলো পাবেন। কিন্তু পরবর্তীতে যদি আপনাদের কোন একাউন্টে লগইন করতে চান। নতুন কোনো ফোন দিয়ে তাহলে এই তথ্যগুলো আর ওই অ্যাকাউন্টে পাবেন না।
আর আপনি যদি কখনও নতুন কোনো ফোন ক্রয় করার পর, সেই ফোনে আপনার পুরনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এর সকল চ্যাট স্টোরি নিতে চান, তাহলে ব্যাকআপ এর মাধ্যমে নিতে পারবেন। এছাড়া আপনি নতুন ফোনে কোন ভাবে আপনার হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্টোরি নিতে পারবেন না।
কেননা আমাদের অনেকেরই গুরুত্বপূর্ণ গোপন অনেক তথ্য থাকে। একজন আরেকজনের সাথে যেগুলো খুবই প্রয়োজনীয় বিভিন্ন ইনফরমেশন ও চ্যাট হিস্টোরি থাকে। আর সেগুলো যদি কখনো রিমুভ হয়ে যায় ডিলিট হয়ে যায়। তখন আমাদের কাছে খুব খারাপ লাগে।
আর আমরাও চাই না যে সেসব তথ্য গুলো ডিলিট হয়ে যাক এজন্য চাইলে আপনি সেগুলোর ব্যাকআপ নিয়ে রাখতে পারেন। সেই সাথে পরবর্তীতে নতুন ফোনে লগইন করার মাধ্যমে আবার আগের মেসেজ ও চ্যাট স্টোরি ফিরিয়ে আনতে পারেন।
আরো দেখুনঃ গুগলের কিছু গোপন টিপস যা সবার জানা প্রয়োজন
হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ নিবেন যেভাবে
আপনি যদি কোনো কারণে বা কোন ভাবে হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ নেওয়া প্রয়োজন বোধ করেন। তাহলে অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপ চ্যাট এর ব্যাকআপ নিতে পারে। আর হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ নেওয়ার আগে চেষ্টা করবেন।
যেসব অপ্রয়োজনীয় মিডিয়া বা চ্যাট হিস্টোরি হোয়াটসঅ্যাপে রয়েছে সেগুলো ডিলিট করে দিবেন। এর পরেই হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ করে নিবেন।
এতে করে দেখবেন আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট এর ব্যাকআপ নেওয়ার সময় হোয়াটসঅ্যাপ চ্যাট এর সাইজ বেশি বড় হয়ে যাবে না। আর এতে করে দেখবেন আপনার গুগোল ড্রাইভ অথবা আর্কাইভের স্টোরেজ অনেকটা সেভ হবে।
Android ফোনে হোয়াটসঅ্যাপ ব্যাকআপ নেওয়ার নিয়ম:
Google Drive-এর মাধ্যমে স্বয়ংক্রিয় ব্যাকআপ:
-
হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলুন।
-
উপরে ডান পাশে থাকা তিনটি ডট-এ ক্লিক করুন ➜ Settings
-
এরপর যান ➜ Chats ➜ Chat backup
-
Back up to Google Drive এ ক্লিক করুন
-
আপনার পছন্দমতো অপশন নির্বাচন করুন:
-
Daily (প্রতিদিন)
-
Weekly (সাপ্তাহিক)
-
Monthly (মাসিক)
-
Only when I tap “Back up” (হাতে করলে ব্যাকআপ হবে)
-
-
একটি Google Account নির্বাচন করুন (যদি না থাকে, নতুন করে অ্যাড করুন)
-
Back up over: Wi-Fi বা Mobile Data পছন্দ করুন
-
