The authority of the directorate of secondary and higher secondary education has provided the instructions for HSC assignment 4th week for the students. As per the instructions, students will need to complete their assignments on Bangla, Physics, Economics, Accounting, Civics, Logic, and Food & Nutrition. If you are an HSC student then you should read this article attentively. In this article, we are going to discuss everything about your 4th week HSC assignment.
Recommend for you
4th Week HSC Assignment 2021
For the HSC students, the authority has published a total of 30 weeks of assignment grid (routine). In the 4th week, students need to complete and submit their assignments on the above-mentioned subjects within the deadline of 4th of July 2025 to 8th of July 2025. No matter where do you live and what you do, you all should complete the assignments properly and timely and submit them as per the instructions the authority has provided.
Your results will be evaluated based on your performance on all the assignments. So you all should give much importance to your assignments so that you can complete all the assignments perfectly. On assignment tasks, you will get different topics from different chapters from your original textbook. So if you have good knowledge of your textbook, you will easily be able to complete your assignment perfectly. However, you can also take help from other sources.
HSC Assignment 4th Week Bangla
In HSC assignment 4th week, students will get assignment tasks on Bangla subject. This is the third number of assignment tasks on this subject. If you are willing to learn more and download all the important information about this assignment topic, you can follow the link we have given here.
অ্যাসাইনমেন্টঃ ‘বিদ্রোহী কবিতার আলােকে কবির বিদ্রোহী সত্তার স্বরূপ নির্ধারণ এবং বর্তমান সময়ে কবিতাটির প্রাসঙ্গিকতা যাচাই
শিখনফল/বিষয়বস্তুঃ জাতি, ধর্ম, বর্ণ, গােত্র, পেশা, ক্ষুদ্র নৃগােষ্ঠী নির্বিশেষে সকল মানুষের প্রতি সমমর্যাদার মনােভাব ব্যক্ত করতে পারবে।
(সংকেত/ধাপ/পরিধি):
- ১. ‘বিদ্রোহী কবিতায় কবি নিজেকে যে যে রূপে উপস্থাপন করেছেন, তা খুঁজে বের করা।
- ২. কবিতায় যেসব ঐতিহ্য ও পুরাণের ব্যবহার করা হয়েছে, তা উল্লেখ করা।
- ৩. কবির বিদ্রোহী-সত্তা সমাজের যেসব অসাম্যের বিরুদ্ধে কথা বলে, সেগুলাে চিহ্নিত করা।
- ৪. বর্তমান সময়ের নানারকম অসাম্যের প্রেক্ষাপটে ‘বিদ্রোহী’ কবিতার প্রাসঙ্গিকতা যাচাই।
- ৫. বানান ও ভাষাশৈলীর ব্যাপারে মনােযােগী থাকা।
HSC Assignment 4th Week Physics
Physics is another assignment subject for the HSC assignment 4th week. This is also the third assignment subject on this subject. If you would like to know more about this assignment task, you can click on the link mentioned here and download all the information you need.
(ক) সমদুতিতে ঘূর্ণায়মান 1.5 kg ভরের জন্য নিউটনেরসমীকরণ লেখ?
(খ) 1.5 kg ভরটি সমদুতিতে ঘূর্ণায়মান অবস্থায় থাকার ফলে কাজ কত?
(গ) যদি 2 kg ভরটিকে স্থির | অবস্থায় রাখতে হয় তাহলে 1.5 kg ভরটির দুতি কত হওয়া দরকার?
(ঘ) যদি ঘর্ষণ থাকার কারণে 1.5 kg ভরের দুতি কমতে থাকে তাহলে 2 kg ভরটির বেগ বনাম সময়ের গুণগত গ্রাফ আঁক?
HSC Assignment 4th Week Economics
HSC students will get assignment topics on Economics subject on their 4th week assignment. This assignment topic is also the third assignment on this subject. If you are looking for more information and would like to download the assignment task, you need to click on the link provided here.
শিখনফল/বিষয়বস্তুঃ চাহিদার ধারণা ব্যাখ্যা করতে পারবে। চাহিদা বিধিকে সূচি এবং রেখাচিত্রে রূপ দিয়ে ব্যাখ্যা করতে পারবে। যােগানের ধারণা ব্যাখ্যা করতে পারবে। যােগানবিধিকে সূচি ও রেখাচিত্রে রূপ দিতে পারবে। সূচি, রেখাচিত্র এবং গাণিতিকভাবে ভারসাম্য দাম ও পরিমাপ নির্ধারণ করতে পারবে।
HSC Assignment 4th Week Accounting
If you are a commerce background student, you will get assignment tasks on accounting subject on 4th week HSC assignment tasks. This assignment topic is also the third assignment on this subject. If you want to download the accounting assignment task, you need to click on the link given here.
