বিশ্বের প্রতিটা পিতা মাতা তার প্রিয় সন্তানের জন্য একটি সুন্দর নাম সবচাইতে বেশি ভালোবেসে রেখে থাকে। তাদের প্রিয় সন্তানের নামটি ভালোবেসে রাখে যাতে করে তারা তাদের সন্তান কে উক্ত নামে ডাক দিতে পারে। মুসলিম বিশ্বে সন্তানদের নাম রাখার ক্ষেত্রে ইসলামিক নাম গুলো রাখার ক্ষেত্রে পিতা মাতারা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে।

এর কারণ হিসেবে বলা যায় ইসলামিক নাম গুলো খুব সুন্দর এবং অর্থবহল হয়ে থাকে। সেই সাথে ইসলামিক নাম গুলোর জনপ্রিয়তা ও প্রচুর পরিমাণে রয়েছে। আপনি যদি আপনার প্রিয় সন্তানের নাম তানজিলা রাখতে চান আর যদি না জানেন যে, তানজিলা নামের অর্থ কি? তাহলে আজকের এই আর্টিকেল থেকে তানজিলা নামের অর্থ জানতে পারবেন। এছাড়াও আরও জানতে পারবেন তানজিলা নামটি ইসলামিক নাম কি না। তাহলে চলুন জেনে নেই যে, তানজিলা নামের অর্থ কি? ও তানজিলা ইসলামিক নাম কি?

তানজিলা নাম কি ইসলামিক?

তানজিলা একটি আরবী শব্দ। ইসলামী পরিভাষায় তানজিলা শব্দটির উৎপত্তি স্থল। মুসলিম বিশ্বে তানজিলা নামটি খুবই জনপ্রিয় একটা নাম। আর তাই বলা যায় যে, তানজিলা নামটি মুসলিম সন্তানদের জন্য রাখা যেতে পারে। অনেক মুসলিম সন্তানদের নাম তানজিলা রাখা হয়।

আর এ কারণে আপনার প্রিয় সন্তানের নাম যদি ইসলামিক রাখতে চান তাহলে তানজিলা নামটি রাখতে পারেন। তানজিলা একটি আদর্শ ইসলামিক মুসলিম সন্তানদের জনপ্রিয় অর্থ বহুল নাম। আপনাদের সন্তানের নাম তানজিলা রাখলে খুবই ভালো হবে। যেহেতু তানজিলা একটি আধুনিক ইসলামিক নাম।

তানজিলা নামের অর্থ কি?

তানজিলা শব্দটি একটি আরবি শব্দ থেকে আগত। ইসলামী পরিভাষায় তানজিলা শব্দটির উৎপত্তি স্থল। আরবি শব্দ তানজিল থেকে মূলত তানজিলা শব্দটি অবতীর্ণ হয়েছে। তানজিলা নামের অর্থ হল নাযিল হওয়া। এছাড়াও তানজিলা নামের বাংলা অর্থ হলো অবতীর্ণ হওয়া।

কোন কিছু নাযিল হওয়া বা অবর্তীর্ণ হওয়া কে মূলত আরবি ভাষায় তানজিল অথবা তানজিলা বলা হয়ে থাকে। আপনার প্রিয় সন্তানের নাম একটি আধুনিক ইসলামিক অর্থ বহুল মুসলিম নাম রাখতে চাইলে তাহলে এক্ষেত্রে অবশ্য তানজিলা নামটি রাখতে পারেন।

তানজিলা নাম ছেলেদের নাকি মেয়েদের?

তানজিলা নামটি হল মেয়েদের আধুনিক নাম। মুসলিম মেয়েদের জনপ্রিয় একটি নাম ও বলা যায় তানজিলা নামটি কে। শুধুমাত্র মুসলিম মেয়েদের সাথে তানজিলা নামটি সবচাইতে বেশি মানানসই বা সামঞ্জস্যপূর্ণ। ছেলেদের নাম রাখার ক্ষেত্রে অবশ্য কখনোই তানজিলা রাখা উচিত নয়। ছেলেদের নাম তানজিলা না রেখে চাইলে তানজিল রাখা যেতে পারে।

তানজিল ও একটি আরবি শব্দ। তানজিল ও তানজিলা এ দুটো শব্দের অর্থ হলো একই। তাই আপনার সন্তান যদি মেয়ে হয় তাহলে তার নাম তানজিলা রাখতে পারেন। আর যদি আপনার প্রিয় সন্তান ছেলে হয় তাহলে খেতে তার নাম তানজিল রাখতে পারেন। তানজিলা নাম হলো একটি আধুনিক ইসলামিক অর্থ হলো জনপ্রিয় নাম মুসলিম মেয়েদের নাম।

তানজিলা নামের বানান সমূহ

মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ গুলোতে জনপ্রিয় একটি নাম হল তানজিলা। তানজিলা নামটি অনেক মেয়েদের জন্য রাখা হয়ে থাকে। বিশ্বের প্রতিটি মুসলিম দেশের ভাষা আলাদা আলাদা ধরনের হয়ে থাকে। আর এই কারণে তারা তানজিলা নামটি বিভিন্ন ভাষায় বানান করে বা লিখে থাকে। আমরা যেমন বাংলা ভাষায় তানজিলা নামটি বানান করে লিখে থাকি। ঠিক তেমনই অন্যান্য মুসলিম দেশগুলো তাদের নিজস্ব ভাষায় তানজিলা নামটি বানান করে লিখে থাকে।

বর্তমানে কয়েকটি জনপ্রিয় ভাষায় তানজিলা নামের বানান আমরা নিচে দিয়ে দিলাম। আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় কয়েকটি ভাষায় তানজিলা নামের বানান এর মধ্যে উল্লেখযোগ্য হলো; আরবি ভাষায় তানজিলা নামের বানান হলো (تنزيلا), উর্দু ভাষায় তানজিলা নামের বানানো হলো (تنزیلہ۔), ইংরেজি ভাষায় তানজিলা নামের বানান হলো (Tanjila), হিন্দি ভাষায় তানজিলা নামের বানান হলো (तंज़िला)।

জানতে ও জানাতে চাই।