Thrown object

তােমার বাড়ি ও আশেপাশের ফেলে দেওয়া বস্তু (কাগজ/খবরের কাগজ/ বােতল/বাক্স/পাতা) দিয়ে ঘর সাজানাের একটি সামগ্রী তৈরি কর।

তােমার বাড়ি ও আশেপাশের ফেলে দেওয়া বস্তু (কাগজ/খবরের কাগজ/ বােতল/বাক্স/পাতা) দিয়ে ঘর সাজানাের একটি সামগ্রী তৈরি কর। (প্রস্তুত প্রনালী লিখে জমা দিতে হবে)। ৬ষ্ঠ শ্রেণীর কর্ম ও জীবনমুখী শিক্ষা (দ্বাদশ সপ্তাহ) অ্যাসাইনমেন্ট সমাধান।

৬ষ্ঠ শ্রেণি ২০২৫ দ্বাদশ সপ্তাহ কর্ম ও জীবনমুখী শিক্ষা অ্যাসাইনমেন্ট

অ্যাসাইনমেন্ট: তােমার বাড়ি ও আশেপাশের ফেলে দেওয়া বস্তু (কাগজ/খবরের কাগজ/ বােতল/বাক্স/পাতা) দিয়ে ঘর সাজানাের একটি সামগ্রী তৈরি কর। (প্রস্তুত প্রনালী লিখে জমা দিতে হবে)

https://i.imgur.com/7N9kRAC.jpg

নির্দেশনাঃ

ক) লিখিত প্রস্তুত প্রনালী অনুযায়ী নির্ধারিত সামগ্রী তৈরি করবে;

খ) অ্যাসাইনমেন্টে উল্লেখিত বস্তুগুলাে ছাড়াও আশে পাশের ফেলে দেওয়া যেকোনাে বস্তু ব্যবহার করতে পারবে;

বাড়ি ও আশেপাশের ফেলে দেওয়া বস্তু দিয়ে ঘর সাজানাের একটি সামগ্রী তৈরি ও প্রস্তুত প্রনালী

ফেলনা জিনিস দিয়ে নানা রকম সৃজনশীল ঘর সাজানোর সামগ্রী তৈরি করা যায়। এমন একটি ফেলনা উপকরণ হলো প্লাস্টিকের বোতল। আর এ প্লাস্টিকের বোতল দিয়ে খুব সহজে বানিয়ে ফেলা যায় ঘর সাজানোর জন্য দৃষ্টিনন্দন কিটি টব। বারান্দা সাজানোর পাশাপাশি ইনডোর প্লাণ্টের সাহায্যে ঘরের সৌন্দর্যও বাড়ানো যায়। নিম্নে কিটি টব বানানোর প্রস্তুত প্রণালী তুলে ধরা হলো:

১) বোতলের উপরের লেবেল খুলে শুকিয়ে নিতে হবে।

২) অতঃপর পার্মানেন্ট মার্কারের সাহায্যে বিড়ালের আকৃতি এঁকে নিতে হবে। কানের অংশ দুইটি খুব সাবধানে আঁকতে হবে।

৩) তারপর বিড়ালের আকৃতি অনুযায়ী কেটে ফেলতে হবে।

৪) সাদা স্প্রে পেইন্টের সাহায্যে রং করে নিতে হবে কেটে ফেলা অংশকে। রং যেন আশেপাশে ছড়িয়ে না পড়ে সেজন্য কার্ডবোর্ড দিয়ে ঢেকে দিতে হবে চারদিক।

৫) মার্কার দিয়ে বিড়ালের মুখাকৃতির বাকি নকশা এঁকে নিতে হবে। গোলাপি মার্কার দিয়ে কান ও ঠোঁটের অংশ রং করতে হবে।

৬) এবার টবের ভেতর মাটি বা পানি দিয়ে পছন্দের গাছ রাখতে হবে। অতঃপর সাজিয়ে রাখতে হবে ঘরের পছন্দসই জায়গাতে।

Thrown object

বন্ধুরা এই ছিল, তোমাদের জন্য ৬ষ্ঠ শ্রেণির দ্বাদশ শ্রেণির কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয়ের নমুনা উত্তর। আশা করছি তোমরা বাড়ি ও আশেপাশের ফেলে দেওয়া বস্তু দিয়ে ঘর সাজানাের একটি সামগ্রী তৈরি করতে পারবে।

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.