শিক্ষা সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-১৯

ঢাবি অধিভুক্ত ৭ কলেজ ভর্তি সার্কুলার অফিসিয়াল ওয়েবসাইট  7college.du.ac.bd  প্রকাশ করা হয়েছে । ঢাবির  ৭ কলেজে আবেদন করার পূর্বে বিস্তারিত তথ্য জানা প্রয়োজন। আজকে আমরা সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি র আলোকে আলোচনা করব।

Dhaka University 7 Affiliated College Admission Circular 2025-19

২০২৫ সালের ফেব্রুয়ারী মাসে রাজধানীর ৭ টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করা । পূর্বে এসব কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল । এসব কলেজে অনার্স ও মাস্টার্স পর্যায়ে বর্তমানে এক লাখ ৬৭ হাজার ২৩৬ জন ছাত্রছাত্রী এবং এক হাজার ১৪৯ জন শিক্ষক রয়েছেন। অধিভুক্ত হওয়ার পর থেকে  কলেজগুলো  ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালনা করা হয় ।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ টি কলেজ:-

১. ঢাকা কলেজ

২. ইডেন মহিলা কলেজ

৩. সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ

৪. কবি নজরুল কলেজ

৫.  বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ

৬. মিরপুর সরকারি বাঙলা কলেজ

৭. সরকারি তিতুমীর কলেজ।

গুরুত্বপূর্ণ তারিখ ও সময়

আবেদন শুরু- ২৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) ২০২৫ দুপুর ১২ঃ০০ টা

আবেদন শেষ- ২৫ অক্টোবর (বুধবার) ২০২৫

আবেদন ফি-  ৪০০ টাকা

বিভিন্ন ইউনিটের আবেদন যোগ্যতা

ইউনিটের নাম

আবেদন যোগ্যতা

ক ইউনিট -বিজ্ঞান এসএসসি ও এইচএসসি সমন্বয়ে (৪র্থ বিষয়সহ) জিপিএ-৭
খ ইউনিট- কলা ও সমাজবিজ্ঞান এসএসসি ও এইচএসসি সমন্বয়ে (৪র্থ বিষয়সহ) জিপিএ-৬.৫
গ ইউনিট- ব্যবসায় শিক্ষা এসএসসি ও এইচএসসি সমন্বয়ে (৪র্থ বিষয়সহ) জিপিএ-৭

ভর্তি পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ তথ্য

  • পরীক্ষার সময় – ১ ঘন্টা
  • পরীক্ষার পদ্ধতি – MCQ
  • লিখিত পরীক্ষার নম্বর – ১২০ মার্ক
  • জিপিএ নম্বর (এসএসসি +এইচএসএসি) – ৮০ মার্ক
  • মাধ্যম – বাংলা ও ইংরেজী উভয়ই
  • পাশ নম্বর – ৪৮ (আলাদাভাবে পাস করতে হবে না)
  • নেগেটিভ মার্কিং – নেই
  • কোথায় ভর্তি পরীক্ষার সীট পড়বে – ঢাবি এলাকায় ।
  • যে কোনো একটা কলেজে আবেদন করতে পারবেন।

ভর্তি পরীক্ষার বিষয় ভিত্তিক মানবন্টন

ব্যবসায় শিক্ষা

বাংলা (আবশ্যক) (২০x১.২০) ২৪
ইংরেজি (আবশ্যক) (২০x১.২০) ২৪
ব্যবসায় নীতি ও প্রয়োগ (আবশ্যক) (২০x১.২০) ২৪
মাকেটিং/ ফিন্যান্স এন্ড ব্যাংকিং (আবশ্যক) (২০x১.২০) ২৪
মোট ১২০

মানবিক

বাংলা ৩০
ইংরেজি ৩০
সাধারণ জ্ঞান ৬০
মোট ১২০

*সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশও আন্তর্জাতিক ঘটনা এবং মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পর্যায়ে পঠিত সমাজবিদ্যা, রাজনীতি, অর্থনীতি,ইতিহাস, ইসলামের ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, ধর্ম  ইত্যাদি বিষয়ক প্রশ্ন থাকবে।

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.