চাকরির খবর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৪-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।  অনলাইনে আবেদন গ্রহণ শুরু ২০ সেপ্টেম্বর। ওইদিন দুপুর ২টা থেকে আবেদনপত্র গ্রহণ শুরু হয়ে ২২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত চলবে।

সেই সঙ্গে ২০২৪-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ ও ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনের admission.eis.bu.ac.bd এ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য এ ওয়েবসাইট ছাড়াও badmission.eis.bu.ac.bd এবং barisaluniv.edu.bd তে পাওয়া যাবে।

ঘোষিত সূচি অনুযায়ী ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা এবং একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘গ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ২৪ নভেম্বর শনিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা।

ভর্তি পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য অফিস চলাকালীন সময়ে ‘ক’ ইউনিট-০১৮৭৭৭১৭৩৭৫, ‘খ’ ইউনিট-০১৮৭৭৭১৭৩৭৬ এবং ‘গ’ ইউনিট- ০১৮৭৭৭১৭৩৭৭ নম্বরের হেল্পলাইনে পাওয়া যাবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদের অধীন ২২টি বিভাগের পাশাপাশি চলতি ২০২৪-১৯ শিক্ষাবর্ষ থেকে নতুন দুটি ‘ইতিহাস ও সভ্যতা’ এবং ‘পরিসংখ্যান’ বিভাগ সংযোজিত হয়েছে।

I hope you are enjoying this article. Thanks for visiting this website.