Your 6th week assignment 2025 tasks are ready to be published soon. You all have already completed your assignment topics from first week to fifth week. Now get ready for the 6th week assignment tasks. By visiting the official website and our website, you will be able to check and download you 6th Week Assignment Answer 2025 topics easily.
Recommend For you
সমাধান এর কাজ চলছে…. এইখানে সব বিষয়ের সমাধান পাবেন।
৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত এ্যাসাইনমেন্ট সমাধান পেতে আমাদের গ্রুপে জয়েন করুন
গ্রুপ লিঙ্কঃ https://www.facebook.com/groups/resultbd/
Class 6 Assignment 6th Week 2021
You have already got your class assignment task of first week to fifth week. Your 6th week assignment 2025 for class 6 will be published soon. Just after publishing it on the official website, we will upload that on our website here also. To download 6th Assignment Answer it, you need to click on the link here.
Class 6 English Assignment Answer 2021
1. What happened?
2. When it happened?
3. Who congratulated you?
4. How he/she congratulated (e.g. what language was used)?
5. How did you feel it?
Or
Think of an unhappy situation when you were upset but somebody helped you overcome your bad time. In your writing, mention the following things:
1. What was the occurrence?
2. How did you feel?
3. Who consoled you?
4. What language he/she used?
5. How did he/she help you to overcome that situation?
Class 6 Agriculture Assignment Answer 2021
আ্যাসাইনমেন্ট-২:
নিচের প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে তোমার মতামত উপস্থাপন কর-
১| রীনা বেগম কৃষিসেলায় কী কী কৃষিজাত পণ্য দেখতে পেয়েছিলেন?
২| তার কৃষি কার্যক্রম বাস্তবায়নের জন্য কাদের নিকট থেকে প্রয়োজনীয় তথ্য ও সেবা পেতে পারে
৩| কৃষি বিষয়ে শিক্ষা গ্রহণ ও গবেষণা করতে কোন কোন প্রতিষ্ঠান ভূমিকা রাখতে পারে?
৪ | একজন অভীজ্ঞ কৃষক কীভাবে রীনা বেগমকে সহায়তা করতে পারে?
৫| একজন কৃষক ও একজন কৃষিবিজ্ঞানীকে তুমি কীভাবে আলাদা করবে?
Class 6 Agriculture Assignment Answer
সৃজনশীল প্রশ্ন: ১
ষষ্ঠ শ্রেণির কৃষি শিক্ষা ক্লাসে মাটি বিষয়ে শিক্ষক বললেন, সব ধরনের ফসল একই ধরনের মাটিতে চাষ করা সম্ভব নয়। আলু , গম, পাট, তরমুজ, বাদাম, বাধাকপি ইত্যাদি ফসলগুলাে চাষের জন্য ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের মাটি প্রয়ােজন হয়। শিক্ষক আরও বললেন এমন এক ধরনের মাটি আছে যার অর্ধেক বালিকণা আর বাকি অর্ধেক পলিকণা ও কাঁদা যুক্ত হয়।
ক) উদ্দীপকের প্রদত্ত ফসলগুলাে চাষের উপযােগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা তৈরি কর।
খ) শিক্ষকের শেষ মন্তব্যটি কোন মাটিকে নির্দেশ করে? ব্যাখ্যাপূর্বক ধান চাষের জন্য এই মাটি উপযােগী কী না-যুক্তি দাও
সৃজনশীল প্রশ্ন: ২
২। তােমার এলাকায় জন্মে এমন ফুল, ফল, শাকসবজি ও মসলা জাতীয় ফসলের (পাঁচটি করে) তালিকা তৈরি কর এবং এগুলাের অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা কর।
Class 6 Home Science Assignment Answer 2021
তুমি কী সব বয়সের শিশুর সাথে একই ধরনের আচরণ করবে? যুক্তি দিয়ে বোঝাও
প্রশ্ন-২: সংক্ষিপ্ত প্রশ্ন
- ক) বাবা-মা ও শিক্ষককে কীভাবে সম্মান করা উচিত?
