books of account

এইচএসসি ২০২৪ এর ব্যবসায় শিক্ষা বিভাগের সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য প্রণীত এইচএসসি পরীক্ষা ২০২৪ হিসাব বিজ্ঞান প্রথম পত্র ১ম অ্যাসাইনমেন্ট এর বাছাইকরা নমুনা উত্তর (হিসাবের বইসমূহের পরিচিতি; হিসাবচক্রের ধাপ, ঘটনা হতে লেনদেন শনাক্ত) প্রণয়ন করা হয়েছে। তোমরা যারা সরকারি, বেসরকারি কলেজের এইচএসসি ২০২৪ পরীক্ষার্থী আছো তোমাদের ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট হিসাব বিজ্ঞান প্রথম পত্র বিষয়ের একটি নির্ধারিত কাজ দেয়া হয়েছিল। যথাযথ মূল্যায়ন নির্দেশনা অনুসরণ করে তোমাদের জন্য হিসাব বিজ্ঞান প্রথম পত্র ১ম এ্যাসাইনমেন্ট এর বাছাইকরা নমুনা উত্তর দেওয়া হল।

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার হিসাব বিজ্ঞান প্রথম পত্র ১ম অ্যাসাইনমেন্ট এর সমাধান

ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রথম সপ্তাহে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র এবং হিসাববিজ্ঞান প্রথম পত্র থেকে দুটি এসাইনমেন্ট দেয়া হয়েছে। এইচএসসি পরীক্ষা ২০২৪ এর প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের হিসাববিজ্ঞান প্রথম পত্রের প্রথমে সিমেন্ট নির্ধারণ করা হয়েছে হিসাববিজ্ঞান প্রথম পত্র পাঠ বইয়ের দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ’ থেকে।

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার হিসাব বিজ্ঞান প্রথম পত্র ১ম অ্যাসাইনমেন্ট

নিচের ছবিতে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার হিসাব বিজ্ঞান প্রথম পত্র ১ম অ্যাসাইনমেন্ট (HSC 2024 Accounting First Paper 1st Assignment) বিস্তারিত উল্লেখ করা হলো।

https://i.imgur.com/rugyLXw.jpg

স্তর: এইচএসসি পরীক্ষা ২০২৪, বিভাগ: ব্যবসায় শিক্ষা, বিষয়ঃ হিসাব বিজ্ঞান, পত্র: প্রথম, বিষয় কোড-২৫৩, অ্যাসাইনমেন্ট নং-১

অধ্যায় ও শিরোনামঃ দ্বিতীয় অধ্যায়: হিসাবের বইসমূহ

অ্যাসাইনমেন্টঃ হিসাবের বইসমূহের পরিচিতি

সহায়ক তথ্য: তিস্তা বিপনি বিতানের নির্দিষ্ট খতিয়ানের ৩১ মে, ২০২৪ তারিখের উদ্বৃত্তসমূহ যথাক্রমে নগদ ৩২,০০০ টাকা, অফিস সরঞ্জাম ৩০,০০০ টাকা, প্রাপ্য হিসাব ২৫,০০০ টাকা, প্রদেয় হিসাব ১৮,০০০ টাকা।

জুন, ২০২৪ইং মাসে সংঘটিত ঘটনাসমূহ নিম্নে উল্লেখ করা হলাে:

  • জুন-২: মালিক নগদ ১০,০০০ টাকা ও ৩০,০০০ টাকার অফিস সরঞ্জাম ব্যবসায় বিনিয়ােগ করলাে।
  • জুন-৫: ৪০,০০০ টাকার পণ্য বিক্রয় করা হলাে যার ৬০% নগদে।
  • জুন-৯: ভাড়া পরিশােধ ৮,০০০ টাকা।
  • জুন-১২: চলতি মাসের ৫ তারিখের ধারে বিক্রয়ের টাকা পাওয়া গেল এবং ৫০০ টাকা বাট্টা মঞ্জুর করা হলো।
  • জুন-১৭: মালিক ব্যক্তিগত সম্পদ ১,০০,০০০ টাকায় বিক্রয় করে নিজ ব্যবহারের জন্য ৫০,০০০ টাকা দিয়ে একটি ল্যাপটপ ক্রয় করলাে।
  • জুন-২০: ঘােষ এন্ড সন্সের নিকট থেকে পণ্য ক্রয় ৯,০০০ টাকা, যার ৫০% ধারে।
  • জুন-২৩: ঘােষ এন্ড সন্সকে তার পাওনা পরিশােধ করা হলাে এবং ২০০ টাকা বাট্টা পাওয়া গেল।
  • জুন-২৬: ৩০,০০০ টাকার পণ্য নগদে বিক্রয় করা হলাে।
  • জুন-৩০: ম্যানেজারের বেতন প্রদান করা হলাে ১০,০০০ টাকা।

