বর্তমান সময়ের এই যুগে এমন কোন স্মার্টফোন ব্যবহারকারীর নেই যিনি কিনা গুগলে কোন পরিষেবা উপভোগ না করে। এছাড়াও বর্তমান সময়ের কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে শুরু করে বিভিন্ন ফ্রী পরিসেবা গুলো গুগল এর আওতাভুক্ত। যেমন গুগলের ইউটিউব, ইউটিউব কিডস, গুগল প্লে স্টোর, জিমেইল, ফটো’স ইত্যাদি।

এইসব পরিষেবা উপভোগ করার পাশাপাশি গুগলের এমন কিছু সিক্রেট টিপস রয়েছে যেগুলো সবার জানা উচিত। যদি আপনি না জেনে থাকেন তাহলে আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আপনি জানতে পারবেন গুগল এর সেরা কয়েকটি টিপস সম্পর্কে। কেননা আজকের এই আর্টিকেলটি মূলত গুগলের কয়েকটি শেরা টিপস নিয়ে আলোচনা করা হবে।

চলুন জেনে নেওয়া যাক গুগল এর সবচেয়ে জনপ্রিয় কিছু সেরা টিপস সম্পর্কে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো ভাবে আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়লে গুগলের সেরা টিপস গুলো সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।

গুগল সিক্রেট সার্চ টিপস

গুগলের অনেকগুলো সিক্রেট যেগুলো ব্যবহার করার মাধ্যমে আপনার সার্চ লেভেল কে অন্যান্য পর্যায়ে নিয়ে যেতে পারে। যেমন কোটেশন (” “) ব্যবহার করে যদি কোন কিছু সার্চ করেন তাহলে কোটেশন এর ভিতর যে শব্দটি থাকবে সেই শব্দটি অনুযায়ী বিভিন্ন আর্টিকেল আপনার সামনে চলে আসবে।

আবার আপনি যদি কোন কিছু খোঁজার আগে (~) ব্যবহার করে সার্চ করেন। তাহলে সেই শব্দটির বিপরীত যা থাকবে সেগুলো আপনার সামনে চলে আসবে।

আবার যদি আপনি মাইনাস (-) চিহ্ন ব্যবহার করে কোন কিছু খোজ করেন তাহলে মাইনাস (-) এর পরে যেই শব্দটি থাকবে সেই শব্দ বাদে বিভিন্ন বিষয়ে আপনার সামনে চলে আসবে।

এডভান্সড সার্চ সিস্টেম

গুগলের সার্চ খুব সহজে সার্চ দেওয়ার জন্য অসাধারন একটি ফিচার হলো এডভান্স সার্চ সিস্টেম। কখনো যদি গুগলে সার্চ দেওয়ার মাধ্যমে কাঙ্খিত জিনিসটি খুঁজে না পান। তাহলে খুব সহজেই এডভান্স সার্চ ফিচারটি চালু করার মাধ্যমে খুব সহজেই কাঙ্খিত বিষয়টি খুঁজে পেয়ে যেতে পারেন।

আর এই জন্য প্রথমে আপনাকে গুগল এ প্রবেশ করতে হবে। গুগল এ প্রবেশ করার পর যখন আপনি সার্চ দিবেন তার ঠিক আগে একেবারে উপরে গিয়ার আইকন দেখতে পাবেন। সেখানে এডভান্স সার্চ নামে একটি অপশন পাবেন, সেটা সিলেক্ট করবেন।

এরপরে আপনার সামনে কোন ভাষায় বিভিন্ন বিষয়ে আপনি খোঁজ করতে চান সেটা সিলেক্ট করে সার্চ করতে পারেন। এছাড়াও আপনি যদি কোন দেশ ভিত্তিক বিভিন্ন বিষয়ে সার্চ করতে চান তাহলে এখানে দেশ সিলেক্ট করতে পারেন। আবার এখানে চাইলে লাস্ট আপডেট বিভিন্ন নিউজ ও খোঁজ করতে পারবেন।

