PSC Bangladesh and Global Studies exam will be held on 19 November 2024. We are here with PSC Bangladesh and Global Studies Suggestion 2024. To get good results in the exam, good preparation and regular study are required.
Though this exam now also important for each student but still PSC got the attention and importance. If a student can achieve a good result in PSC exam then there’s a huge possibility to get a chance to admit a better High School for the Secondary education. The date announced by the Education Regulatory Board of Bangladesh.
PSC Bangladesh and Global Studies Suggestion
Your PSC exam started on November 16. Although it seems like a long time, the test will come very close to see. So from now on you should start preparing for the exam.
To many people, another name for tensions is the result of the tests they need to sort out shortcuts. Here are the PSC recommendations made by experts for you today. The decoration is applicable to all boards. Practicing the tips properly will hopefully benefit.
Bangladesh Global Studies Suggestion all Boards
Here we have created PSC Bangladesh and Global Studies Consultation 2024 for all education boards. Generally, in our country, PSC examinations were conducted on a district and Upazila basis. So don’t worry we will be doing PSC Bangladesh and Global Studies Consultation 2024 for all boards.
Model Question of Bangladesh and Global Studies
Read more…
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্ততি বাংলাদেশ ও বিশ্বপরিচয়
কম সময়ে সব প্রশ্নের উত্তর দিয়ে বেশি নম্বর পাওয়ার কৌশল
একজন শিক্ষার্থীর জীবনে প্রথম পাবলিক পরীক্ষা হল প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। তাই এই পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের একটু ভিতি কাজ করে।।অনেক সময় জানা উত্তর নির্ধারিত সময়ের মধ্যে লিখতে পারেনা।আজ আমি “বাংলাদেশ ও বিশ্বপরিচয়” বিষয়ে প্রশ্ন কাঠামো অনুযায়ী কম সময়ের মধ্যে সব প্রশ্নের উত্তর দিয়ে বেশি নম্বর পাওয়ার কৌশল নিয়ে আলোচনা করব।
১। সংক্ষেপে উত্তর লেখঃ
এখানে ১৫টি প্রশ্ন থাকবে।প্রতিটি প্রশ্নের জন্য ২ নম্বর করে মোট ৩০ নম্বর থাকবে। সব প্রশ্নেরই উত্তর দিতে হবে। যেহেতু সংক্ষিপ্ত উত্তর দিতে বলা হয়েছে তাই বিস্তারিত লিখে সময় নষ্ট করার কোন প্রয়োজন নেই। উদাহরণঃ প্রশ্ন যদি এমন হয়, মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন? তাহলে উত্তর লিখতে হবে, মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী। যে সকল পরীক্ষার্থী দ্রুত লিখতে পারেনা তারা শুধু’ জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী’ লিখে উত্তর দিলেও পূর্ণ নম্বর পাবে।
২। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করঃ
এখানে ১৪টি বাক্য থাকবে। যে কোন ১২টি বাক্যের শূন্যস্থান পূরণ করতে হবে। প্রতিটি বাক্যের জন্য ১নম্বর করে মোট ১২ নম্বর থাকবে। খাতায় সম্পূর্ণ বাক্য তুলে শূন্যস্থান পূরণ করার কোন প্রয়োজন নেই।এতে সময় বেশি লাগবে। শূন্যস্থানে যে সঠিক শব্দটি বসবে শুধুমাত্র সে শব্দটি লিখে দিলেই পূর্ণ নম্বর পাওয়া যাবে।
৩। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশেরর মিল করে উত্তরপত্রে লেখঃ
মিলকরণ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। একটি ভুল হয়ে গেলে দুটি ভুল হবে,দুটি ভুল হলে চারটি ভুল হবে।তাই উত্তর লেখার সময় যাতে ভুল না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। বাম পাশে ‘ক’ হতে ‘ঙ’ পর্যন্ত ৫টি বাক্য থাকবে। ডান পাশে রোমান সংখ্যায় (i) হতে (vii) পর্যন্ত ৭টি বাক্য থাকবে। বাম পাশের ৫টি বাক্যের সাথে ডান পাশ হতে সঠিক ৫টি বাক্য এনে মিল করে লিখতে হবে। প্রতিটি বাক্যের জন্য ২ নম্বর করে মোট ১০ নম্বর থাকবে। কোন পরীক্ষার্থী যদি বাক্য না লিখে শুধুমাত্র সংখ্যা মিল করে অর্থাৎ( ক+ ii) এভাবে লিখে দেয় তাহলেও সে পূর্ণ নম্বর পাবে।
৪। যে কোন আটটি প্রশ্নের উত্তর লেখঃ
এখানে কাঠামোবদ্ধ প্রশ্ন থাকবে ১০টি। যে কোন আটটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য ৬ নম্বর করে মোট ৪৮ নম্বর থাকবে। কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর সঠিকভাবে লিখতে পারলে কোন নম্বর কাটা যাওয়ার সম্ভাবনা নেই।। কাঠামোবদ্ধ প্রশ্নে একাধিক অংশ থাকতে পারে। যেমনঃ মুক্তিযুদ্ধ কী? মুক্তিযুদ্ধ কখন সংগঠিত হয়েছিল? মুক্তিযুদ্ধের চারটি ফলাফল লেখ। ১ম অংশের জন্য ১ নম্বর, ২য় অংশের জন্য ১ নম্বর এবং ৩য় অংশের জন্য ৪ নম্বর মোট ৬ নম্বর থাকবে। এই অংশে খাতা দেখার সময় নম্বর এদিক সেদিক হওয়ার কোন সম্ভাবনা নেই। কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর বিস্তারিত লেখার কোন দরকার নেই। প্রশ্নে যতটুকু উত্তর চাওয়া হবে ততটুক লিখলেই পূর্ণ নম্বর পাওয়া যাবে।
পরিশেষে ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সকল পরীক্ষার্থীর জন্য শুভ কামনা জানাচ্ছি এবং সকলের উজ্জল ভবিষ্যত কামনা করছি।
ফরিদ আহাম্মদ
লেখকঃ জেলা শ্রেষ্ঠ শিক্ষক, শেরপুর
বিষয়ভিত্তিক প্রশিক্ষকঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সহকারি শিক্ষক,গোজাকুড়া সঃ প্রাঃ বিদ্যালয়
নালিতাবাড়ী,শেরপুর।
At 12:30pm Primary & Mass Education Minister Mostafizur Rahman had also published the PSC results through a press released at Secretariat Office. Primary Education Department’s website at www.dpe.gov.bd , & also Teletalk mobile’s website at http://dpe.teletalk.com.bd .