- খ) তােমার শ্রেণিতে একজন দৃষ্টি প্রতিবন্ধী বন্ধু আছে। তার প্রতি তােমার আচরণ কেমন হবে?
প্রশ্ন-৪: শীতের শেষে শীতকালীন পােশাকের যত্ন কীভাবে নিবে বুঝিয়ে লিখ।
6th week assignment for class 7 students will also be published soon in the official website. You will also get that on our website here too. To download your assignment tasks, you have to click on the link here.
Class 7 English Assignment Answer 2021
1. Recall ( write its adjective form and make a meaningful sentence)
2. erase( write its noun form and make a meaningful sentence with this noun form)
3. Intelligent ( write its noun form and make a meaningful sentence)
4. Performance ( write its verb form and make a meaningful sentence)
5. wildly ( write its adjective form and make a meaningful sentence)
6. Eminent ( write its synonym and make a meaningful sentence with it)
7. Nervous ( write its synonym and make a meaningful sentence with it)
8. Engrave ( write its noun form and make a meaningful sentence with it)
9. admire ( write its noun form and make a meaningful sentence with it)
10. Poverty ( write its adjective form and make a meaningful sentence with it)
Class 7 Agriculture Assignment Answer 2021
আ্যাসাইনমেন্ট-২:
- বি.আই.পি, সি.আই.পি, কে.আই.পি, এম.আই.পি ও জি.কে প্রজেক্ট-এর পূর্ণরূপ লিখ।
- সবুজ ঢালু জমিতে, ফল বাগানে ও বীজতলায় কোন কোন পদ্ধতিতে পানি সেচ দিবে?
- তোমার লেখা পদ্ধতিগুলোর কমপক্ষে একটি করে সুবিধা লেখ|
- পানির অপচয় রোধে কোন সেচ পদ্ধতিটি অধিক কার্যকর তোমার মতামত দাও
খ) রবি মৌসুম ও খরিপ মৌসুমের মধ্যে পার্থক্য কী?
গ) মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান গুলো কী কী?
ঘ) মুরগির খামারে খাদ্য ও পানি কেন গুরুত্বপূর্ণ
২। নির্ধারিত কাজঃ কাঁঠাল গাছ সম্পর্কে নিচের ছকটি পূরণ কর
Class 7 Agriculture Assignment Full Answer
Class 7 Home Science Assignment Answer 2021
Class 7 Home Science Assignment Answer for 6th week will be published here. If you want to download your class 7 Home Science Assignment, you are requested to click here.
Class 7 Home Science Assignment
(নমুনা তালিকা) তালিকা নং-০১
পরিবারের সদস্যদের ০৭ (সাত) দিনের কাজের ধরন পর্যবেক্ষণ করে তােমার দৈনন্দিন জীবনে পরিবারের সদস্যদের অবদানের তালিকা প্রস্তুত করাে (নিচের নমুনা তালিকা অনুযায়ী) (নমুনা তালিকা)তালিকা নং -০২
There are also assignment tasks for students of class 8. On the 6th week assignment tasks, you will get topics on different subjects. To download your assignment topic, you have to click on the link here.
Class 8 English Assignment Answer 2021
Assignment-2 Lesson 3: Our daily diet Your Daily Diet
1. Make a list of food items you take every day as breakfast, brunch( a meal between breakfast and lunch), lunch, afternoon tea(a small meal you can have in the afternoon) and, dinner and, identify what kinds of food they are. For example-Protein, Carbohydrate etc.
2. Decide if your daily diet is balanced. If yes. give reasons.
3. If it’s not, explain why not.
Assignment-3 Lesson-4: A delicious dish Think about one of your favourite dishes.Talk to one of your family members who knows cooking and note it down. Then prepare the dish . Now narrate the steps how you have prepared the dish.
Class 8 Agriculture Assignment Answer 2021
পল্লব উক্ত সমস্যাগুলো নিচের প্রশ্নের উত্তরের মাধ্যমে কিভাবে সমাধান করতে পারে-
১। গাছের পাতা কেন ঝলসে যায়?
