মাধ্যমিক স্কুল শিক্ষকদের মুক্তপাঠ হতে বিষয় ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ গ্রহণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বর্ধিত সময় অনুসারে ২৯ ডিসেম্বর তারিখের মধ্যে এই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। অনলাইনে মুক্তপাঠ হতে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণের নিয়ম জানুন।
মাধ্যমিক স্কুলের শিক্ষকদের মুক্তপাঠ হতে বিষয় ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ গ্রহণের নিয়ম
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মুক্তপাঠ হতে বিষয় ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ গ্রহণের নির্দেশ দিয়েছে।
২৬ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখে শিক্ষা অধিদপ্তরে প্রকাশিত এক নোটিশে, স্কুল শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণের সময় বর্ধিত করা হয়।
বর্ধিত সময় অনুসারে ২৯ ডিসেম্বরের মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের এই প্রশিক্ষণ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের ধারাবাহিক বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের অংশ হিসেবে শীঘ্রই বিষয় ভিত্তিক ফেস টু ফেস প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।
আর ফেস টু ফেস প্রশিক্ষণ শুরু হওয়ার পূর্বেই এই প্রশিক্ষণ গ্রহণ করা বাধ্যতামূলক। কারণ এই প্রশিক্ষণ ছাড়া সরাসরি কোন প্রশিক্ষণে অংশ নেওয়া যাবে না বলে জানানো হয়েছে।
মাউশি প্রকাশিত নোটিশ হতে বিষয়ভিত্তিক প্রশিক্ষণের বর্ধিত সময়সূচি সম্পর্কে জানুন।
যেসব ঠিকানা থেকে মুক্তপাঠে বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ করা যাবে
নিচের লিংকগুলো থেকে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করা যাবে। কোন বিষয়ের প্রশিক্ষণ গ্রহণ করতে সংশ্লিষ্ট লিংক ব্রাউজ করে প্রশিক্ষণ পাতায় যান।
এরপর নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে কোর্সে প্রবেশ করুন। কোর্সের নির্দেশনামতো কোর্সটি সম্পন্ন করুন।
১. বাংলা: https://muktopaath.gov.bd/course-details/982
২. ইসলাম শিক্ষা: https://muktopaath.gov.bd/course-details/980
৩. ইংরেজি: https://muktopaath.gov.bd/course-details/977
৪. স্বাস্থ্য সুরক্ষা: https://muktopaath.gov.bd/course-details/975
৫. গণিত: https://muktopaath.gov.bd/course-details/974
৬. শিল্প ও সংস্কৃতি: https://muktopaath.gov.bd/course-details/973
৭. হিন্দুধর্ম শিক্ষা: https://muktopaath.gov.bd/course-details/972
৮. বৌদ্ধধর্ম শিক্ষা: https://muktopaath.gov.bd/course-details/971
৯. খ্রীষ্টধর্ম শিক্ষা: https://muktopaath.gov.bd/course-details/968
১০. জীবন ও জীবিকা (পার্ট-১): https://muktopaath.gov.bd/course-details/965
জীবন ও জীবিকা (পার্ট-২): https://muktopaath.gov.bd/course-details/965
১১. ইতিহাস ও সামাজিক বিজ্ঞান-(পার্ট-১): https://muktopaath.gov.bd/course-details/962
ইতিহাস ও সামাজিক বিজ্ঞান (পার্ট-২): https://muktopaath.gov.bd/course-details/962
১২. বিজ্ঞান: https://muktopaath.gov.bd/course-details/959
১৩. ডিজিটাল প্রযুক্তি: https://muktopaath.gov.bd/course-details/990
মাধ্যমিক বিদ্যালয়ের মুক্তপাঠ হতে বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের লিখে জানান।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।