ইয়াসিন টিভি অ্যাপস

ইয়াসিন টিভি অ্যাপস ডাউনলোড ও লাইভ দেখার নিয়ম 2025

সারা বিশ্বে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল খেলা। তো আমাদের বাংলাদেশে যারা বিভিন্ন ফুটবল খেলা দেখতে থাকে তারা বেশির ভাগ সময় ফুটবল খেলা গুলো বিভিন্ন টিভিতে দেখে থাকে। যদি কখনও কারেন্ট চলে যায় তাহলে তারা খেলাটা উপভোগ করতে পারে না।

আবার এমন অনেক স্থান রয়েছে যেখানে ডিশ কানেকশন না থাকার কারণে তারা বিভিন্ন টিভি চ্যানেল গুলোতে ফুটবল খেলা গুলো উপভোগ করতে পারে না।

প্রিয় দলের প্রিয় ফুটবল খেলা গুলো উপভোগ করতে না পারলে তখন তারা বিভিন্ন ভাবে ফেসবুক ও ইউটিউবে চেষ্টা করে বিভিন্ন খেলা দেখার জন্য। তবে ফেসবুক এবং ইউটিউব এ খেলাগুলো মূলত দেওয়া হয় না। কারণ প্রতিটা ফুটবল খেলার ম্যাচ গুলো স্বত্ব বিভিন্ন টিভি চ্যানেল কিনে নিয়ে থাকে।

আর এই জন্য ফ্রিতে কখনোই ফুটবল ম্যাচ গুলো সোস্যাল মিডিয়াতে গুলো ভালভাবে দেখা যায় না। যদিও দেখা যায় যেসব লিঙ্ক গুলোতে খেলা সেগুলো ভালো ভাবে খেলা উপভোগ করা যায় না। তবে আপনি চাইলে যেকোনো ধরনের ফুটবল খেলা এইচডি একটি অ্যাপস ডাউনলোড করে দেখতে পারবেন।

যদি আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকে তাহলে যে কোন প্রান্ত থেকেই বিভিন্ন ফুটবল খেলার ম্যাচ গুলো একেবারে বিনামূল্য দেখতে পারবেন। আর এই জন্য আপনাকে ডাউনলোড করতে হবে একটি অ্যাপস। অ্যাপস টির নাম হল ইয়াসিন এপস।

ইয়াসিন টিভি অ্যাপস কি?

ইয়াসিন টিভি অ্যাপস হলো মধ্যপ্রাচ্যের একটি টিভি চ্যানেলের অ্যাপস। যেটার মাধ্যমে বিভিন্ন ধরনের খেলা এন্ড্রয়েড ফোন দিয়ে উপভোগ করা যায়। ইয়াসিন টিভি অ্যাপস টি একটি হলো মধ্যপ্রাচ্যে জনপ্রিয় একটি লাইভ টিভি চ্যানেল এ্যাপস। এখানে আপনি যেকোনো ধরনের ফুটবল খেলা সরাসরি লাইভ দেখতে পারবেন।

মজার বিষয় হলো যে, এই অ্যাপসটিতে আপনাকে প্রবেশ করতে কোন টাকা খরচ করতে হবে না। শুধুমাত্র আপনার অ্যান্ড্রয়েড ফোন ও ইন্টারনেটে কানেকশন থাকলেই ইয়াসিন অ্যাপসটি দিয়ে একেবারে বিনামূল্যে আপনি বিভিন্ন ধরনের খেলা এই অ্যাপটির মাধ্যমে উপভোগ করতে পারবেন। যারা বিনামূল্যে খেলা দেখতে চান। তাদের জন্য সবচেয়ে সেরা একটি অ্যাপস হলো ইয়াসিন টিভি অ্যাপস।

আরো দেখুনঃ জিমেইলের কিছু শর্টকাট কিবোর্ড টিপস

ইয়াসিন অ্যাপস ডাউনলোড করার নিয়ম

অনেকেই আছে যারা ইয়াসিন অ্যাপসটি ডাউনলোড করতে পারে না। তাদের জন্য যেভাবে ইয়াসিন অ্যাপসটি ডাউনলোড করা আর টিপসটি শেয়ার করা যাক। ইয়াসিন অ্যাপটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। অথবা চাইলে আপনি যখন একটি ব্রাউজার অপেন করতে পারেন।

