শিক্ষা সংবাদ

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম দফায় মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের ১১ জুন থেকে ১৮ জুনের মধ্যে ভর্তি নিশ্চয়ন করতে হবে। টেলিটক বা শিউর ক্যাশের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি ১৯৫ টাকা পরিশোধ করে ভর্তি নিশ্চয়ন করতে হবে। সোমবার (১০ জুন) বোর্ডের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ সংক্রান্ত পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রথম দফার ফল অনুযায়ী মনোনয়ন পেয়েছে ১৩ লাখ ১৮ হাজার ৮৬৬ জন।

বিজ্ঞপ্তি অনুসারে, ১১ থেকে ১৮ জুনের মধ্যে ভর্তি নিশ্চয়নের ইচ্ছুক প্রার্থীরা টেলিটক প্রিপেইড মোবাইলে মাধ্যমে ফি প্রদান করতে পারবেন। এ জন্য প্রথমে মোবাইলের ম্যোসেজ অপশনে গিয়ে CAD<স্পেস>Board Name<স্পেস>Roll<স্পেস>Year লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। দ্বিতীয় এসএমএসে CAD<স্পেস>Yes<স্পেস>Pin<স্পেস>Contact No লিখে পাঠাতে হবে। এ ক্ষেত্রে ভর্তির রেজিস্ট্রেশন ফি হিসেবে ১৯৫ টাকা এবং সার্ভিস চার্জসহ মোট ২১২ টাকা কেটে নেয়া হবে।

ছাত্র/ছাত্রী নিজে নিজে একাদশে ভর্তির নিশ্চায়নের জন্য রেজিষ্ট্রেশন ফি প্রদান করতে পারবে। কিভাবে এক জন ছাত্র/ছাত্রী নিজে নিজে রেজিষ্ট্রেশন ফি প্রদান করবে তা নিম্নে দেওয়া হলোঃ

এছাড়া শিউরক্যাশের মাধ্যমেও টাকা জমা দেয়া যাবে। টাকা জমা দেয়ার বিস্তারিত প্রক্রিয়া দেখুন:

রেজিস্ট্রেশন ফি প্রদানের সময়সীমাঃ

—————————————————————————

১১/০৬/২০২২ হতে ১৮/০৬/২০২২ তারিখের মধ্যেঃ

ক) Selection প্রাপ্ত শিক্ষার্থী নিম্নলিখিত যে কোন একটি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নিম্নরূপ হারে বোর্ডের রেজিস্ট্রেশন ফি প্রদান করলে স্বয়ংক্রিয়ভাবে তার ভর্তির প্রাথমিক নিশ্চায়ন হবে:(১) টেলিটক – বোর্ডের ফি ১৮৫/- টাকা + টেলিটক সার্ভিস চার্জ ১৪.৮০ টাকা = ১৯৯.৮০/- টাকা।
(২) শিওরক্যাশ – বোর্ডের ফি ১৮৫/- টাকা + শিওরক্যাশ সার্ভিস চার্জ ৩/- টাকা = ১৮৮/- টাকা।
(৩) রকেট – বোর্ডের ফি ১৮৫/- টাকা + রকেট সার্ভিস চার্জ ৪/- টাকা = ১৮৯/- টাকা।গ) Selection পাওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে এই ফি অবশ্যই জমা দিতে হবে। ফি জমা না দিলে শিক্ষার্থীর Selection ও আবেদন বাতিল হবে।গ) উপরোক্ত রেজিস্ট্রেশন ফি প্রদানের জন্য শিক্ষার্থীকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার প্রয়োজন নাই।

২২ থেকে ২৩ জুন ২০২২ ২য় পর্যায়ের নিশ্চায়নঃ

ক) মাইগ্রেশন প্রাপ্ত প্রতিষ্ঠানের জন্য রেজিস্ট্রেশন ফি প্রদান ও নিশ্চায়ন করার প্রয়োজন নাই।
খ) যেসব শিক্ষার্থী নতুন Selection পাবে – শুধুমাত্র তাদেরকে রেজিস্ট্রেশন ফি ১৮৫/- টাকা জমা দিতে হবে।

২৬ জুন ৩য় পর্যায়ের নিশ্চায়নঃ

একাদশ শ্রেনিতে ভর্তি নিশ্চায়নের জন্য রেজিষ্ট্রেশন ফি প্রদানের পদ্ধতি

All Result BD

All Result BD

All Result BD

All Result BD

টেলিটকের মাধ্যমে রেজিষ্ট্রেশন ফি প্রদানের পদ্ধতিঃ

প্রথম SMS লিখতে হবে-

Message অপশন-এ গিয়ে লিখতে হবে-
CAD BOARD ROLL YEAR SECURITY CODE লিখে 16222 নম্বরে প্রেরণ করতে হবে।
CAD JES 123456 2022 123456.

দ্বিতীয় SMS লিখতে হবে-

Message অপশন-এ গিয়ে লিখতে হবে-
CAD YES PIN NUMBER লিখে 16222 নম্বরে প্রেরণ করতে হবে।

I hope you are enjoying this article. Thanks for visiting this website.