২। গাছের চারা কেন ঢলে পড়ে?
৩। গাছের পাতায় বাদামী, কালো বর্ণের দাগে গাছের কি ক্ষতি হয়?
৪। এ ধরনের পরিস্থিতি থেকে কীভাবে গাছের রোগ প্রতিরোধ করা যায়?
৮ম শ্রেনী কৃষি শিক্ষা ৬ষ্ঠ সপ্তাহের সমাধান
সৃজনশীল প্রশ্ন: ১
ক) মিনারা বেগম পুকুরে কি পরিমাণ ইউরিয়া সার প্রয়ােগ করেছিলেন? নির্ণয় কর।
খ) মিনারা বেগমের উদ্যোগটি মূল্যায়ন কর।
২। পলিব্যাগে চারা তৈরী সুবিধাজনক কেন? ব্যাখ্যা কর।
Class 8 Home Science Assignment Answer 2021
Students of class 8 know that doing an assignment on Home Science is very interesting. To add more fun to your work, we have collected the assignment syllabus and posted it on our website.
তোমার বয়স তের বছর। নিচের ছক অনুযায়ী তোমার ১ দিনের খাদ্য তালিকা (পরিমাণসহ ) তৈরি কর
১। সৃজনশীল প্রশ্ন: ১
সম্প্রতি করিম চাচা বিদেশ থেকে এসে দুই সপ্তাহ তাঁর ঘরে একা অবস্থান করলেন৷ কোনাে সমস্যা না হওয়ায় এরপর থেকে পরিবারের অন্যদের সাথে মেলামেশা করতে শুরু করলেন।
ক) উদ্দীপকে কোন রােগের সচেতনতার প্রতি ইঙ্গিত করা হয়েছে- ব্যাখ্যা কর৷
খ) উদ্দীপকের রােগটিকে কীভাবে প্রতিরােধ করা যায়- বর্তমান পরিস্থিতির আলােকে মূল্যায়ন করা
২। রােগের নাম ও প্রতিরােধক টিকার চার্ট তৈরি কর।
৩। যৌন হয়রানি বা যৌন নিপীড়নের শিকার হলে কী কী সাবধানতা অবলম্বন করা প্রয়ােজন?
৪। সৃজনশীল প্রশ্ন: ২
মুন্না চতুর্থ শ্রেণির ছাত্র। সে খেতে খুব পছন্দ করে। চকলেট, চিপস, ড্রিংকস তার খুব পছন্দ৷ ইদানীং সে সিঁড়ি দিয়ে উঠতে গেলে হাঁপিয়ে যায়। বন্ধুদের সাথে মাঠে খেলতে যায়না৷ অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়ে। তার মা পুষ্টিবিদের শরণাপন্ন হলেন৷
ক) উদ্দীপকের ছেলেটির সমস্যার কারণ ব্যাখ্যা কর।
খ) মুন্নার সমস্যা উত্তরণের উপায় বিশ্লেষণ কর।
Class 8 Home Science Assignment Answer
As well as students of other classes, students of class 9 will also get 6th week assignment topics. You all should give more importance to your assignment tasks. To download your class 9 assignment topic, you have to click on the link here.
Class 9 ICT Assignment Answer 2021
One of the best ways for you to check your Class 9 ICT assignment topic is checking it from our website here. You can also check your assignment topic on the official website. No matter from which website you check 6th Week ICT assignment answer 2021, it is important to complete every assignment attentively.
