Home জানা-অজানা বিনতে নামের অর্থ কি? (বাংলা ও ইসলামিক অর্থ জানুন) – Binte Namer...

বিনতে নামের অর্থ কি? (বাংলা ও ইসলামিক অর্থ জানুন) – Binte Namer Ortho

0

আপনি হয়তো আপনার সন্তানের নাম বিনতে রাখতে চাচ্ছেন। অথবা আপনার পরিবারের কিংবা আত্মীয় স্বজনের যে কোন মেয়ে সন্তানের নাম রাখতে চাচ্ছেন বিনতে। কিন্তু হয়ত আপনারা জানেন না যে, বিনতে নামের অর্থ কি? আর এটা হয়তো আপনারা জানেন না যে, বিনতে ইসলামিক নাম নাকি ইসলামিক নাম না। এইসব প্রশ্নের উত্তর গুলো আজকের এই আর্টিকেলে আপনাদের দেওয়ার চেষ্টা করব।

বিনতে নাম কি ইসলামিক?

বিনতে একটি আরবি শব্দ থেকে আগত ইসলামী পরিভাষার একটি শব্দ। মুসলিম দেশ গুলোতে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে সবচেয়ে বেশি মেয়েদের নাম বিনতে রাখতে দেখা যায়। আর এইসব কারণে বলা চলে যে বিনতে একটি ইসলামিক মুসলিম মেয়েদের নাম। যদি আপনি আপনার সন্তানের নাম অথবা আত্মীয় স্বজনের কারো মেয়ে সন্তানের নাম বিনতে রাখতে চান তাহলে রাখতে পারেন। এছাড়া চাইলে নামের শুরুতে বিনতে ব্যবহার করতে পারেন অথবা নামের মাঝখানে বা শেষে ও বিনতে নামটি ব্যবহার করতে পারেন।

বিনতে নামের অর্থ কি?

বিনতে নামটি একটি ইসলামিক আরবি শব্দ এর পরিভাষা থেকে আগত শব্দ। এর বাংলা অর্থ হলো মেয়ে। মানে মেয়েদের যেকোনো নাম রাখার পরে অথবা নাম রাখার শুরুতেই বিনতে নামটি যুক্ত করা যেতে পারে। বিনতে নামের অর্থই হল মেয়ে, মহিলা, নারী। মুসলিম মেয়েদের জন্য খুবই সুন্দর ও মিষ্টি একটা নাম হল বিনতে। যেকোনো মুসলিম মেয়েদের নাম বিনতে রাখা যেতে পারে।

আরও দেখুনঃ জান্নাতুল নামের অর্থ কি?

বিনতে নাম ছেলেদের নাকি মেয়েদের?

বিনতে নামটি শুধুমাত্র মেয়েদের রাখাই ভালো। কেননা মেয়েদের নামের পদবী হিসেবে অথবা নামের মধ্যখানে এই নামটি ব্যবহার করা যায়। আর এই ক্ষেত্রে বিনতে নামটি কখনোই ছেলেদের নাম রাখা উচিত নয়। কেননা ছেলেদের সাথে বিনতে নাম রাখায় সামঞ্জস্যপূর্ণ নয়। এটি শুধুমাত্র মেয়েদের ইসলামিক নাম। ছেলেদের বিনতে নাম না রাখলে সবচেয়ে ভালো হয়। বিনতে নাম একটি আধুনিক ইসলামিক মেয়েদের নাম। শুধুমাত্র মেয়েরা চাইলে বিনতে নামটি রাখতে পারে বা ব্যবহার করতে পারেন।

বিভিন্ন ভাষায় বিনতে নামের বানান

বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ গুলোতে আলাদা আলাদা ভাষার প্রচলন রয়েছে। আর তাই প্রত্যেকটা মুসলিম মেয়েদের নাম বিনতে রাখা হলেও এর বানান কিন্তু বিভিন্ন ভাষায় আলাদা আলাদা ভাবে করতে হয়। যেমন আমাদের বাংলাদেশে বিনতে নামের বানান বাংলাতে লেখা হয়। ঠিক তেমনি অন্যান্য দেশের ভাষাতে ও আলাদা আলাদা ভাবে বিনতে নাম লেখা হয়ে থাকে।