এরকম আরও বিভিন্ন ধরনের ফিল্টার রয়েছে যেগুলোর সাহায্যে আপনার কাঙ্খিত বিষয়টি খুব সহজেই খুঁজে পেতে পারেন এই এডভান্স সার্চ ফিচারটির মাধ্যমে।

ছবির সাহায্য খোঁজ

সাম্প্রতিক সময়ে গুগলের একটি অসাধারণ ফিচার চালু করেছে আর সেটা হল ছবি বা ফটোর মাধ্যমে ঐ জিনিসটি সম্পর্কে বিভিন্ন তথ্য জানা। আপনি কোন কিছুর ছবি তুললেই সেই স্থানের অথবা যেকোনা বস্তু সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন। এই ফিচারটি আগে বিভিন্ন নামিদামি ফোনগুলোতে পাওয়া যেত।

কিন্তু বর্তমান সময়ে সব ফোনে এই ফিচারটি চালু হয়েছে। এই ফিচারটি অন্যতম একটি সুবিধা হলো কোনো কিছু সম্পর্কে যদি আপনি নাম না জানেন তাহলে শুধু একটি ফটো তুলে সেটা গুগল এ সার্চ দেওয়ার মাধ্যমে ঐ জিনিসটি সম্পর্কে বিভিন্ন তথ্য খুব সহজে জানতে পারবেন।

আবহাওয়া

গুগল এর সেরা টিপস গুলোর মধ্যে অন্যতম একটি টিপস হলো আবহাওয়া। আপনি যদি গুগলের পরিষেবা উপভোগ করেন। আর আপনি যেখানে বসেই গুগল উপভোগ করেন না কেন সেই স্থানের আবহাওয়া সম্পর্কে জানতে পারবেন।

আজকে কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে? কালকে মেঘ নামবে কি নামে না ?এমন বিভিন্ন আবহাওয়ার সংবাদ খুব সহজেই আপনি গুগলে “আবহাওয়া (Weather)” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন।

আর সবচেয়ে মজার বিষয় হলো যে, লোকেশন চালুর মাধ্যমে এই আবহাওয়ার সংবাদ আপনি আরো ভালোভাবে ক্লিয়ারলি জানতে পারবেন। এছাড়াও আপনি চাইলে গুগলে শুধু ওয়েদার লিখবেন। আর যদি আপনার ডাটা কানেকশন ও লোকেশন চালু থাকে।

তাহলে আপনি জানতে পারবেন আপনার স্থানের আজকের তাপমাত্রা আবহাওয়া সম্পর্কে বিভিন্ন তথ্য। এছাড়া যদি আপনি কোন স্থানের তাপমাত্রা জানতে চান তাহলে সেই স্থানের নাম লিখলেই আপনার সামনে ওই স্থানের আবহাওয়া সব খবরা খবর চলে আসবে।

আমরা সবাই তো কম-বেশী গুগল ব্যবহার করে থাকি
আমার মনে হয় আপনি উপরের গুগলের বিভিন্ন টিপস গুলো সম্পর্কে আগে জানতেন অথবা জানতেন না। এখন হয়ত আপনি গুগলের সেরা কিছু টিপস সম্পর্কে ভালভাবে জানতে ও বুঝতে পেরেছেন। আট তাই এখন হয়তো এই টিপসগুলো আপনি ব্যবহার করে বিভিন্ন ভাবে উপকৃত হতে পারবেন।

এরপরও যদি গুগল সম্পর্কে আপনি উপরের বিভিন্ন টিপস এবং ট্রিকস গুলো সম্পর্কে ভালোভাবে জানতে বা বুঝতে না পারেন। তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।

আমরা যথাসাধ্য চেষ্টা করে আপনাকে ভালোভাবে বুঝিয়ে অথবা জানানোর চেষ্টা করব যে কিভাবে গুগলে টিপস গুলো ব্যবহার করবেন। এছাড়াও গুগল এই টিপস গুলো কি কি কাজে আপনার প্রয়োজন হতে পারে।

 

জানতে ও জানাতে চাই।