Class 9 Physics Assignment Answer 2021
আ্যাসাইনমেন্ট-১:
যদি তোমার পরিমাপে ১০% আপেক্ষিক ত্রুটি থাকে তাহলে মার্বেলের আয়তন নির্ণয়ে শতাংশের হিসেবে ত্রুটি কিরুপ হবে গাণিতিক ব্যাখ্যা দাও।
120°C তাপমাত্রার একখন্ড বস্তুর ভর 50gm বস্তুটিকে একটি 50gm ভরের অ্যালুমিনিয়ামের ক্যালােরি মিটারে 20c তাপমাত্রার 150gm পানিতে ছেড়ে দেয়ার পর মিশ্রণের তাপমাত্রা 30’c পাওয়া গেল। বস্তুটির আপেক্ষিক তাপ 150OJkg ‘K’ এবং অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ 900Jkg ‘K’।
- ক. তাপধারণ ক্ষমতা কাকে বলে?
- খ. মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন? ব্যাখ্যা কর।
- গ. বস্তু কর্তৃক বর্জিত তাপ নির্ণয় কর।
- ঘ. উপরােক্ত তথ্যগুলাে ক্যালরিমিতির মূল নীতিকে সমর্থন করে কিনা- গাণিতিক ভাবে বিশ্লেষণ কর।
Class 9 Physics Assignment Solution
Class 9 History and World Civilization Assignment Answer 2021
History and World Civilization subject is very important for students of all classes as this subject helps you learn a lot of things happening in the world. You will get to download this important assignment syllabus from our website. To download your class 9 History and World Civilization assignment, you need to click on the link given here.
Class 9 Accounting Assignment Answer 2025 6th Week
ক) নিম্নলিখিত লেনদেনগুলাে হতে সংশ্লিষ্ট খতিয়ানগুলাে চলমান জের ছকে প্রস্তুত কর।
শ্রাবণী ট্রেডার্স ২০২০ সালের ১ জুন নগদ ৫০,০০০ টাকা ব্যবসায়ে বিনিয়ােগ করে।
- জুন-৫, পণ্য বিক্রয় ধারে ১,৩০,০০০ টাকা
- জুন-১০, দেনাদার হতে আদায় ১,০০,০০০ টাকা
- জুন-২০, অতিরিক্ত মূলধন আনা হলাে ২০,০০০ টাকা।
খ) নিম্নলিখিত লেনদেনগুলাে দ্বারা জেরিন এন্টারপ্রাইজের দু’ঘরা নগদান বই প্রস্তুত করা।
- ২০২০ জুলাই-১, হাতে নগদ ৮০,০০০ টাকা ও ব্যাংক উদ্বৃত্ত ১,০০,০০০ টাকা
- জুলাই-২, নগদে পণ্য ক্রয় ২০,০০০ টাকা
- জুলাই-৪, চেকের মাধ্যমে পণ্য বিক্রয় ৬০,০০০ টাকা
- জুলাই-১০, ব্যাংক হতে উত্তোলন ২৫,০০০ টাকা
- জুলাই-১৫, চেক দ্বারা আসবাবপত্র ক্রয় ৪০,০০০ টাকা
- জুলাই-২০, ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় ৫০,০০০ টাকা
- জুলাই-২৫, চেকের মাধ্যমে দেনা পরিশােধ ২০,০০০ টাকা
Assignment class 9 Accounting solution
**********************************
6th Week assignment 2025
প্রশ্ন: ০১: 5×2-2xy+3y2, x2-3xy, -y2+5xy তিনটি বীজগণিতীয় রাশি হলে
ক) প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি এবং কী কী?
খ) রাশি তিনটির যােগফল নির্ণয় কর।
গ) x=3, y=2 হলে, ১ম রাশি থেকে ৩য় রাশির বিয়ােগফলের মান নির্ণয় কর।
Class 6 Math Assignment Answer
Class 7 Assignment 6th Week 2025
প্রশ্ন: ০২। তােমার ৩০ জন সহপাঠীর উচ্চতা (আসন্ন সেন্টিমিটারের মানে) সংগ্রহ কর এবং তা তােমার খাতায় লিপিবদ্ধ কর।
সংক্ষিপ্ত প্রশ্ন:
- ১. (- p + 6) এর বর্গ কত?
- ২. p + Q = 7 এবং p – q = 3 হলে 2(p2+q2) এর মান কত?
