আসসালামু আলাইকুম। আবারও পবিত্র মাহে রমজান আমাদের মাঝে উপস্থিত হয়েছে৷ আমরা সবাই পবিত্রতার সাথে ইবাদত করে সিয়াম সাধনা করব। প্রতিটি সামর্থ্যবান নর-নারীর উপর রোজা ফরজ করা হয়েছে৷ রোজা রাখার জন্য নিয়ত করতে হয়৷ এ ছাড়া ইফতার ও সেহরিতেও কতিপয় দোয়া পড়তে হয়। আসুন জেনে নেই রোজার নিয়ত, ইফতার ও সেহরির দোয়াসমূহ ৷
রোজার নিয়ত
মুসলমানদের জন্য সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে বিরত থাকতে হয়। যাকে শরীয়তের পরিভাষায় রোজা বলা হয়ে থাকে। রোজা রাখার জন্য নিয়ত করতে হয়। “আমি আগামীকাল রোজা রাখব” এটা বললেই নিয়ত করা হয়ে যায়। কিংবা রোজা রাখার ইচ্ছাপোষণ করলেও নিয়ত করা হয়ে যাবে। তবে আমাদের মাঝে প্রচলিত যে দোয়া আছে সেটা অর্থসহ উল্লেখ করব৷ দেখুন তাহলে রোজার পরিপূর্ণ নিয়ত।
রোজার নিয়ত আরবিতেঃ نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
উচ্চারণ – নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।
অর্থ – হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার নিয়্যত করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে আমার রোযা কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।
সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ জেনে নিন
সেহরির দোয়া
আমাদের রোজার সূচনা হয় সেহরি খাওয়ার মধ্য দিয়ে। পরদিন রোজা রাখার জন্য সুবহে সাদিকের পূর্বে ভোর রাতে সেহরি খাওয়া হয়। তবে সেহরি যে ভোর রাতেই খেতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই। ইফতারের পর থেকে সুবহে সাদিক পর্যন্ত যে কোন সময়েই সেহরি খাওয়া যায়। সেহরিকে আরও বরকতময় করতে দোয়া পড়া হয়। আমরা এখন সেহরির সেই দোয়টিই উল্লেখ করব৷
সেহরির দোয়া আরবিতেঃ نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
উচ্চারণঃ নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।
অর্থঃ হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার নিয়্যত করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে আমার রোযা কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।
ইফতারের দোয়া
আমাদের সারাদিনের উপবাস শেষ হয় ইফতারের মধ্য দিয়ে। সূর্যাস্তের সাথে সাথে ইফতার করতে হয়৷ ইফতারের মাধ্যমে আল্লাহ তায়ালা রোজাকে আরও বরকতময় করেন। ইফতারের সুন্দর একটি দোয়া আছে৷ তবে ইফতারের সঠিক দোয়া কোনটি সেটা নিয়ে আলেমদের মাঝে মতভেদ রয়েছে। আমরা এখানে সবচেয়ে গ্রহণযোগ্য দোয়াটিই উল্লেখ করব।
ইফতারের দোয়া আরবিতেঃ ذَهَبَ الظَّمَاءُ وَابْتَلَّتِ الْعُرُوْقُ وَ ثَبَتَ الْأَجْرُ اِنْ شَاءَ اللهُ
উচ্চারণঃ জাহাবাজ জামাউ; ওয়াবতাল্লাতিল উ’রুকু; ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ।
অর্থঃ (ইফতারের মাধ্যমে) পিপাসা দূর হলো, শিরা-উপসিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সাওয়াবও স্থির হলো।
শেষ কথা
সবাই রমজানের পবিত্রতা রক্ষা করে ইবাদত করবেন। রমজানে স্বাভাবিক সময়ের চেয়ে ৭০ গুণ বেশি সওয়াব পাওয়া যায়। তাই এ মাসে বেশি বেশি ইবাদত করুন। সাথে রোজার নিয়ত, সেহরি ও ইফতারের দোয়া যথাসময়ে পড়ে নিন।