শিখনফল বিষয়বস্তু:

  • ১. দু’তরফা দাখিলা পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে;
  • ২. ডেবিট-ক্রেডিট নির্ণয় করতে পারবে;
  • ৩. হিসাব চক্রের ধাপ সমূহের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে;
  • ৪. হিসাবের প্রাথমিক বইসমূহের প্রকারভেদ বর্ণনা করতে পারবে হিসাববের পাকা বই খতিয়ান প্রস্তুত করতে পারবে;
  • ৫. খতিয়ানের জের নির্ণয় করতে পারবে;
  • ৬. নগদান বই, নগদ প্রাপ্তি জাবেদা ও নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে পারবে;

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

  • ১. হিসাবচক্রের ধাপ অনুসরণ করতে হবে।
  • ২. ঘটনা হতে লেনদেন শনাক্ত করতে হবে।
  • ৩. হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব বর্ণনা করতে হবে।
  • ৪. খতিয়ান পােস্টিং ও জের নির্ণয় করতে হবে।
  • ৫. নগদান বই প্রস্তুত করতে হবে।

HSC 2024 Accounting First Paper 1st Assignment Solution

হিসাব চক্র বলতে হিসাববিজ্ঞানের ধারাবাহিক কার্যপ্রক্রিয়াকে বুঝায়। হিসাব্বিজ্ঞানের চলমান প্রতিষ্ঠান ধারনা অনুসারে প্রতিষ্ঠানের কারযাবলী অনন্ত কাল ধরে চলতে থাকবে। এই অনিরদিষ্ট জীবনকে হিসাবকাল বলে। প্রত্যেক হিসাবকালে হিসাব সংক্রান্ত কারযাবলী ধারাবাহিকভাবে চক্রাকারে সংগঠিত হয়। হিসাব সংক্রান্ত কার্যাবলির এই পর্যায়ক্রমিক ধারাবাহিকতা এবং এদের পুনরাবৃত্তিকে হিসাবচক্র বলে। মোটকথা হিসাববিজ্ঞানের কার্যাবলি কতকগুলো পর্যায়ে বা ধাপে সম্পাদিত হয়।

হিসাব চক্রের ধাপ সমূহ বর্ণনা করা হলোঃ

এগুলোর কতগুলো আবশ্যক এবং কতগুলো ঐচ্ছিক অর্থাৎ প্রতিষ্ঠান বিশেষে অনুসৃত না হলেও চলে।

হিসেব চক্রের ধাপগুলো নিচে প্রদর্শিত হল:

books of account

হিসাব চক্রের ধাপ সমূহ

  • লেনদেনসমূহ সংগ্রহ ও ডেবিট-ক্রেডিট বিশ্লেষণ : হিসাব কার্যের প্রথম ধাপে প্রতিষ্ঠানের আর্থিক ঘটনা বা লেনদেন সমূহ চিহ্নিত ও সংগ্রহ করা হয়। অর্থাৎ লেনদেন সংক্রান্ত চালান, ভাউচার, মেমোরি, বিল ইত্যাদি প্রমান পত্র সংগ্রহ করা হয়। এতে বর্ণিত আর্থিক মূল্য ও পক্ষসমূহ নিরূপণ করা হয় এবং তাদের ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করা হয়।
  • লেনদেন লিপিবদ্ধকরণ বা জাবেদা ভূক্তকরণ : হিসাবচক্রের দ্বিতীয় ধাপের লেনদেনগুলো তাদের ডেবিট ক্রেডিট এর ভিত্তিতে সংশ্লিষ্ট প্রাথমিক বইয়ে যেমন ক্রয় বিক্রয়, বিক্রয় বই, নগদান বই বা সাধারণ জাবেদা লিপিবদ্ধ করা হয়। জাবেদায় লেনদেন কাজকে জাবেদা ভূক্তকরণ বা জাবেদায়ন বলা হয়।
  • শ্রেণীবদ্ধকরণ বা খতিয়ানভুক্ত করণ : জাবেদায় লিখিত লেনদেন হতে হিসেব গুলোর প্রকৃত অবস্থা অর্থাৎ দেনা-পাওনা সম্পত্তির হ্রাস বৃদ্ধির বিশেষ খাতে আয় ব্যয় ইত্যাদি কিছুই জানা যায় না। হিসাব সংক্রান্ত তথ্যাদি জানার জন্য লেনদেন হিসাব আকারে খতিয়ানে শ্রেণীবদ্ধ আকারে সাজাতে হয়।
  • সংক্ষিপ্তকরণ : আমরা জানি খতিয়ান উদ্বৃত্ত গুলোর সাহায্যে চূড়ান্ত হিসাব প্রণয়ন করা হয়। কিন্তু জাবেদা খতিয়ানে কোন ভুল সংঘটিত হলে হয়ে থাকলে চূড়ান্ত হিসাব ভুল হতে পারে। তাই চূড়ান্ত হিসাব প্রণয়নের পূর্বে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করে নিতে হয়। এজন্য খতিয়ান হিসাব গুলোর সংক্ষিপ্ত ফলাফল অর্থাৎ জের বা ব্যালেন্স নির্ণয় করে ডেবিট জের গুলো ডেবিট এবং ক্রেডিট জেরগুলোকে ক্রেডিট দিকে লিখেন এবং একটি বিবরণ পত্র তৈরি করেন, একে বলা হয় রেওয়ামিল।
  • সমন্বয় করন : হিসাবচক্রের পঞ্চম ধাপে হিসাব কালের সাথে সম্পর্কিত অলিখিত ও অগ্রিম ব্যয়ের দফাগুলো ভুলভ্রান্তির বিষয়গুলো এবং এক হিসাব করতে প্রয়োজনে অন্য হিসাবে অর্থ স্থানান্তরের কাজগুলো সেরে নিতে হয়। হিসেবে এ কাজগুলোকে বলা হয় সমন্বয় করন।
  • সমন্বয় পরবর্তী শুদ্ধতা যাচাই : হিসেবের প্রয়োজনীয় সংশোধন ও বকেয়া অগ্রিম আয়-ব্যয় সমন্বয় এর পর সংশোধিত সব জের নিয়ে তৈরি করা হয় রেওয়ামিল। একে বলা হয় সমন্বিত রেওয়ামিল। এতে সকল হিসাবের হিসাব সমাপনী সঠিক ও সম্পূর্ণ জেরগুলো দেখানো হয় বলে এর ভিত্তিতে প্রস্তুত চূড়ান্ত হিসাবের সঠিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপিত হয়।
  • ফলাফল নির্ণয় ও আর্থিক অবস্থা নিরূপণ : হিসাব চক্রের ধাপ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। ব্যবসায়ের হিসাব কালের লেনদেনগুলোর ফলাফল অর্থাৎ লাভ-লোকসান ও আর্থিক অবস্থা নিরূপণ করা হয়। অন্যান্য হিসাব পর্যাগুলো এ ধাপকে লক্ষ্য করে আবর্তিত হয়।

হিসাবের বইসমূহের পরিচিতিঃ

হিসাব সমীকরণে ২,৫,৯,২০ তারিখের লেনদেনের প্রভাব দেখানো হলো :

https://i.imgur.com/4YK75MC.jpg

লেনদেনের প্রভাব

https://i.imgur.com/HVMDztL.jpg

বি.দ্রঃ জুন ১৭ তারিখের ঘটনাটি লেনদেন নয়। তাই দাখিলা লেখা হয় নি।

https://i.imgur.com/7NMlcZQ.jpg

https://i.imgur.com/0ojiR5c.jpg

I hope you are enjoying this article. Thanks for visiting this website.