- ৩. 3a2bc, 5ab2d এবং a3cd2 এর ল.সা.গু কত?
Class 7 Math Assignment full Answer
Class 8 Assignment 6th Week 2025
- ক. প্রদত্ত তথ্যের আলােকে দুইটি সমীকরণ গঠন করা;
- খ. প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে, তাদের দুইজনের বর্তমান বয়স নির্ণয় কর;
- গ. ‘ক’ হতে প্রাপ্ত সমীকরণদ্বয় লেখের সাহায্যে সমাধান করে, ‘খ’ এর উত্তরের সত্যতা যাচাই কর;
সংক্ষিপ্ত প্রশ্ন: ক
- ১. পিথাগােরাসের উপপাদ্যটি বিবৃত কর?
- ২. একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু ও অতিভুজের অনুপাত 5:13 হলে, অপর বাহু কত?
- ৩. কোন ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের এমনভাবে অনুপাত লিখ, যা দ্বারা একটি সমকোনী ত্রিভুজ আঁকা সম্ভব?
- ৪. ABC ত্রিভুজের AB2 = Bc2 + CA2 হলে, কোন্ কোণটি সমকোণ হবে?
Class 8 Math Assignment Full Answer
Class 9 Assignment 6th Week
সংক্ষিপ্ত প্রশ্ন: ০১
১. নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়ােজন?
২. ABC বৃত্তে BC ব্যাস হলে, ∠BAC এর মান কত?
৩. সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় সমান হলে, ত্রিভুজটির বাহুগুলাের অনুপাত কত হবে?
৪. PQRS সামান্তরিকের ∠Q = 95° হলে, ∠S – ∠R = কত?
৫. বৃত্তের ব্যাস 14 সে.মি. হলে, ঐ বৃত্তের অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল কত?
Class 9 Math Assignment Full Answer
কোভিড-১৯ পরিস্থিতিতে ২০২০ শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে এসাইনমেন্ট /নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা
শ্রেণি: ৯ম বিষয়: বিজ্ঞান এসাইনমেন্ট | সপ্তম অধ্যায়: অল্প, ক্ষারক ও লবণের ব্যবহার
i) HCI (aq)+ Mg
ii) HCI (aq)+ AL(OH)2(aq)=
ক) এসিডের সঙ্গা দাও?
খ) ভিনেগারকে দূর্বল এসিড বলা হয় কেন, ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকের ii) নং বিক্রিয়া দুটি সম্পন্ন করে ধরণ ব্যাখ্যা কর।
ঘ) পাকস্থলীতে এসিডিটির সমস্যা হলে এ থেকে উত্তরণের ক্ষেত্রে উল্লেখিত বিক্রিয়া দুটির ভূমিকা ব্যাখ্যা কর।
Class 9 Science Assignment Answer
(ক) ক্রান্তীয় মৌসুমী জল বায়ু কাকে বলে?
(খ) বাংলাদেশে ক্রান্তীয় জলবায়ু বিরাজের কারণ কী? ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকের “Z” অঞ্চলের বর্ণনা দাও।
(ঘ) উদ্দীপকের “X” ও “Y” অঞ্চলের ভূমিরূপের মধ্যে কী কী সাদৃশ্য-বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়? মতামত দাও।
২। বাংলাদেশের মানচিত্র অংকন করে পাট, চা ও ইক্ষু উৎপাদনকারী অঞ্চলসমূহ প্রদর্শন কর।
Download Your 6th Week Assignment
You can easily download your 6th week assignment 2025 topics by visiting the official website of the directorate. The official website address of the directorate of secondary and higher secondary education is www.dshe.gov.bd.com. For your convenience, we have also uploaded them on our website here. If you go through our easiest instructions, you can smoothly download your 6th week assignment.
Download Your 6th Week Assignment
We have explained everything of your 6th week assignment tasks 2025 so clearly that no one will have any doubt regarding this. We have also provided the download links for all classes. So visit our website at any time and download your assignment tasks.