agriculture

অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম

পঞ্চম অধ্যায়: (কৃষিজ উৎপাদন) পাঠ-৯ মিশ্র (মাছ) চাষের জন পুকুর প্রস্তুতি

ক) মিনারা বেগম পুকুরে কি পরিমাণ ইউরিয়া সার প্রয়ােগ করেছিলেন? নির্ণয় কর।
খ) মিনারা বেগমের উদ্যোগটি মূল্যায়ন কর।

(Agricultural Production) Lesson-9 Preparation of public ponds for mixed (fish) farming

সখিপুর গ্রামের মিনারা বেগম বাড়ির পাশের ৫ শতক জমির পুকুরে রুই. কাতলা, সিলভার কাপ ও কার্পিও জাতের মাছ চাষের উদ্যোগ নেন। এজন্য তিনি মৎস্য কর্মকর্তার পরামর্শ নিয়ে প্রয়োজনীয় চুন, সার প্রয়োগ করে পুকুর প্রস্তুত করেন।

মাছ চাষের জন্য পুকুর প্রস্তুতি

  • পুকুরের পাড় ও তলা মেরামত করা।
  • পাড়ের ঝোপ জংগল পরিষ্কার করা।
  • জলজ আগাছা পরিষ্কার করা।
  • রাক্ষুসে ও অবাঞ্ছিত মাছ দূর করা
  • পুকুর শুকানো
  • বার বার জাল টানা।
  • ঔষধ প্রয়োগ: রোটেনন। পরিমানঃ ২৫ – ৩০ গ্রাম/শতাংশ/ফুট। এর বিষক্রিয়ার মেদ ৭-১০দিন। প্রয়োগের সময় রোদ্রজ্জল দিনে। ফসটক্সিন / কুইফস / সেলফস ৩গ্রাম/শতাংশ/ফুট। মেয়াদ এবং সময় পুর্বের ন্যায়।
  • চুনপ্রয়োগ- সাধারনত ১কেজি চুন /শতাংশ প্রয়োগ করতে যদি PH এর মান ৭ এর আশেপাশে থাকে। বছরে সাধারনত ২বার চুন প্রয়োগ করতে হয়। একবার পুকুর প্রস্তুতির সময়, ২য় বার শিতের শুরুতে কার্তিক – অগ্রায়হন মাসে।
I hope you are enjoying this article. Thanks for visiting this website.