ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ২০২৩-২৪ সেশনে সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল আজ (২৮ মার্চ) বিকেল সাড়ে ৩টায় প্রকাশ করা হবে।
গতকাল বুধবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার আমাদের ভর্তি পরীক্ষার সব ইউনিটের ফলাফল একসঙ্গে প্রকাশ করা হবে। বিকেল সাড়ে ৩টায় আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য ফলাফল প্রকাশ করবেন।
এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি ‘কলা ও সামাজিক বিজ্ঞান’ ইউনিট, ‘বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১ মার্চ, ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি ও চারুকলা ইউনিটের পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অংকন) ৯ মার্চ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়।
যেভাবে জানা যাবে ঢাবি ভর্তি পরীক্ষার ফল
আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পরপরই ভর্তীচ্ছুরা ফল জানতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে ফল জানা যাবে। এছাড়া টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর জন্য DU ALS <roll no>, ‘বিজ্ঞান ইউনিট’-এর জন্য DU SCI <roll no>, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর জন্য DU BUS <roll no> এবং ‘চারুকলা ইউনিট’-এর জন্য DU FRT <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ফলাফল জানা যাবে।
ঢাবি ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৪ দেখায় নিয়ম
Dhaka University admission result 2024 বা ঢাবি ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://admissions.eis.du.ac.bd) থেকে ফলাফল জানতে পারবেন, নিচে নিয়ম গুলো ক্রমান্বয়ে তুলে ধরা হল।
- প্রথমেই ঢাবির ভর্তি বিষয়ক ওয়েবসাইটে যান: www.du.ac.bd/admissionresult
- এবার উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষার রোল নাম্বার, পাশের সন এবং বোর্ডের নাম দিন
- এছাড়াও মাধ্যমিক ও সমমান পরীক্ষার রোল নাম্বার দিন
- এখন নিচের ‘দাখিল’ বাটনে ক্লিক করুন তাহলে বিস্তারিত তথ্য সহ রেজাল্ট শিট দেখতে পাবেন
আরও দেখুনঃ অনলাইন ইনকাম এর জন্য যে বিষয়গুলো জানা জরুরি
ঢাবি বিজ্ঞান অনুষদ ‘ক’ ইউনিট ফলাফল ২০২২৪
ঢাবির ক ইউনিট বিজ্ঞান অনুষদের অন্তরভুক্ত ২০২৩-২৪ শিক্ষাবর্ষে উক্ত ইউনিটের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণ শেষ এখন প্রথম ও দ্বিতীয় দফায় উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে। ঢাবি বিজ্ঞান বা ক ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৩-২৪ কবে প্রকাশ করা হবে? এই প্রশ্নের জবাবে বিজ্ঞান অনুষদের দিন জানায় খ ও গ ইউনিটের ভর্তি পরীক্ষা যেহেতু আগে নেওয়া হয়েছে তাই স্বাভাবিক ভাবে ঐ ২টি ইউনিটের রেজাল্ট আগামী ২৭ মার্চে। এবং ঢাবি ক ইউনিটের ফলাফল আগামী ২৯ মার্চ, ২০২৪ তারিখে প্রকাশ করা হতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট ভর্তি রেজাল্ট ২০২৪
আপনারা সকলে অবগত আছেন যে, গত ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে চলতি বছরের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। যা সকাল ১১ টায় শুরু হয় এবং দুপুর সাড়ে ১২ টায় শেষ হয়েছে। যেখানে প্রথম ধাপের ৬০ নম্বরের এমসিকিউ এবং দ্বিতীয় ধাপে ৬০ নম্বরের লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ২ হাজার ৯৩৪টি। যার মাঝে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯০৮টি, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের যথাক্রমে জন্য ১ হাজার ৭৪৪টি ও ২৮২টি আসন বরাদ্দ রয়েছে। ঢাবি;র খ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১ লাখ ১২ হাজার ২২৬ জন শিক্ষার্থী করেছেন। সে হিসেবে আসন প্রতি লড়াই করছে গড়ে ৩৮ জন করে শিক্ষার্থী। এবার ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী অংশ বেশি হওয়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট ভর্তি রেজাল্ট ২০২৪ প্রণয়ন কিছুটা সময় সাপেক্ষ হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট ভর্তি রেজাল্ট ২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটভুক্ত গ ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ (শনিবার) অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় ঢাকাসহ দেশের অন্যান্য ৭ বিভাগীয় শহরে একযোগে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২ টা ৩০ মিনিটে শেষ হয়। বিগত বছরের ন্যায় এবারও ঢাবি গ ইউনিট ভর্তি পরীক্ষায় সময় ছিল মোট ১ ঘণ্টা ৩০ মিনিট। যার মাঝে ৬০ নম্বরের এমসিকিউ (বহুনির্বাচনী) অংশের জন্য বরাদ্দ ছিল ৪৫ মিনিট। এবং ৪০ মার্কের লিখিত অংশের জন্য বরাদ্দ ছিল ৪৫ মিনিট। উল্লেখ্য যে, এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নাম্বার কর্তন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট ভর্তি রেজাল্ট ২০২৪ পরীক্ষার গ্রহণের ১ মাসের মাথায় প্রকাশ করা হবে।