বিভিন্ন দেশের ভাষায় বিনতে নামের বানান এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কয়েকটি ভাষায় বিনতে নামের বানান হল; ইংরেজি ভাষায় বিনতে নামের বানান হলো (Binte), আরবি ভাষায় বিনতে নামের বানান হলো (بنت), উর্দু ভাষায় বিনতে নামের বানানো হলো (بنت۔), হিন্দি ভাষায় বিনতে নামের বানান হলো (बिन्त)।

বিনতে দিয়ে কিছু নাম

বিনতে নামটি বেশ জনপ্রিয়, তবে বিনতে দিয়ে পূর্ণ নামের কিছু সাজেশন সবসময়ই খুঁজে থাকেন অনেকে। তাই বিনতে দিয়ে কিছু নাম আপনাদের জন্য তুলে ধরা হলো; বিনতে ফারবিন, বিনতে ইসলাম নদী, বিনতে তাবাসসুম মিম, বিনতে বিনতে তাহীয়া, বিনতে বিনতে তাবাসসুম, বিনতে রহমান, বিনতে আফরিন কনা, বিনতে সুহানি, বিনতে জাহান, বিনতে ইসলাম মিম, বিনতেতুল কুবরা ওইশি, বিনতে চৌধুরী, বিনতে আক্তার, বিনতে নওসিন, বিনতে মির্জা, বিনতে ফিরদাউস, বিনতে আক্তার সুইটি, বিনতে আক্তার ইতি, বিনতে ইসলাম সুমি, সায়মা বিনতে, বিনতে আহমেদ, বিনতে আমিন, লিয়ানা আফরিন বিনতে, বিনতে জান্নাত, বিনতে নূর, বিনতে হক, বিনতে ইসলাম, বিনতে খাতুন, সীমথীয়া ইসলাম বিনতে, বিনতে জেরিন নিশি, তাহমিনা চৌধুরী বিনতে, বিনতে আলতাফ, বিনতে জান্নাত, বিনতে সুলতানা, বিনতে তালুকদার, বিনতে অথৈ, বিনতে সিদ্দিক, বিনতে মন্ডল, বিনতে সাভা, বিনতে তাসপিয়া ইত্যাদি।

বিনতে নামের জনপ্রিয় দেশসমূহ

আপনি কি জানেন বিনতে নামটি সবচেয়ে কোন দেশে বেশি রাখা হয়। কোন দেশের মেয়েদের নাম বিনতে রাখা হয়। আর কোন দেশের মেয়েদের নাম কেনই বা বিনতে নামটি এত জনপ্রিয়।

হ্যাঁ বন্ধুরা বিনতে নামটি সবচেয়ে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে জনপ্রিয়। আমাদের বাংলাদেশের অনেক মেয়েদের নাম বিনতে রাখা হয়। তবে এটা তাদের নামের পদবী হিসেবে ব্যবহার করা হয়। আমাদের বাংলাদেশ ছাড়া সৌদি আরব, ইরাক, ইরান, লিবিয়া, ইয়েমেন, আরবআমিরাত ও ফিলিস্তিনের মত মুসলিম দেশ গুলোতে সবচেয়ে বেশি মেয়েদের নাম বিনতে রাখা হয়।

আর এইসব দেশগুলোতে বিনতে নামের প্রচুর জনপ্রিয়তা রয়েছে। মধ্যপ্রাচ্যের এইসব দেশ গুলো ছাড়াও বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো দেশ গুলোতে প্রচুর পরিমাণ মেয়েদের নাম বিনতে রাখা হয়।

যদি আপনি আপনার মেয়ে সন্তানের নাম বিনতে রাখতে চান তাহলে রাখতে পারেন। এছাড়াও যদি কেউ কোন আত্মীয় স্বজনের অথবা পাড়া প্রতিবেশীর মেয়েদের নাম বিনতে রাখতে চায়। তাহলে তাদের এক্ষেত্রে বিনতে নামটি রাখা যেতে পারে। কেননা বিনতে নামটি যেমন জনপ্রিয়। সেই সাথে বিনতে নামের রয়েছে একটি খুব সুন্দর সাবলীল অর্থ সমূহ।