সেখানে গিয়ে আপনাকে সাচ বারে সার্চ করতে হবে ইয়াসিন টিভি অ্যাপস ডাউনলোড Yeasine tv apk লিখে অথবা Yeasin tv apps লিখলে হবে। তারপরে আপনার সামনে অনেক গুলো ওয়েবসাইটের লিংক আসবে। এই সব গুলো থেকে আপনি একটি আরবি লিংক দেখতে পাবেন। মানে এমন একটা ওয়েবসাইট দেখতে পাবেন যেটা আরবিতে লেখা টাইটেল থাকবে।

ওই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে। এই ডাউনলোড পেজ ওয়েবসাইটের প্রথম পেজে চলে আসলে একেবারে নিচে আপনি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। একেবারে নিচে আপনি দেখতে পাবেন যে ইয়াসিন টিভি অ্যাপস ডাউনলোড লেখা একটি অপশন আছে। সেটাতে ক্লিক করার সাথে সাথেই আপনার ফোনে অটোমেটিক ভাবে ইয়াসিন টিভি অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনি ইন্সটল করে বিভিন্ন ধরনের খেলা উপভোগ করতে পারবেন।

এছাড়া ও চাইলে আপনি নিচের এই সরাসরি ডাউনলোড লিংকে ক্লিক করার মাধ্যমে ডাউনলোড করে নিতে পারেন। নিচের এই লিংকটিতে ক্লিক করার সাথে সাথে সরাসরি আপনার ফোনে ইয়াসিন টিভি অ্যাপসি ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনি ইয়াসিন টিভি অ্যাপসটি ইন্সটল করে যেকোনো ধরনের ফুটবল খেলা উপভোগ করতে পারবেন।

ইয়াসিন টিভি অ্যাপস দিয়ে লাইভ দেখার নিয়ম

  • অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করুন।
  • প্রথমেই ক্যাটাগরি দেখতে পাবেন যেমন— Sports, Movies, News, Kids ইত্যাদি।
  • Sports সেকশনে প্রবেশ করুন।
  • এখানে বিভিন্ন স্পোর্টস চ্যানেল যেমন Bein Sports, Ten Sports, PTV Sports, Sony Sports, T-Sports ইত্যাদি পাবেন।
  • আপনার পছন্দের চ্যানেল সিলেক্ট করলে লাইভ স্ট্রিমিং শুরু হবে।
  • ম্যাচ চলাকালীন ভালো ইন্টারনেট কানেকশন (Wi-Fi বা 4G) ব্যবহার করলে ভিডিও সুন্দরভাবে চলবে।

ব্যবহার করার সময় যেসব বিষয় খেয়াল রাখবেন

  • ⚡ দ্রুত ইন্টারনেট কানেকশন (কমপক্ষে 5 Mbps) ব্যবহার করুন।
  • VPN ব্যবহার করলে অনেক সময় আরও বেশি চ্যানেল দেখা যায়।
  • প্লে স্টোরে না থাকায় ডাউনলোড সবসময় বিশ্বস্ত সাইট থেকে করতে হবে।
  • মাঝে মাঝে অ্যাপে বিজ্ঞাপন আসতে পারে, এটি স্বাভাবিক।

কেন ইয়াসিন টিভি অ্যাপ জনপ্রিয়?

  • ফ্রি লাইভ স্ট্রিমিং সুবিধা।
  • আলাদা আলাদা লিংক দেওয়া থাকে, তাই এক লিংক কাজ না করলে অন্য লিংক ব্যবহার করা যায়।
  • একসাথে অনেক আন্তর্জাতিক চ্যানেল পাওয়া যায়।
  • ব্যবহার সহজ ও হালকা অ্যাপ।

যারা মোবাইল ফোনে সহজে ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলা লাইভ দেখতে চান, তাদের জন্য ইয়াসিন টিভি অ্যাপ একটি ভালো বিকল্প। তবে অবশ্যই নিরাপদ ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে এবং শক্তিশালী ইন্টারনেট কানেকশন ব্যবহার করতে হবে।

About Author

Srabon Mahamud
জানতে ও জানাতে চাই।