অ্যাসাইনমেন্টঃ নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত গরমিলের কারণ অনুসন্ধান করে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরণ:
২০২১ সালের ৩১ মে তারিখে সাগর অ্যান্ড কোং এর নগদান বই মােতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ৪৮,৬০০ টাকা। গরমিলের কারণসমূহ নিম্নরূপঃ
১। চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক ডেবিট হয়নি ৪,৫০০ টাকা।
২। আদায়ের জন্য ৮,৫০০ টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক বিবরণীতে এখনাে লেখা হয়নি।
৩। অন্য একজন গ্রাহক কর্তৃক ইস্যুকৃত ১০,৫০০ টাকার একটি চেক ব্যাংক ভুলবশত অত্র হিসাবে ডেবিট করেছে।
৪। ব্যাংক লভ্যাংশ বাবদ আদায় করেছে ১০,০০০ টাকা।
৫। ব্যাংক সার্ভিস চার্জ বাবদ ১,৫০০ টাকা ডেবিট করেছে।
৬। একজন পাওনাদারকে ১২,০০০ টাকার একটি চেক ইস্যু করে ভুলে নগদান বইতে ১,২০০ টাকা লেখা হয়েছে।
৭। আদায়ের জন্য ব্যাংকে প্রেরিত প্রাপ্য বিল বাবদ ব্যাংক ৫১,০০০ টাকা আদায় করেছে যা নগদানভুক্ত হয়নি; উক্ত বিলের লিখিত মূল্য ছিল ৫০,০০০ টাকা।
HSC Assignment 4th Week Civics
Civics is another important assignment subject for HSC students for their 4th week assignment tasks. This assignment topic is also the third assignment on this subject. To download the assignment tasks on Civics subject, you have to follow the link we have provided here.
অ্যাসাইনমেন্ট-৩ঃ মূল্যবােধ, আইন, স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক কীভাবে মূল্যবােধ ও নৈতিকতাকে প্রভাবিত করে বিশ্লেষণ কর।
শিখনফলঃ আইন ও নৈতিকতার সম্পর্ক বিশ্লেষন করতে পারবে স্বাধীনতা ও সাম্যের ধারণা ব্যাখ্যা করতে পারবে আইন, স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক মূল্যায়ন করতে পারবে গণতান্ত্রিক মূল্যবোেধ ব্যাখ্যা করতে পারবে সুশাসন প্রতিষ্ঠায় মূল্যবােধের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে।
HSC Assignment 4th Week Logic
Logic is another assignment subject for HSC assignment 4th week. This assignment topic is also the third assignment on this subject. If you are looking for more information on this assignment topic and want to download the assignment tasks, you can follow the link mentioned here.
অ্যাসাইনমেন্টঃ যুক্তির উপাদান হিসেবে পদের ব্যার্থ ও জাত্যর্থের তুলনামূলক বিশ্লেষণপূর্বক একটি বাস্তব উদাহরণ দাও।
শিখনফল/বিষয়বস্তুঃ তৃতীয় অধ্যায়: যুক্তির উপাদান
শিখনফল: ১. যুক্তির উপাদানসমূহ বর্ণনা করতে পারবে। ২. পদের অর্থ ব্যাখ্যা করতে পারবে। ৩. পদ ও শব্দের পার্থক্য বর্ণনা করতে পারবে। ৫. পদের ব্যক্তার্থ ও জাত্যর্থ ব্যাখ্যা করতে পারবে। ৬. পদের ব্যক্তার্থ ও জাত্যর্থের তুলনা করতে পারবে।
HSC Assignment 4th Week Food & Nutrition
Food & Nutrition assignment is one of the most interesting and important assignment subjects for HSC students for the 4th week assignment. This assignment topic is also the third assignment on this subject. If you are eager to download Food & Nutrition assignment task, you need to click on the link here.
অ্যাসাইনমেন্টঃ নিজ পরিবার প্রতিবেশী/আত্মীয়দের যেকোনাে ৫জন ব্যক্তির তথ্য ছকে সন্নিবেশ করে সেটি পর্যালােচনার ভিত্তিতে ব্যক্তি বিশেষের ক্যালরির চাহিদার পার্থক্যের কারণ চিহ্নিতকরণ এবং তালিকায় প্রাপ্ত ক্যালরির চাহিদার সাথে অনুমােদিত চাহিদার সামঞ্জস্যতা নিরূপণ;
ক্রমিক, বয়স, লিঙ্গ, ওজন, শ্রমের ধরন, দৈনিক ক্যালরির চাহিদা
শিখনফল/বিষয়বস্তুঃ ১. ক্যালরি ব্যাখ্যা করতে পারবে; ২. ক্যালরির চাহিদা নির্ণয়ে প্রভাব সৃষ্টিকারী বিষয় সম্পর্কে ব্যাখ্যা দিতে পারবে; ৩. বয়স ও লিঙ্গ ভেদে ক্যালরির চাহিদা বর্ণনা করতে পারবে;
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
১. আলাদা আলাদাভাবে পাঁচজন ব্যক্তির ক্যালরির চাহিদা নির্ণয়
২. যথাযথভাবে ছক পূরণ।
৩. ব্যক্তি বিশেষের ক্যালরির চাহিদার পার্থক্যের কারণের তালিকা তৈরি;
৪. বয়স অনুযায়ী অনুমােদিত ক্যালরির চাহিদার ছক উপস্থাপন;
৬. অনুমােদিত চাহিদার সাথে উক্ত ব্যক্তিগণের দৈনিক চাহিদা তুলনা প্রয়ােজনে পাঠ্যপুস্তক শ্রেণি শিক্ষক ও ইন্টারনেটের সহায়তা নেওয়া যেতে পারে;
Final Words
We have provided all the information regarding your HSC Assignment 4th Week. If you want to know more about your 4th week assignment, you can visit https://eassignmentbd.com. You can also install the All Result BD android app from the Google play store to know all the details.