চাকরির খবর

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৪-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৭ অক্টোবর। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওই তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মজুমদার বলেন, সোমবার প্রথম বর্ষের ভর্তি কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক থেকে ২৭ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি পরীক্ষা ২৭ অক্টোবর শনিবার সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আবেদনপত্র অনলাইনে পূরণ ও সাবমিশন শুরু হবে আগামী ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে। আর ওই কার্যক্রম চলবে ২৩ সেপ্টেম্বর রোববার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে পরীক্ষার জন্য টাকা জমা দেওয়া যাবে ২৪ সেপ্টেম্বর সোমবার বিকেল ৫টা পর্যন্ত।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশিত হবে ১১ অক্টোবর বৃহস্পতিবার। এ বছর ভর্তি পরীক্ষার মাধ্যমে

  • সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগে ১২০ জন,
  • ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ১২০ জন,
  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগে ১২০ জন,
  • কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ১২০ জন,
  • ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগে ৬০ জন,
  • ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগে ৬০ জন,
  • লেদার ইঞ্জিনিয়ারিং (এলই) বিভাগে ৬০ জন,
  • টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগে ৬০ জন,
  • আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিং (ইউআরপি) বিভাগে ৬০ জন,
  • বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগে ৬০ জন,
  • বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগে ৩০ জন,
  • আর্কিটেকচার (আর্ক) বিভাগে ৪০ জন,
  • ম্যাটেরিয়ালস্ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগে ৬০ জন,
  • এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগে ৩০ জন,
  • নতুন বিভাগ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে (সিএইচই) ৩০ জন,
  • মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগে ৩০ জন এবং
  • সংরক্ষিত (ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী এবং চট্টগ্রাম বিভাগের পার্বত্য জেলার অধিবাসীদের জন্য) ৫টি আসনসহ ৩টি অনুষদের অন্তর্গত ১৬টি বিভাগে সর্বমোট ১০৬৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

ভর্তিসংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.kuet.ac.bd এ পাওয়া যাবে।

I hope you are enjoying this article. Thanks for visiting this website.