Agriculture bd

পলিব্যাগে চারা তৈরী সুবিধাজনক কেন? ব্যাখ্যা কর।

মিনি নার্সারি স্থাপনের জন্য প্রথমেই প্রয়োজন স্থান নির্বাচন। নার্সারির স্থানটিতে যেন আলো-বাতাস চলাচল ভালো থাকে ও ছায়াযুক্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হয়। এছাড়া বর্ষায় বা বৃষ্টি হলে নার্সারিতে পানি ওঠে না, পানি জমে না এবং নিষ্কাশন ব্যবস্থা ভালো এমন উঁচু সমতল জমিই নার্সারির জন্য নির্বাচন করতে হয়। মাটি উর্বর বেলে দো-আঁশ বা দো-আঁশ প্রকৃতির হলে ভালো হয়। আশপাশের জঙ্গল বা আগাছা পরিষ্কার করতে হয়। মিনি নার্সারিতে মৌসুমভিত্তিক ফুল, সবজি ও মশলার চারা উৎপাদনের পাশাপাশি অল্পসংখ্যক বা নির্দিষ্টসংখ্যক ফল এবং সৌন্দর্যবর্ধক গাছ ও বনজ চারা-কলম উৎপাদনের ব্যবস্থা রাখতে হয়। মিনি নার্সারিতে সাধারণত দুই ধরনের বেড তৈরি করা হয়। সরাসরি বীজ বপন করে চারা উত্তোলন করার জন্য উঁচু বেড তৈরি করতে হয়। পলিব্যাগ স্থাপনের জন্য জমির সমতল থেকে কিছুটা মাটি খুঁড়ে বেড তৈরি করতে হয়। দুই বেডের মাঝে ৩০ সেন্টিমিটার ফাঁকা নালা রেখে দিতে হয়।

পলিব্যাগে চারা তৈরী সুবিধাজনক কেন? ব্যাখ্যা কর।

# যে কোন মাপের এবং ঘনত্বের তৈরি করা যায়।

# মজবুত ও দীর্ঘস্থায়ী হবে ।

# হালকা ও সহজে পরিবহনযোগ্য।

# পলিব্যাগে উৎপাদিত চারার পরিচর্যা করা সহজ এবং চারা মৃত্যুহার কম।

# পলিব্যাগের চারা পরিবহন করা সহজ এবং পরিবহনে চারার কোন ক্ষতি হয় না।

# পলিব্যাগের চারা রোপণ করা সহজ ও মৃত্যুহার কম

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.