শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-১৯ প্রকাশিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েব সাইটে (www.sau.edu.bd)। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য বলা হয়েছে। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-১৯ নিয়ে আজ বিস্তারিত আলোচনা করা হল।
Sher-E-Bangla Agricultural University Admission Test Circular 2025-19
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (সংক্ষেপেঃ ‘শেকৃবি’ বা SAU) বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার প্রাচীনতম কৃষি শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান। অনন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটি রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত। ১৯৩৮ সালে সাধারণ কৃষি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্থাপিত এই ইনস্টিটিউটটি ২০০১ সালে বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়।
উচ্চতর কৃষি শিক্ষার বিস্তারের মাধ্যমে দেশে কৃষি উন্নয়নের গুরুদায়িত্ব বহনে সক্ষম তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানসম্পন্ন দক্ষ কৃষিবিদ এবং কৃষিবিজ্ঞানী তৈরি করাই এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান লক্ষ্য; পাশাপাশি কৃষি গবেষণার যথাযথ প্রচার ও প্রসার করার জন্য এই বিশ্ববিদ্যালয় বিশেষ অবদান রেখে চলেছে।
গুরুত্ব পূর্ন তারিখ সমূহঃ
আবেদনের সময় শুরুঃ ০৩/১০/২০২২
আবেদনের সময় শেষঃ ১৩/১১/২০২২
ভর্তি পরীক্ষার তারিখঃ ২৩/১১/২০২২
ফলাফলঃ ২৪/১১/২০২২
ন্যূনতম যোগ্যতাঃ
- HSC/সমমানঃ ২০২৫ বা ১৮ সালে বিজ্ঞান বিভাগ হতে পাশ করতে হবে।
- SSC/সমমানঃ২০১৫ বা ১৬ সালে বিজ্ঞান বিভাগ হতে পাশ করতে হবে।
- HSC/সমমান পরীক্ষায় জিপিএ ৩.০০ এবং SSC/সমমান পরীক্ষায় জিপিএ ৩.০০ সহ মোট ৭.০০ জিপিএ পেতে হবে শেকৃবি তে আবেদন করার জন্য।
- HSC/সমমান পরীক্ষায় পদার্থ, গণিত, জীববিজ্ঞানে ন্যূনতম ৩.০০পয়েন্ট পেতে হবে।
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সম্পর্কিত খুটিনাটিঃ
মোট নম্বরঃ ২০০ ( এমসিকিউ পরীক্ষা ১০০, জিপিএ ১০০)। প্রতিটি ভূল উত্তরের জন্য ০.২৫ মার্ক কাটা যাবে।
এমসিকিউ পরীক্ষা ১০০
- সাধারন জ্ঞান-১০
- ইংরেজী-১০
- পদার্থ-২০
- রসায়ন-২০
- গণিত ২০
- জীববিজ্ঞান ২০
জিপিএ ১০০
- HSC/সমমান * ১২
- SSC/সমমান * ৮
- মোট ১০০
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এ অনুষদ ভিত্তিক আসন সংখ্যাঃ
- কৃষি ৩৫০
- এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট ১২০
- এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিবারি মেডিসিন ১০০
- ফিসারিজ ও একোয়া কালচার ৫০
- মোট-৬২০ টি
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য যেগুলা জানতে হবেঃ
- পরীক্ষার্থী শুধুমাত্র কালো কালির বলপেন ও প্রবেশ পত্র আনতে হবে।
- ক্যালকুলেটর ,ঘড়ি,মোবাইল,বা অন্য কোন ডিভাইস সাথে আনা যাবেনা।
- শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ওয়েব সাইট লিংকঃ http://www.sau.edu.bd/
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়য় ভর্তি পরীক্ষার আবেদন করার নিয়মাবলী ও অন্যান্যঃ