চাইলে Include videos (ভিডিও ব্যাকআপ নেবেন কিনা) টিক দিন
-
তারপর Back Up বাটনে চাপ দিন ব্যাকআপ শুরু হবে।
iPhone (iOS) এ হোয়াটসঅ্যাপ ব্যাকআপ নেওয়ার নিয়ম:
iCloud-এর মাধ্যমে ব্যাকআপ:
-
WhatsApp খুলুন
-
নিচের দিক থেকে ➜ Settings এ যান
-
তারপর ➜ Chats ➜ Chat Backup
-
Back Up Now চাপলে সাথে সাথে ব্যাকআপ হবে
-
Auto Backup অপশনে গিয়ে নির্ধারণ করুন কতদিন পরপর ব্যাকআপ হবে:
-
Daily, Weekly, Monthly
-
-
Include Videos চাইলে ভিডিও ব্যাকআপও অ্যাড করতে পারেন
শর্ত:
- iCloud-এ যথেষ্ট খালি জায়গা থাকতে হবে (অন্তত 5GB)
- iCloud চালু থাকতে হবে: Settings ➜ [Your Name] ➜ iCloud ➜ WhatsApp অন করতে হবে
হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ নেওয়ার নিয়ম
এবার চলুন জেনে নেয়া যাক কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বা হোয়াটসঅ্যাপ চ্যাট এর ব্যাকআপ নিবেন। প্রথমে আপনাকে চলে যেতে হবে হোয়াটস্যাপ একাউন্ট। এর পরে হোয়াটসঅ্যাপে প্রবেশ করার পর উপরের ডান পাশের কোনায় দেখবেন তিনটা ডট মেনু।
সেই ডট মেনুতে ক্লিক করে সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশনে চলে যাওয়ার পর আপনাকে চলে যেতে হবে চ্যাট অপশনে। চ্যাট অপশন এ ক্লিক করার পর দেখবেন চ্যাট ব্যাকআপ নামক একটি অপশন সেটা সিলেক্ট করতে হবে।
চ্যাট ব্যাকআপ অপশনে ক্লিক করার পর ব্যাকআপ টু গুগল ড্রাইভ অপশনটা সিলেক্ট করতে হবে। এরপর গুগোল একাউন্ট সিলেট করে দিবেন। এর পরে আপনি ব্যাকআপ এবং ব্যাকআপ (Backup) নাও (Backup Now) নামক দুটি অপশন দেখতে পাবেন।
আপনি যদি এখনই ব্যাকআপ করতে চান তাহলে ব্যাকআপ নাও (Backup Now) ক্লিক করে খুব সহজে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এর বিভিন্ন চ্যাট ও ম্যাসেজের ব্যাকআপ নিতে পারবেন।
এভাবে আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট এ মেসেজ ব্যাকআপ করে নিতে পারবেন
ব্যাকআপের কিছু টিপস:
- ফোন বদলানোর আগে অবশ্যই ব্যাকআপ নিন
- Wi-Fi ব্যবহারে ডেটা খরচ কম হয়
- ব্যাকআপে সময় লাগতে পারে, ফোন চার্জে থাকা উত্তম
- ব্যাকআপ নেওয়ার পর আপনি চাইলেই নতুন ফোনে WhatsApp ইনস্টল করে সেই ব্যাকআপ থেকে Restore করতে পারবেন।
আশাকরি হোয়াটসঅ্যাপ মেসেজ ব্যাকাপ নেওয়ার উপায় সম্পর্কে আপনারা খুব ভালোভাবে জানতে ও বুঝতে পেরেছেন। এখন হয়তো আপনি একা একাই খুব সহজেই হোয়াটসঅ্যাপ মেসেজ ব্যাকআপ নিতে পারবেন। এর পরও যদি আপনার কোন কিছু বুঝতে না পারেন যে,
কিভাবে হোয়াটসঅ্যাপ মেসেজ এর ব্যাকআপ নেওয়া যায়। তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করে আপনার সমস্যা সমাধা করে দেওয়ার চেষ্টা করব যে, কিভাবে হোয়াটসঅ্যাপ মেসেজ ব্যাকআপ।